আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ অফিসিয়ালভাবে আজ দৈনিক প্রথমআলো পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Al-Arafah Islami Bank Limited (AIBL) Scholarship 2022 pdf has been published on the official website www.al-arafahbank.com/scholarship. মোট ২,১৮,০০০/- টাকা (প্রতিমাসে ৩,৫০০ + ৮,০০০/- এককালীন যা ৫ বছর পর্যন্ত চলবে, তবে নবায়নযোগ্য) শিক্ষাবৃত্তি দেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য যোগ্য ও আগ্রহী শিক্ষার্থী (ছাত্র/ছাত্রী উভয়েই) আগামী ০২ জুন ২০২২ইং তারিখের মধ্যে অনলাইন এর মাধ্যমে আবেদন করার জন্য আহ্ববান করা হচ্ছে।
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
- অন্যান্য শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
- সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ একসাথে দেখুন এখানে
- প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২২
- জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
- ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
- ৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
- ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
এক নজরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Al-Arafah Islami Bank Limited Scholarship 2022 summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড– Al-Arafah Islami Bank Limited
- বৃত্তির ধরণ (Type of Scholarship): মাসিক (৩-৫ বছরের তবে নবায়নযোগ্য )।
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship):
- প্রতি মাসে ৩,৫০০/- টাকা + সাথে এককালীন ৮,০০০ টাকা (সবাই পাবে)।
- বছরে ৪২,০০০/- টাকা।
- ৩ বছরে মোট বৃত্তির পরিমান হয়: ১,৩৪,০০০/- টাকা।
- ৪ বছরে মোট বৃত্তির পরিমান হয়: ১,৭৬,০০০/- টাকা।
- ৫ বছরে মোট বৃত্তির পরিমান হয়: ২,১৮,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এইচএসসি পাশ (২০২০ সালে পাশ হতে হবে)।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- জেলা (Job Location): সকল জেলা।
- আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইন।
- অফিসিয়াল ওয়েবসাইট : www.al-arafahbank.com/scholarship
- আবেদনের সময়সীমা (Application Deadline): ০২/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।
আল-আরাফাহ্ ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি আছে সাথে
দেশজুড়ে শরীয়াহভিত্তিক ব্যাংকিং-এর আলাে ছড়িয়ে অসচ্ছল পরিবারে উচ্চশিক্ষা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলাে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২০২০ সালে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি’ এর সহায়তায় উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে গড়ে তুলুন সম্ভাবনাময় আগামী।
চলুন সমস্ত সার্কুলারটির আবেদন প্রক্রিয়াসহ আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা
বিভাগ | বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে | সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে |
---|---|---|
বিজ্ঞান বিভাগ | জিপিএ- ৫.০০ | জিপিএ- ৪.৮০ |
অন্যান্য বিভাগ | জিপিএ- ৪.৮০ | জিপিএ- ৪.৫০ |
বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তর স্নাতক | সময়কাল | মাসিক বৃত্তি (টাকা) | পাঠ্য উপকরণের জন্য (এককালীন) |
---|---|---|---|
৩-৫ বছর (নবায়নযোগ্য) | ৩,৫০০/- | ৮,০০০/- |
আবেদন পদ্ধতি – How to Apply on this Scholarship
২০২০ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আগ্রহী ও উপরােক্ত যােগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের অনলাইনে https://www.al-arafahbank.com/scholarship-এই ঠিকানায় আবেদনের জন্য অনুরােধ করা যাচ্ছে।
- প্রথমেই ‘Apply Now‘ তে ক্লি করুন।
- এখন Apply For Scholarship এ ক্লিক করুন।
- এখন প্রদর্শিত ফরমটিতে সঠিক তথ্য দিন (যেমন: নাম, ঠিকানা, ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য, Email ইত্যাদি।)। নিচের নমুনা ফরমটি দেখুন।

- ফরমে যেসকল ডকুমেন্ট চেয়েছে সেগুলো যখাযথভাবে আপলোড করুন।
- সবার নিচে ক্যাপনা পূরণ করে সাবমিট দেবার পূর্বে একটি পাসওয়ার্ড সেট করুন।
বি.দ্র: স্টার মার্ক করাগুলো অবশ্যই পূরণ করতে হবে (Fields With (*) marks are mandatory. Please ensure all mandatory fields are filled up)।
আবেদনের সময়সীমা
আগামী ২ জুন ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আল-আরাফাহ্ ব্যাংক শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি – AIBL Scholarship Circular 2022 All Images
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Al-Arafah Islami Bank Limited AIBL Scholarship Circular 2022 Official Circular PDF Download link is below:
www.al-arafahbank.com OFFICIAL JOB CIRCULAR

অন্যান্য গুত্বপূর্ণ শার্তাবলী
- যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনাে উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
- গ্রামীণ/অগ্রসর, আদিবাসী এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৭০ ভাগ নির্ধারিত থাকবে।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতকরা ৫ ভাগ বৃত্তি সংরক্ষিত থাকবে।
- যে সকল আবেদনকারীর পিতা-মাতা/অভিভাবকের বার্ষিক আয় (মাসিক ২০,০০০/-টাকা হিসাবে | বাৎসরিক) ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার উর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
- বর্ণিত যােগ্যতা এবং শর্তাবলির কোনাে একটি অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- সরাসরি/ডাকযােগে/কুরিয়ারযােগে কোনাে আবেদন গ্রহণযােগ্য হবে না।
- যে সকল শিক্ষার্থী আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকার অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক/সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি পেইজে লগইন করবেন কিভাবে?
- প্রথমে www.al-arafahbank.com/scholarship এ যান।
- AIBL Scholarship Login এ ক্লিক করুন
- এবার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign in এ ক্লিক করুন।
রেজাল্ট দেখব কিভাবে?
- প্রথমে www.al-arafahbank.com/scholarship এই সাইটে যান।
- এবার Scholarship Result 2022 এ ক্লিক করুন (নিচের ছবি দেখুন)।

অন্যান্য শিক্ষাবৃত্তিগুলো দেখুন এখানে
সকল শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২
- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং প্রথম আলো পত্রিকা।
Scholarship
ha, apply korte paren
When will the selection result be published????
রেজাল্ট দেবার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে আপডেট পেয়ে যাবেন।
স্নাতক পাশ করেছি ৩.৫০ উপরে আছে উপবৃত্তি পাবো কি?
দুঃখিত বোন, এটি ২০২০ সালে এইচএসসি পাশ করেছে যারা তাদের জন্য।
আবেদন কনফার্ম হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো?
সন্দেহ থাকলে লগইন করে দেখুন।
এটার রেজাল্ট কতদিন পরে দিবে??
সেটা বলা যাবেনা, তবে রেজাল্ট দিলে এখানেই পাবেন।
এর রেজাল্ট কবে নাগাদ দিতে পারে?
এর রেজাল্ট কি দিয়েছে?