Skip to content
Home » বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯টি ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ | Bangladesh Bank Written Test Date 2022

বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯টি ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ | Bangladesh Bank Written Test Date 2022

Bangladesh Bank Written Test Date 2022

বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯টি ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ | Bangladesh Bank Written Test Date 2022 has been published on daily newspaper and official website erecruitment.bb.org.bd. MCQ Test result is also available on erecruitment.bb.org.bd.

The post name is Office (general); in this post the Bank Authority has select total 20806 candidates for written test.

বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯টি ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ | Bangladesh Bank Written Test Date 2022

০৯ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক অফিসার (জেনারেল)’ এর ২০৪৬ টি শূন্য পদে (Job ID: 10086)
নিয়ােগের জন্য MCQ Test এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ১৬/০২/২০২০ তারিখের নিয়ােগ বিজ্ঞপ্তি নং-১৭/২০২০ এর সূত্রে ০৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ (Job ID: 10086) এর ২০৪৬টি শূন্য পদে সরাসরি নিয়ােগের উদ্দেশ্যে বিগত ০৭/০১/২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল MCQ Test.

MCQ Test এ কত জন নির্বাচিত হয়েছে?

অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে ২০৮০৬ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রােল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এ আপলােড করা হয়েছে।


অন্যান্য চাকরি গুলোও দেখতে পারেন-
সর্বশেষ সরকারি চাকরি খবর গুলো দেখুন এখান থেকে Govt job circular
Private Company Job Circular
ডিফেন্স/ Defence Job Circular


MCQ Test এর রেজাল্ট কিভাবে পাব?

লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রােল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলােড করা হয়েছে। প্রথমে erecruitment.bb.org.bd এই সাইটে যান, তারপরে ‘job openings’ এ mouse রেখে Bankers’ Selection Commitee Secretariat(BSCS) অপশনে ক্লিক করুন। এখন নিচেই লক্ষ্য করলে দেখতে পারবেন যে JOB ID number দেওয়া আছে। আপনি আপনার JOB ID number থেকে আপনারটি নির্বাচন করে ডাউনলোড করে নিতে পারবেন।

অথবা সবার নিচে দেখুন “Download MCQ Result PDF” লেখা আছে সেখানে ক্লিক করেও MCQ রেজাল্ট ডাউনলোড করতে পারনে।

পরীক্ষা কত তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে? Written Test Date and Center Name

লিখিত পরীক্ষা আগামী ১৮/০৩/২০২২ তারিখ শুক্রবার সকাল ১০.০০টা হতে দুপুর ১২.০০টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবেঃ

লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য- Required to know for Written Test of BB

  • লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনাে প্রবেশপত্র ইস্যু করা হবে না। MCQ Test এর প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনাে প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • সামাজিক দুরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্বের পর কোনাে প্রার্থী কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোন ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মােবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনাে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উপরােল্লিখিত কোনাে কিছু পরীক্ষা চলাকালীন সময়ে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোন চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনক্রমেই কিছু লেখা যাবে না।

মাস্ক পরিধান ব্যতিরেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন- Official Circular

বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯টি ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ | Bangladesh Bank Written Test Date 2022

MCQ Result ডাউনলোড করুন এখানে

হেল্প-লাইন-

ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনাে অভিযােগ থাকতে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।
ডিসিপি : ৪৮/২০২২-৬৮২ তাং : ০২-০৩-২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *