Skip to content
Home » প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান ২০২২ | ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা দেবে

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান ২০২২ | ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা দেবে

WEWB Scholarship

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান সরকার প্রতিমাসে ১,০০০ টাকা করে দেবে। আবেদনের শেষ ৩১ মার্চ ২০২২। For Disabled children Scholarship 2022. Providing disability allowance to the disabled children of expatriate workers. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশের প্রাবসীদের সন্তানদের (প্রতিবন্ধী) আর্থি অনুদানের মাধ্যমে প্রবাসীদের সহায়ার একটি বড় উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের প্রতিমাসে ১,০০০ টাকা করে আগামী ৫ বছর ভাতা প্রদান করা হবে। আর এজন্য প্রতিবন্ধী প্রবাসী সন্তানদের অভিবাবকদের আগামী ৩১ মার্চ ২০২২ইং তারিখের মধ্যে আবেদন করার জন্য আহ্ববান করা হচ্ছে।

১,৫০,০০০/- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৭১-৭২ প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
(www.wewb.gov.bd)
নম্বর :- ৪৯.০৪.০০০০.২২১.১৮.০০৩.২০২০.(০৭)-৪৬৯।
তারিখ : ২৮/০২/২০২২ খ্রিঃ।

এক নজরে সার্কুলার

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান ২০২২ | ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ভাতা দেবে। নিচে সংক্ষেপে সমস্ত প্রয়োজনীয় তথ্য দেখা যাক।

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
  • শিক্ষাবৃত্তির ধরণ (Type of ‍Scholarship): মাসিক প্রদান।
  • যোগ্যতা: আবেদনের জন্য নিম্নোক্ত যোগ্যতা লাগবে-
    • (ক) বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন;
    • (খ) প্রবাসে মৃত কর্মীর ক্ষেত্রে দূতাবাসের এনওসিতে বৈধতার উল্লেখ আছে অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড কর্তৃর্ক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
  • লিঙ্গ (Gender): ছেলে সন্তান ও মেয়ে উভয় সন্তানই পাবে।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): সর্বোমোট ৬০,০০০ টাকা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ০১/০৩/২০২২ইং থেকে ৩১/০৩/২০২২ইং তারিখ পর্যন্ত।

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান বিজ্ঞপ্তি ২০২২

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য দরখাস্ত আহ্বান!
প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মধ্যে প্রতিবন্ধী ভাতা প্রদানের নিমিত্ত প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতা/অভিভাবকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা/ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ভাতায় আবেদনের শর্তাবলী

(১) যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ ভাতা প্রাপ্য হবে—

(ক) বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন;
(খ) প্রবাসে মৃত কর্মীর ক্ষেত্রে দূতাবাসের এনওসিতে বৈধতার উল্লেখ আছে অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড কর্তৃর্ক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


(২) একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের ক্ষেত্রে পৃথক পৃথক আবেদন করতে হবে।


(৩) আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে-
(ক) প্রবাসী কর্মী হওয়ার স্বপক্ষে আনুষঙ্গিক কাগজপত্রাদি (যেমন: বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপাের্টের পৃষ্ঠা/স্মার্ট কার্ড অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহণের কপিসহ কর্মীর পাসপাের্টের ফটোকপি);
(খ) প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত NOC;
(গ) প্রতিবন্ধী সন্তানের ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি;
(ঘ) সূবর্ণ নাগরিক পরিচয়পত্রের সত্যায়িত কপি;
(ঙ) চেক গ্রহণকারী পিতা/মাতা/অভিভাবকের (ব্যাংক রাউটিং নাম্বারসহ) তাঁর ব্যাংক স্টেটমেন্ট আবশ্যক।


(৪) মাসিক ১০০০/-(এক) হাজার টাকা হারে পাচ বছর মেয়াদের জন্য এ ভাতা প্রদান করা হবে এবং ১লা
জানুয়ারি, ২০২২ থেকে তা কার্যকর হবে;


(৫) আবেদনপত্র ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের প্রধান কার্যালয় অথবা ওয়েবসাইট (www.wewb.gov.bd)/
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখা/জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জেলা সমাজসেবা কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে;


(৬) আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়ােজনীয় কাগজপত্রসহ আগামী ৩১ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি/ডাকযােগে ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড, ৯ম তলা (ডেসপাস শাখা) প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকায় পৌঁছাতে হবে অথবা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে জমা দেওয়া যাবে।


(৭) প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হলে অথবা কোন তথ্য অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে;


(৮ প্রতিবন্ধী ভাতা প্রদান সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে;


(০৯) যে কোন তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে (ফোন : ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ০২
৯৩৩৪৮৮৮) যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।


(১০) ২০২১ সালে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের আবেদন করার প্রয়ােজন নেই।

অফিসিয়ার বিজ্ঞাপনটি দেখুন

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান ২০২২
প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান ২০২২
প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার অফিসিয়াল সার্কুলার
প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার অফিসিয়াল সার্কুলার

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার ফরম

নিচে প্রাবসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম নিচে পিডিএফ সহ দেওয়া আছে।

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার ফরম
প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার ফরম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *