বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক বা বেসামরিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আজই প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। Bangladesh Army Civil Job Circular 2022 has been published on the official website www.army.mil.bd today. সেনাবাহিনীর অসামরিক নিয়েগে ১৮৫ টি ক্যাটাগরির অধীনে মোট ২৩৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয়েই উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ২০ নভেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত। চলুন বাংলাদেশ আর্মি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
একনজরে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগ (At a Glance Army Civil Job Circular)
বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক বা বেসামরিক নিয়োগ সার্কুলার ২০২২ এর সার-সংক্ষেপ দেখা যাক।
- ডিফেন্স (Name of the Force): বাংলাদেশ সেনাবাহিনী – Bangladesh Army
- চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি /Govt Job Circular
- পদের নাম (Post Name) : ১৮৫ ক্যাটাগরীতে বিভিন্ন পদ, নামগুলো নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল।
- চাকরির স্থায়ীত্ব : স্থায়ী এবং অস্থায়ী উভয়ই।
- শূন্যপদ / Vacancy: ২৩৯ টি।
- বেতন (Salary) : সর্বোচ্চ ৩০,২৩০/- টাকা
- Job Nature (জব প্রকৃতি): ফুল টাইম চাকরি।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম ৫ম শ্রেণি বা পিএসসি বা সমমান পাশ (see circular for more)।
- লিঙ্গ (Gender): পুরুষ উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- বয়সসীমা (Age limitation): বয়সের ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান।
- জেলা (Job Location): সকল জেলা।
- আবেদনের ফি (Application Fee) : ২০০/- বা ১,০০০/- টাকা।
- আবেদনের মাধ্যম (Apply Process): ডাকযোগে।
- অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.army.mil.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ০২/০৬/২০২২ইং থেকে ২০/১১/২০২২ইং তারিখ পর্যন্ত।
আরও দেখুন-
অন্যান্য ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান সকল সরকারি চাকরির খবর
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ােগ ২০২২ – Bangladesh Army Civil Job Circular 2022
বাংলাদেশ সেনাবাহিনীতে আজ অসামরিক পদে ২টি মূল স্থায়ী এবং অস্থায়ী ক্যাটাগরির অধীন ১৮৫টি পদের অধীনে মোট ২৩৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় একদিন পরে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আগেই অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। যেখানে যোগ্য নারী-পুরুষ উভয়েই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদ সম্পর্কিত সকল তথ্য
Bangladesh Senabahini job circular 2022 Vacancies and more details about designation. বাংলাদেশ আর্মির অসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-
আপহোল্ডার (এইচএস-১)- ১, মালি- ৪, আয়া- ১, ধোপা- ১, সহিস- ২, ফিটার- ১, টার্নার- ১, প্যাকার- ১, ভিউয়ার- ১, টিনস্মিথ- ১, ওয়ার্ড বয়- ১, টেইলার- ২, পেইন্টার- ৪, স্টোরম্যান- ৬, ফায়ার ক্র- ১, ব্ল্যাক স্মিথ- ১, কম্পাউন্ডার- ১, কার্পেন্টার- ২, বুট মেকার- ১, টুল মেকার- ১, ড্রাফটসম্যান- ১, ইএন্ডবিআর- ১, ফায়ারম্যান- ১, কম্পোজিটর- ১, ইম্পোজিটর- ১, এসএএসআই- ১, সুপারভাইজার- ১, হেড মেকানিক- ১, আপহোল্ডস্টার- ১, মেসওয়েটার- ৩৪, ইন্সেমিনেটর- ১, সহকারি বাবুর্চি- ১০, অফিস করণিক- ২৭, নিরাপত্তা প্রহরী- ১২, সাইকেল ফিটার- ১, সহকারি প্যাকার- ১, ব্ল্যাক স্মিথ (স্কিন্ডা)- ১, জিসি’স- ৩, চার্জ হ্যান্ড মেকানিক- ১, শ্রমিক- ২৭, একচেঞ্জ অপারেটর- ৫, হসপিটাল অর্ডারলি- ১, বেঞ্চ ফিটার- ৩, মেশিনিস্ট (এসএস-১)- ১, মেশিনিস্ট (এসএস-২)- ১, ব্ল্যাক স্মিথ- ১, ল্যাবরেটরি এটেনডেন্ট- ১, মেইনটেনেন্স টেকনিশিয়ান- ১,
মোট ১৮৫টি ক্যাটাগরি রয়েছে,
বাকি কিছু পদ বা শূন্য পদ রয়েছে, নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখার অনুরোধ থাকবে।
আবেদন পদ্ধতি (How to Apply Bangladesh Army)
প্রার্থীকে স্বহস্তে লিখে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি এবং মোবাইল নাম্বার, সহ দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পৌছাতে হবে।
- আবেদন ফরমটি ডাউনলোড করতে Application Form এ ক্লিক করুন।
- ফরমটি ডাউনলোড করে নিজ হস্তে সঠিকভাবে পূরণ করুন।
- আবেদন ফরম পুরণ করে সকল প্রয়োজনীয় কাগপত্রাদির সাথে ১০ টাকার ডাকটিকেট যুক্ত ফেরত খামও সংযুক্ত করতে হবে।

