Skip to content
Home » (রেজাল্ট) ৩,৫০০/- মাসিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | Al-Arafah Islami Bank Scholarship 2022

(রেজাল্ট) ৩,৫০০/- মাসিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | Al-Arafah Islami Bank Scholarship 2022

Al-Arafah Islami Bank Scholarship 2022

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ অফিসিয়ালভাবে আজ দৈনিক প্রথমআলো পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Al-Arafah Islami Bank Limited (AIBL) Scholarship 2022 pdf has been published on the official website www.al-arafahbank.com/scholarship. মোট ২,১৮,০০০/- টাকা (প্রতিমাসে ৩,৫০০ + ৮,০০০/- এককালীন যা ৫ বছর পর্যন্ত চলবে, তবে নবায়নযোগ্য) শিক্ষাবৃত্তি দেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য যোগ্য ও আগ্রহী শিক্ষার্থী (ছাত্র/ছাত্রী উভয়েই) আগামী ০২ জুন ২০২২ইং তারিখের মধ্যে অনলাইন এর মাধ্যমে আবেদন করার জন্য আহ্ববান করা হচ্ছে।

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

এক নজরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Al-Arafah Islami Bank Limited Scholarship 2022 summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড– Al-Arafah Islami Bank Limited
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): মাসিক (৩-৫ বছরের তবে নবায়নযোগ্য )।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship):
    • প্রতি মাসে ৩,৫০০/- টাকা + সাথে এককালীন ৮,০০০ টাকা (সবাই পাবে)।
    • বছরে ৪২,০০০/- টাকা।
    • ৩ বছরে মোট বৃত্তির পরিমান হয়: ১,৩৪,০০০/- টাকা।
    • ৪ বছরে মোট বৃত্তির পরিমান হয়: ১,৭৬,০০০/- টাকা।
    • ৫ বছরে মোট বৃত্তির পরিমান হয়: ২,১৮,০০০/- টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এইচএসসি পাশ (২০২০ সালে পাশ হতে হবে)।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • জেলা (Job Location): সকল জেলা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইন।
  • অফিসিয়াল ওয়েবসাইট : www.al-arafahbank.com/scholarship
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ০২/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।

আল-আরাফাহ্ ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি আছে সাথে
দেশজুড়ে শরীয়াহভিত্তিক ব্যাংকিং-এর আলাে ছড়িয়ে অসচ্ছল পরিবারে উচ্চশিক্ষা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলাে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২০২০ সালে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি’ এর সহায়তায় উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে গড়ে তুলুন সম্ভাবনাময় আগামী।

চলুন সমস্ত সার্কুলারটির আবেদন প্রক্রিয়াসহ আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা

বিভাগবিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রেসিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগজিপিএ- ৫.০০জিপিএ- ৪.৮০
অন্যান্য বিভাগজিপিএ- ৪.৮০জিপিএ- ৪.৫০

বৃত্তির পরিমাণ ও সময়কাল

শিক্ষার স্তর

স্নাতক
সময়কালমাসিক বৃত্তি (টাকা)পাঠ্য উপকরণের জন্য (এককালীন)
৩-৫ বছর (নবায়নযোগ্য)৩,৫০০/-৮,০০০/-

আবেদন পদ্ধতি – How to Apply on this Scholarship

২০২০ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আগ্রহী ও উপরােক্ত যােগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের অনলাইনে https://www.al-arafahbank.com/scholarship-এই ঠিকানায় আবেদনের জন্য অনুরােধ করা যাচ্ছে।

  1. প্রথমেই ‘Apply Now‘ তে ক্লি করুন।
  2. এখন Apply For Scholarship এ ক্লিক করুন।
  3. এখন প্রদর্শিত ফরমটিতে সঠিক তথ্য দিন (যেমন: নাম, ঠিকানা, ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য, Email ইত্যাদি।)। নিচের নমুনা ফরমটি দেখুন।
Al-Arafah Islami Bank Scholarship online Form
Al-Arafah Islami Bank Scholarship online Form
  1. ফরমে যেসকল ডকুমেন্ট চেয়েছে সেগুলো যখাযথভাবে আপলোড করুন।
  2. সবার নিচে ক্যাপনা পূরণ করে সাবমিট দেবার পূর্বে একটি পাসওয়ার্ড সেট করুন।

বি.দ্র: স্টার মার্ক করাগুলো অবশ্যই পূরণ করতে হবে (Fields With (*) marks are mandatory. Please ensure all mandatory fields are filled up)।

আবেদনের সময়সীমা

আগামী ২ জুন ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আল-আরাফাহ্ ব্যাংক শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি  – AIBL Scholarship Circular 2022 All Images

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Al-Arafah Islami Bank Limited AIBL Scholarship Circular 2022 Official Circular PDF Download link is below:

www.al-arafahbank.com OFFICIAL JOB CIRCULAR

Al-Arafah Islami Bank Scholarship Circular 2022
Al-Arafah Islami Bank Scholarship Circular 2022

অন্যান্য গুত্বপূর্ণ শার্তাবলী

  • যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনাে উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
  • গ্রামীণ/অগ্রসর, আদিবাসী এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৭০ ভাগ নির্ধারিত থাকবে।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতকরা ৫ ভাগ বৃত্তি সংরক্ষিত থাকবে।
  • যে সকল আবেদনকারীর পিতা-মাতা/অভিভাবকের বার্ষিক আয় (মাসিক ২০,০০০/-টাকা হিসাবে | বাৎসরিক) ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার উর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
  • বর্ণিত যােগ্যতা এবং শর্তাবলির কোনাে একটি অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • সরাসরি/ডাকযােগে/কুরিয়ারযােগে কোনাে আবেদন গ্রহণযােগ্য হবে না।
  • যে সকল শিক্ষার্থী আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকার অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক/সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি পেইজে লগইন করবেন কিভাবে?

রেজাল্ট দেখব কিভাবে?

how to download result
how to download result

অন্যান্য শিক্ষাবৃত্তিগুলো দেখুন এখানে
সকল শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২

সূত্র: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং প্রথম আলো পত্রিকা।

12 thoughts on “(রেজাল্ট) ৩,৫০০/- মাসিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | Al-Arafah Islami Bank Scholarship 2022”

  1. আবেদন কনফার্ম হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো‍?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *