Skip to content
Home » বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT)

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT)

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Freedom Fighter Welfare Trust

নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশীপ স্কিমের আওতায় ছাত্র-ছাত্রীদের বৃত্তির এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে অফিসিয়ালভাবে। Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT) Scholarship has been published on official website www.bffwt.gov.bd. বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট ২০২২ইং তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com



এক নজরে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT) Scholarship summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট – Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT)
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): শিক্ষা জীবন/ এককালীন টাকা (৫০,০০০ বা ২০,০০০)।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এইচএসসি পাশ/ এইচএসসি পাশ।
  • বৃত্তির সংখ্যা: ৮৪৩টি এবং ২,০০০টি।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): ৫০,০০০/- টাকা বা ২০,০০০ টাকা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনে- http://www.bffwt.gov.bd থেকে এবং নতুন নিয়েগে ডাকযোগে।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ৩১/০৮/২০২২ইং তারিখ।

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি

বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে এইচ এস সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত বীর মুক্তিযােদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। ১০ম পর্যায়ে ২০২১ সালের জন্য বৃত্তির সংখ্যা ৮৪৩ এবং ভারত-বাংলাশে মৈত্রী মুক্তিযোদ্ধা বৃত্তিতে ২,০০০ টি। বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট এ অনলাইন ব্যতীত অন্য কোনভাবে প্রেরিত আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। তবে ভারত-বাংলাশে মৈত্রী মুক্তিযোদ্ধা বৃত্তিতে ডাক/সরাসরি আবেদনপত্র পাঠানো যাবে। বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে (www.bffwt.gov.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলী উল্লেখ আছে।

আবেদনের পদ্ধতি

বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েব সাইট (www.bffwt.gov.bd)-এর অভ্যন্তরীণ ই-সেবা হতে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে।

ভারত-বাংলাশে মৈত্রী মুক্তিযোদ্ধা বৃত্তিতে ডাকযোগে বা সরাসরি আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২২ খ্রি: রাত ১২.০০ ঘটিকা।

ভারত-বাংলাশে মৈত্রী মুক্তিযোদ্ধা বৃত্তিতে আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২২ বিকাল ৫.০০ টা পর্যন্ত

বি.দ্র: কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।

ছাত্রবৃত্তিতে আবেদনের সময়সীমা (Deadline of BFFWT Scholarship)

৩১/০৮/২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। The Student can apply in the Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT) Scholarship to 30 June 2022.

DescriptionsDates
Publishing Date16 March 2022
Application Start16 March 2022
Last date of application৩১ আগস্ট ২০২২

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তির অফিসিয়ার সার্কুলা -Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT) Scholarship 202২ Official Circular:

নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশীপ স্কিমের আওতায় ছাত্র-ছাত্রীদের বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশিত।

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২৭ জুলাই ২০২২।

পূর্বে সার্কুলারটি-

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Freedom Fighter Welfare Trust
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Freedom Fighter Welfare Trust

হেল্প-লাইন

ফোন: ৯৫৫৫৪৩৩
ই-মেইল: [email protected]

সূত্র; www.bffwt.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *