১০০ পদে বাংলাদেশ নৌ বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। Bangladesh Navy Direct Entry Artificer (DEA)-4th Job Circular 2022 has been published on the official website https://joinnavy.navy.mil.bd. বাংলাদেশী যোগ্য পুরুষ প্রার্থীগণই কেবল আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সম্পন্ন করত হবে। চলুন বাংলাদেশ নৌ বাহিনীতে টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার- ৪র্থ ভর্তি কার্যক্রম নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
- অন্যান্য ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
- ১. বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
- ২. বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- ৩. বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
- ৪. বাংলাদেশ আনসার বাহিনী
বাহিনী (Force) | Bangladesh Navy (বাংলাদেশ নৌবাহিনী) |
চাকরির ধরণ (Type of Job) | Defence Job |
শূন্যপদ (Vacancy) | ১০০ টি। |
ক্যাটাগরী (Category) | Govt Job |
ব্যাচ (Batch) | বি-২০২২ ব্যাচ (DEA 4th B-2022) |
চাকরির প্রকৃতি (Job Nature) | ফুল টাইম চাকরি। |
Age limitation | ১৮-৩০ বছর (১-০৭-২০২২ তারিখে)। |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) | পলিটেকনিক হতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ ও ডিপ্লোমা, কম্পিউটার (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন)। |
লিঙ্গ (Gender) | পুরুষ আবেদন করতে পারবেন। |
চাকরির স্থান (Location) | যেকোন জায়গায়। |
আবেদন ফি (Application Fee) | ২০০/- টাকা। |
আবেদনের পদ্ধতি (Apply Process) | অনলাইন থেকে আবেদন করতে হবে- website: https://joinnavy.navy.mil.bd/ |
আবেদনের শেষ তারিখ (Last Date of Application) | ২৮ এপ্রিল ২০২২ই তারিখ। |
টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার- ৪র্থ ভর্তি কার্যক্রম
পদের নামঃ ডাইরেক্টর এন্ট্রি আর্টিফিশিয়াল-৪র্থ (নৌবাহিনীর জাহাজ এর জন্য) – পুরুষ
শিক্ষাগত যোগ্যতাঃ পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন।
ক। ইঞ্জিনিয়ারিং শাখাঃ ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি/ পাওয়ার/ মেকানিক্যাল/ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং।
খ। ইলেকট্রিক্যাল শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল।
গ। রেডিও ইলেকট্রিক্যালস শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রনিক/ কম্পিউটার/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন।
ঘ। অর্ডন্যান্স শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ মেকাট্রনিক্স।
বয়সঃ ১ জুলাই ২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে।
Topics in this Post
কিভাবে আবেদন করব? (How to Apply)
- প্রথমে https://joinnavy.navy.mil.bd/ এই ওয়েবসাইটে যেতে হবে।
- এখন প্রদর্শিত পদ বা পদসমূহের মধ্যে আপনার কাঙ্খিত পদের নিচে ’Apply Now’ এ ক্লিক করুন।
- স্ক্রিনে প্রদর্শিত ফরমটি পূরণ করে Submit এ ক্লিক করুন।
- এর পরে আবেদন ফরমটি পুরণ এবং ২০০/- টাকা চার্জ পরিশোধ করতে হবে।
- প্রাথমিক আবেদন শেষ হলেই প্রার্থী আবেদন ফরমটি এবং একটি কল-আপ লেটার পাবেন, উক্ত ফরম এবং কল-আপ লেটার পরবর্তীতে সাক্ষাৎকারে উপস্থাপন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ২০০ টাকা বিকাশ/ রকেট/ নগদ/ শিওর ক্যাশ/ এম ক্যাশ ইত্যাদির মাধ্যমে প্রেরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে নৌবাহিনী অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ এপ্রিল ২০২২ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ২৮ এপ্রিল ২০২২ তারিখ।
অফিসিয়াল সার্কুলার- Official Circular of NAVY
বাংলাদেশ নৌাবাহীনি জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার- ৪র্থ ভর্তি কার্যক্রম নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল সার্কুলার পিডিএফ সহ ডাউনলো করুন। Bangladesh Navy Direct Entry Artificer (DEA)-4th Job Circular 2022 Official Circular is below:
নিচে থেকে অফিসিয়াল সার্কুলারটি ডাউনলোডসহ আবেদনের লিংকও পাবেন।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনী