আশার আলাে খুলনায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ (02 June ২০২২) দৈনিক ইত্তেফাক পত্রিকায়। Ashar Alo Khulna Job Circular 2022 has been published on the daily newspaper Ittefaq. Man and women both eligible candidates can apply. Application last date is 13 June 2022. Total Vacancy is 04 under 4 different categories.
আশার আলাে খুলনা চরের হাট, বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
Topics in this Post
এক নজরে Ashar Alo Khulna Job Circular 2022
Name of the Organization: আশার আলাে খুলনা- Ashar Alo Khulna
Type of Job: Private Job
Vacancy: 04
Job Nature: Full Time
Experience: See Below
Gender: Men and Women Both
Job Location: Khulna, Bangladesh
Application Fee: 500/- Taka Bank Draft
Salary Range: Not Mention
Apply Process: Direct face to face;
Last Date of Application: 13 June 2022
Exam Date: 15 March 2022
আশার আলাে খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত | Ashar Alo Khulna Job Circular 2022
১। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ‘আশার আলাে খলনা স্কুলে অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে | নিয়ােগের নিমিত্তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ ।
(ক) পদের নাম: সহকারী শিক্ষক
পদের সংখ্যা: ০১
শিক্ষাগত/ অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানসহ বিএসএড এবং প্রযােজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী/অটিজম সেরিব্রাল পালসি/ডাউন সিন্ড্রোম) প্রশিক্ষণ থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদনকারী প্রতিবন্ধী শিশুর অভিভাবককে (বাবামা) অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হিসেবে অগ্রাধিকার প্রদান করা হবে
বেতন: আলোচনা সাপেক্ষে
(খ) পদের নাম: জুনিয়র শিক্ষক
পদের সংখ্যা: ০১
শিক্ষাগত/ অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানসহ বিএসএড এবং প্রযােজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী/অটিজম সেরিব্রাল পালসি/ডাউন সিন্ড্রোম) প্রশিক্ষণ থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদনকারী প্রতিবন্ধী শিশুর অভিভাবককে (বাবামা) অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হিসেবে অগ্রাধিকার প্রদান করা হবে
বেতন: আলোচনা সাপেক্ষে
(গ) পদের নাম: সহকারী/ স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট;
পদের সংখ্যা: ০১
শিক্ষাগত/ অন্যান্য যোগ্যতা: সরকার স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান/হেলথ ইনস্টিটিউট হতে স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিতে বিএসসি (অনার্স) ডিগ্রীসহ কোন স্বীকৃত হাসপাতাল বা ইনস্টিটিউটে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০১ (এক) বছরের ইন্টার্নশিপসম্পন্ন হতে হবে
বেতন: আলোচনা সাপেক্ষে
(ঘ) পদের নাম: সহকারী আকুপেশনাল থেরাপিস্ট (ডিপ্লোমা)
পদের সংখ্যা: ০১
শিক্ষাগত/ অন্যান্য যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনােলজি (অকুপেশনাল থেরাপিস্ট) প্রযােজ্য পদে সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়মাবলী
আশার আলাে খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি | Ashar Alo Khulna Job Circular 2022 এ আবেদনের পূর্বে নিয়মাবলী ভালোভাবে দেখে নিন।
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, মূল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, সংশ্লিষ্ট বিষয়ে যে প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত উক্ত প্রতিষ্ঠানের ঠিকানা এবং যােগাযােগের ফোন নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের কপি, চারিত্রিক সনদপত্র, পাসপাের্ট সাইজের সদ্যতােলা তিন কপি রঙ্গিন ছবি ও পেশাগত চিকিৎসক কর্তৃক শারীরিক যােগ্যতার সনদপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে ।
উক্ত পদের জন্য ৫০০ টাকার একটি ব্যাংক ড্রাফট/পে-অর্ডাসহ (আশার আলাে তহবিল কমখুল) এর অনুকূলে পদের নাম উল্লেখ করে দরখাস্ত দিতে হবে।
আবেদনের তারিখ এবং পরীক্ষা কখন ও কোথায় হবে?
আগামী ১৩ মার্চ ২০২২ তারিখের মধ্যে অধ্যক্ষ, আশার আলাে খুলনা, চরের হাট, বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা ঠিকানায় সরাসরি পৌঁছাতে হবে। উল্লেখ্য, আগামী ১৫ মার্চ ২০২২ তারিখ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় বিএন স্কুল এন্ড কলেজ খুলনায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীকে ০৯.৩০ ঘটিকার মধ্যে উক্ত কলেজ ভবনে উপস্থিত থাকার জন্য বলা হলাে।


হেল্প-লাইন
মােবাঃ ০১৭৬৯৭৮৪৫৮৫
Source: Daily Ittefaq