আবেদন ফি পরিশোধ
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের ২০০/- (পদ বা বিজ্ঞপ্তি ভেদে ভিন্ন হতে পারে) টাকার ব্যাংক ড্রাফট্ বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে প্রেরণ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক স্থায়ী এবং অস্থায়ী পদে আবেদনপত্র পাঠানোর কোন একটি নির্দিষ্ট ঠিকানা নয় বরং ভিন্ন পদের ভিন্ন জেলার ক্ষেত্রে ঠিকানাও ভিন্ন। তাই আবেদনপত্র পাঠানোর ঠিকানা অনুগ্রহ করে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আবেদন করার সময়সীমা (Bangladesh Army Application Deadline)
আগ্রহী প্রার্থীগণ ডাকযোগে আবেদনপত্র আগামী ২০ নভেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে পৌছাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদিও প্রেরণ করতে হবে। নিম্নে তার তালিকা উপস্থাপন করা হলো।
- ০৪ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
- জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত);
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র কপি (সত্যায়িত);
- অভিজ্ঞতার সনদপত্রের কপি (সত্যায়িত) যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে।
- নাগরিকত্বের সনদপত্র;
- ফেরত খাম (ডাক টিকেট যুক্ত);
- ২০০/- টাকার ব্যাংক ড্রাফট্ বা পে-অর্ডার।
অন্যান্য শর্তাবলী
- কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
- পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি – Bangladesh Army Job Circular 2022 All Images
বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক বা বেসামরিক চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Bangladesh Army Civil Defence Job Circular 2022 Official Circular PDF Download link is below:
www.army.mil.bd OFFICIAL JOB CIRCULAR
নিয়োগ বিজ্ঞপ্তি-ওকেপি-১০ (সিগন্যালস এন্ড আইটি) এর জন্য বেসামরিক জনবল (অফিসার পদবী) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদ সংখ্যা: ২৬টি।
বেতন: ২,০০,০০০ – ২,৬০,০০০/- টাকা।
আবেদন ফি: ১,০০০/- টাকা ব্যাংক ড্রাফ্ট।

Source: Bangladesh Pratidin 28 October 2022
নিয়োগ বিজ্ঞপ্তি ০২





বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক বা বেসামরিক নিয়োগ সার্কুলার ২০২২ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোট ১৯ পাতার। এখানে সবগুলো দিলে আপনাদের দেখতে সমস্যা হবে। তাই Download Army Job Circular PDF এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
নিয়োগ পরীক্ষা
আবেদনপত্রের সাথে একটি ফেরত খাম (দশ টাকার ডাক টিকিটসহ) পাঠাতে হবে। প্রবেশপত্র এবং সেনাবাহিনীর মাঠ কবে থেকে শুরু হবে তা আপনাদের উক্ত ফেরত খামের মাধ্যমে পত্র মারফত জানানো হবে। তাছাড়া আপনি সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমেও জানতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে 01713161979 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট।
ইমেইল/ মেসেজ পাঠাতে পারেন- www.army.mil.bd/Contact-Us
অফিসিয়াল ওয়েবসাইট: joinbangladesharmy.army.mil.bd
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়াল ওয়েবসাইট