Skip to content
Home » সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ।

সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ।

সুখবর! মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ।

সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত কোর্স সম্পূর্ণ ফ্রি এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষাণার্থীদের প্রতি মাসে ৩০০/- টাকা ভাতা দেওয়া হবে। কোর্সটি ৩ মাস (৬০ দিন) নিয়মিত অনুষ্ঠিত হবে। আগ্রহী নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়েরর মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ফ্রী প্রশিক্ষণ কোর্সে আবেদনের শেষ তারিখ ০৩ এপ্রিল ২০২২ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
এরকম আরও সরকারি/ বেসরকারি ফ্রী কোর্স এবং বিভিন্ন সরকারি ও আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটি ভিসিট করুন inbdjob.com

এক নজরে কোর্সটি সম্পর্কে

  • মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
  • তত্ত্বাবধানে: মহিলা বিষয়ক অধিদপ্তর
  • কোর্সের নাম: ৪টি ভিন্ন ক্যাটাগরীর প্রশিক্ষণ দেয়া হবে।
  • কোর্সের ফি: সম্পূর্ণ বিনামূল্যে।
  • কোর্সের সময়কাল: ৩ মাস (৬০ দিন)।
  • আবেদনের যোগ্যতা: ১ নং পদের জন্য এইচএসসি এবং ২-৪ নং পদের জন্য ৮ম শ্রেণি পাশ লাগবে।
  • বয়সসীমা: ১৮-৪০ বছর।
  • লিঙ্গ: কেবল মাত্র মহিলা প্রার্থীগণই আবেদন করতে পারবে।
  • ভাতা: প্রশিক্ষণার্থীদের প্রতি মাসে ৩০০/- টাকা ভাতা প্রদান করা হবে।
  • আবেদনের সময়কাল: ০৩/০৪/২০২২ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
  • পরীক্ষার তারিখ: ০৩/০৪/২০২২ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে।


নতুন আরও কোর্স চালু করেছে সরকার, দেখতে পারেন-

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program 2022 – SEIP
মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি ২০২২| Women Handicraft and Agriculture Training Center Admission Circular 2022



প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য

মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তর;
প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত কারিকুলাম অনুযায়ী “মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র” নরসিংহপুর, জিরাবাে, সাভার ঢাকায় ৩৫ তম ব্যাচে (এপ্রিল-জুন/২০২২ সেশনে) প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দেশের যে কোন এলাকার ১৮ থেকে ৪০ বৎসর বয়সের ভর্তি ইচ্ছুক মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রশিক্ষণ কোর্সের বিবরণ

১। কোর্সের নাম: বেসিক কম্পিউটার (কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশণ)।
আসন সংখ্যা
: ২০ জন।
কোর্সের মেয়াদকাল: ০৩ মাস।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি পাশ।

২। কোর্সের নাম: পেস্ট্রি এন্ড বেকারী প্রোডাকশন।
আসন সংখ্যা
: ১৫ জন।
কোর্সের মেয়াদকাল: ০৩ মাস।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ।

৩। কোর্সের নাম: মাশরুম চাষ ও জৈব চাষাবাদ।
আসন সংখ্যা
: ১০ জন।
কোর্সের মেয়াদকাল: ০৩ মাস।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ।

৪। কোর্সের নাম: ড্রেস মেকিং এন্ড টেইলরিং।
আসন সংখ্যা
: ১৫ জন।
কোর্সের মেয়াদকাল: ০৩ মাস।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ।

ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ: ০৩/০৪/২০২২ ইং তারিখ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকা।

প্রশিক্ষণার্থীদের প্রদেয় সুযােগ সুবিধা সমূহ

  1. প্রশিক্ষণ কেন্দ্রে মনােরম পরিবেশে নিরাপত্তা সহকারে সম্পূর্ণ বিনা/সরকারি খরচে প্রশিক্ষণার্থীদের আবাসিকভাবে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।
  2. প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা হিসেবে ৩০০/-(তিন শত) টাকা প্রদান করা হয়।
  3. জাতীয় মাশরুম উন্নয়ন ও সমপ্রসারণ কেন্দ্র, সাভার, ঢাকা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঢাকা ও | মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ নিয়মিত/অতিথি প্রশিক্ষকদের দ্বারা উল্লেখিত | ট্রেডে প্রশিক্ষণ প্রদান ও মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়।
  4. প্রশিক্ষণার্থীদের নির্বাচিত ট্রেডের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও কৃষি চাষের উপর রুটিন মাফিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
  5. প্রশিক্ষণ শেষে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড/মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সনদপত্র প্রদান করা হয়।
  6. উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যাওয়ার সুযােগসহ প্রতি ব্যাচে শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে।

ভর্তির নিয়মাবলী/শর্তাবলী

  • প্রশিক্ষণ কোর্সের বিবরণ অনুযায়ী ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রসহ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবাে, সাভার, ঢাকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে নির্বাচনের দিন হতে প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে।
  • আবেদনকারীকে সাদা কাগজে ০৪ টি ট্রেড কোর্সের মধ্যে পছন্দক্রম উল্লেখ করে নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগতযােগ্যতা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, অভিভাবকের নাম ও মােবাইল নম্বর উল্লেখ পূর্বক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ) জিরাবাে, সাভার, ঢাকা বরাবর ডাকযােগে/কুরিয়ার সার্ভিস/[email protected] ই-মেইলে/সরাসরি আবেদন পৌছানাে যাবে। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মােবাইল নং ০১৭১২১৯৫৬৫৯ উল্লেখ করতে হবে। সকল প্রশিক্ষণার্থীকে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দরখাস্তসহ ০৩/০৪/২০২২ খ্রিঃ তারিখ বেলা ১০.০০ ঘটিকার পূর্বেই উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই উপস্থিত হতে হবে।
  • আবেদনপত্রের সাথে শিক্ষাগত যােগ্যতার সনদপত্র/মার্কশিট, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ ও কপি পাসপাের্ট সাইজ ছবি (সকল কাগজপত্র সত্যায়িত করে) জমা দিতে হবে। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সুপারিশকৃত প্রার্থীদেরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেয়া হবে।
  • কোন চাকুরীরত, ছোঁয়াচে বা সংক্রামক রােগে আক্রান্ত অথবা অন্তঃসত্ত্বা মহিলাদের আবেদন করার প্রয়ােজন নাই।
  • ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা কোন কার্ড এবং টি.এ/ ডি.এ প্রদান করা হবে না।

আবেদন ফর্ম এর সাথে প্রয়ােজনীয় কাগজপত্র

  • সদ্য তোলা ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি;
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
  • সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি।

অফিসিয়ার বিজ্ঞপ্তিটি দেখুন-

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ

হেল্প-লাইন:
01712195659
01713808784
01925005641
01712512196

1 thought on “সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ।”

  1. Pingback: সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program 2022 - SEIP - inbdjob.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *