Skip to content
Home » বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ | Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ | Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE)

Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত। Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE) has been published on the official website joinbangladeshairforce.mil.bd or joinairforce.baf.mil.bd. দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজই প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি।

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে ssc and hsc পাশ। তবে উচ্চ শিক্ষাও লাগবে ৪ নং লিগ্যাল পদের জন্য। বিমানবাহিনীতে আবেদন অবশ্যই অনলাইন এর মধ্যমে ২৫ ইপ্রিল ২০২২ ইং তারিখ পর্যন্ত করা যাবে।

বি.দ্র: অনলাইনে আবেদন কার্যক্রমে শুরুর তারিখ ১০ মার্চ হলেও সার্ভার জনিত কারণে ১২ মার্চ ২০২২ ইং তারিখ থেকে শুরু হবে।

এক নজরে বিমান বাহিনী সার্কুলার (Job Summary of Air force)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ সার-সংক্ষেপে দেখতে আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। At a glance of Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE):

প্রতিষ্ঠানের নাম (Name of the Organization)Bangladesh Airforce (বাংলাদেশ বিমানবাহিনী)
চাকরির ধরণ (Type of Job)Defence Job
জব ক্যাটাগরি (Job Category)BD Govt Job
শূন্যপদ (Vacancy)Unspecified
চাকরির প্রকৃতি (Job Nature)ফুল টাইম (Full Time)
বয়সসীমা (Age limitation)২০ থেকে ৩০ বছর (Normally)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)SSC and HSC তে ৪.৫০ পেতে হবে; (See official circular for more)
লিঙ্গ (Gender)পুরুষ-মহিলা উভয়েই আবদন করতে পারবে [Men and Women (Both)]
স্থান (Job Location)Bangladesh
আবেদনের ফি (Application Fee)১,০০০/- টাকা।
অফিসিয়াল ওয়েবসাই (Official Website)www.joinairforce.baf.mil.bd
আবেদনের মাধ্যম (Apply Process)অনলাইনে আবেদন করতে হবে. website: https://joinairforce.baf.mil.bd
আবেদনের সময়সীমা (Application Deadline)১০/০৩/২০২২ইং থেকে ২৫/০৪/২০২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি (Air Froce Job Details)

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট (ডিই ২০২২বি কোর্স) এ ৪ টি ক্যাটাগরিতে যোগ্য লোক নিয়োগ করা হবে। কোর্স ৪টি হলো:

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট (ডিই ২০২২বি কোর্স) এ ৪ টি ক্যাটাগরিতে যোগ্য লোক নিয়োগ করা হবে। কোর্স ৪টি হলো:
১. পদের নাম: ইঞ্জিনিয়ারিং
২. লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি;
৩. ফিন্যান্স;
৪. লিগ্যাল।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট (ডিই ২০২২বি কোর্স) এ অবশ্যই যোগ্য লোক নিয়োগ করা হবে। Eligible Man and Women will be selected for this air force officer cadet job circular.

১. পদের নাম: ইঞ্জিনিয়ারিং
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এ্সএসসি/সমমান এ এইচএসসি তে ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে নূন্যতম ‘এ’ গ্রেড থাকতে হবে।

২. লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এ্সএসসি/সমমান এ এইচএসসি তে ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে।

৩. ফিন্যান্স
শিক্ষাগত যোগ্যতা: এ্সএসসি ও এইচএসসি/সমমান এ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে।

৪. লিগ্যাল
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স এ সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপি এ ৩.০০ থাকতে হবে।

Educational Qualification of air force
Educational Qualification of air force

অন্যান্য যোগ্যতা (Other Qualification)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ এ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি অন্যান্য বেশ কিছু যোগ্যতাও থাকা বাঞ্ছনীয় | Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE) Other Qualifications is below:

  • নাগরিকত্ব (Nationality): বাংলাদেশি পুরুষ/ মহিলা নাগরিক হতে হবে।
  • বৈবাহিক অবস্থা (Marital Status): অবিবাহিত/ বিবাহিত উভয়েই আবেদন করতে পারবে।
  • বয়স (Age Limitation): ২০ থেকে ৩০ বছর হতে হবে (১/০৭/২০২২ তারিখে)।
  • উচ্চতা (Height): পুরুষ: কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি ও প্রসার ২ ইঞ্চি।
    মহিলা: কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি ও প্রসার ২ ইঞ্চি।
  • ওজন (Weight): বয়স ও উচ্চতানুযায়ী হতে হবে।
  • চোখের দৃষ্টি (Eyesight): ৬/৬ হতে হবে।
Other Qualification of air force
Other Qualification of air force

অনলাইনে আবেদনের নিয়মাবলী (Online Apply)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ আবেদনের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করতে হবে। Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE) Online application procedure is below.

  • প্রথমে website https://joinbangladeshairforce.mil.bd‘ or https://joinairforce.baf.mil.bd/ এ যান।
  • এখন “Apply Now” এ ক্লিক করুন।
  • ১,০০০ টাকা চার্জ পরিশোধের নির্দেশাবলী দেখে তা পরিশোধ করুন।
  • এখন login করুন user id and password ব্যবহার করে।
  • এখন যে ফরমটি পেয়েছেন সেটি সতর্কতার পূরণ করুন। .
অনলাইনে আবেদনের নিয়মাবলী (Online Apply)
অনলাইনে আবেদনের নিয়মাবলী (Online Apply)

প্রয়োজনীয় কাগজপত্রাদি (Required Documents)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ এর পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবার সময় আবেদনপত্রসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগে আনতে হবে। Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE) Required Documents is below.

  • সকল শিক্ষাগত যোগ্যতার সন, প্রশংসাপত্র ও মার্কসীট কপি।
  • নাগরিকত্ব ও চারিত্রক সনদপত্রর কপি।
  • রঙ্গিন ছবি ১২ কপি।
  • বতর্মান অধ্যয়ন চারিত্রিক সনদ।
  • চাকরিরত প্রার্থীদের প্রাতিষ্ঠানিক অনুমতিপত্র কপি।
  • জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন কপি।
    • বি.দ্র: সকল কপির যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি (Required Documents)
প্রয়োজনীয় কাগজপত্রাদি (Required Documents)

পরীক্ষার তারিখ ও কেন্দ্র (Exam date and Center)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ সার্কুলার ২০২২ পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা আগে থেকেই জানিয়ে দেয়া হয়েছে। Bangladesh Air Force (BAF) Officer Cadet Circular 2022 (DE 2022B COURSE) Examination date and center name is below:

১৫ মার্চ ২০২২, ০৩, ০৫, ১০, ১২, ১৯, ২৪, ২৬ এপ্রিল ২০২২ ইং তারিখের মধ্যে যেকোন একদিন “বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ১২১৫” ঠিকানায় প্রার্থীকে পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

পরীক্ষার তারিখ ও কেন্দ্র (Exam date and Center)
পরীক্ষার তারিখ ও কেন্দ্র (Exam date and Center)

অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF (Official Circular)

অফিসিয়াল বিজ্ঞানটি PDF ডাউনলোড বাটন নিম্নে প্রদান করা আছে। আবেদনের লিংকও নিচের দিকে গেলেই পাবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF (Official Circular) of Bangladesh Air Force Officer Cadet 2022
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF (Official Circular) of Bangladesh Air Force Officer Cadet 2022

আরও দেখুন-
বাংলাদেশ বিমান বাহিনী 87তম বাফা নিয়োগ ২০২২
সংশোধিত বাংলাদেশ বিমান বাহিনী ৮৬তম বাফা কোর্স ২০২২
বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ
Bangladesh Army AMC & ADC job circular 2022 

Leave a Reply

Your email address will not be published.