বাংলাদেশ রেলওয়ে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়ালভাবে প্রকাশ হলো আজ Bangladesh Railway Job Circular 2023 has been published on the official website railway.gov.bd. বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ১টি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগামী ৩১ মে ২০২৩ ইং বিকাল পর্যন্ত ডাকযোগে/ সরাসরি আবেদন করা যাবে। চলুন রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2023 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
একনজরে রেলওয়ে চাকরিসমূহ SUMMARY of Bangladesh Railway Job News
বাংলাদেশ রেলওয়েতে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। BR Job Circular 2023 Summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ রেলওয়ে – Bangladesh Railway
- চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
- চাকরির সময়কাল: স্থায়ী চাকরি।
- পদের নাম: গেইটম্যান/ গেইটকিপার।
- শূন্যপদ (Vacancy): ১৫০৫ জন।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম (Full Time)।
- বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ) (বিজ্ঞপ্তি দেখুন বিস্তারিত জানার জন্য)।
- যোগ্যতা (Qualification) : ন্যূনতম এসএসসি (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল)।
- লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- জেলা (Job Location): সকল জেলা।
- আবেদনের ফি (Application Fee) : ১০০/- টাকা
- বেতন গ্রেড (Salary Range): সর্বোচ্চ ২০,০১০/- টাকা।
- অফিসিয়াল ওয়েবসাইট (Official Website): www.railway.gov.bd
- আবেদনের মাধ্যম (Apply Process): ডাকযোগে/ সরাসরি
http://br.teletalk.com.bd - আবেদনের শেষ তারিখ (Application Deadline): ৩১/০৫/২০২৩ পর্যন্ত।
আরও দেখুন-
চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান সকল কোম্পানী চাকরির খবর
রেলওয়ে নিয়োগ বিস্তারিত – Bangladesh Railway Job
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিস্তারিত দেখা যাক। Bangladesh Railway Job Circular 2022 Full notification details are given.
- পদের নাম: গেইটম্যান/ গেইটকিপার
- শূন্যপদ সংখ্যা: ১৫০৫টি
- গ্রেড: ২০ তম
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
- বয়স: ১৮ থেকে ৩০ বৎসর।
বি.দ্র: ০১/০৬/২০২২ ইং তারিখ আবেদনকারীর বয়সসীমা ১৮-৩০ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য।
আবেদনের সময়সীমা – Railway Application Deadline
railway.gov.bd Job circular 2022 application deadline is below on table.
বিবরণ | তারিখ | সময় |
---|---|---|
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১০ মে ২০২৩ ইং | |
আবেদন শুরু | ১০ মে ২০২৩ ইং | সকাল ১০.০০ ঘটিকা |
আবেদনের শেষ তারিখ | ৩১ মে ২০২৩ ইং | বিকাল ৫.০০ ঘটিকা |
Company Information
Company Name: Bangladesh Railway
Company Type: Government organization
Official Website: railway.gov.bdRailway Apply website: http://br.teletalk.com.bd
আবেদন পদ্ধতি (How to Apply Bangladesh Army)
প্রার্থীকে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি এবং মোবাইল নাম্বার, সহ দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পৌছাতে হবে।
- আবেদন ফরমটি ডাউনলোড করতে Application Form এ ক্লিক করুন।
- ফরমটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদন ফরম পুরণ করে সকল প্রয়োজনীয় কাগপত্রাদির সাথে ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদন ফরম এবং লিখিত/ মৌখিত পরীক্ষার প্রবেশপত্র

অন্যান্য সনদপত্র
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত সনদপত্রগুলোও আবেদনপত্রর সংগে সঠিকভাবে পূরণ করে সংযুক্ত করতে হবে।


আবেদন ফি পরিশোধ
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের ১০০/- টাকার চালান ফরম আবেদনপত্রের সঙ্গে প্রেরণ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নং-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভন, ঢাকা অথবা মো: ময়েনুল ইসলাম, উপ-প্রধন পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নং ৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা) বরারব প্রেরণ করত হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদিও প্রেরণ করতে হবে। নিম্নে তার তালিকা উপস্থাপন করা হলো।
- আবদেনপত্রের সংগে প্রবেশপত্র;
- রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
- জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত);
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র কপি (সত্যায়িত);
- অভিজ্ঞতার সনদপত্রের কপি (সত্যায়িত) যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে।
- নাগরিকত্বের সনদপত্র;
- ফেরত খাম (ডাক টিকেট যুক্ত);
- ১০০/- টাকার চালান ফরম।
অন্যান্য শর্তাবলী
- কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
- পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি – Bangladesh Railway Govt Job Circular 2022 All Images
বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২৩ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Bangladesh Railway – BR Job Circular 2022 Official Circular PDF Download link is below:
WWW.railway.gov.bd OFFICIAL JOB CIRCULAR
Download PDF Circular of Railway all Jobs
You can download all bd railway job circular in pdf from below.


বাংলাদেশ রেলওয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়ার পদ্ধতি (উক্ত পদ্ধতি চলতি নিয়োগে কার্যকর হবে না)
আবেদন পদ্ধতি (How to Apply Railway Job Circular)
Bangladesh Railway Job Circular 2022 Apply process is a online circular. বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ২য় ধাপে আবেদন ফরমে উল্লেখিত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ৫৬/- টাকা পরিশোধ করতে হবে।
চলুন আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-
- 1st step: Online Apply (অনলাইনে আবেদন)
- 2nd Step: Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ)
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Apply)
চলুন প্রথমে বাংলাদেশ রেলওয়ে এর অনলাইনে আবেদন করা যাক।
- প্রথমে টাইপ করুন “http://br.teletalk.com.bd” অথবা Apply Online এ ক্লি করুন।
- এখন “Application Form (Click here to apply Online)” এ ক্লিক করুন।
- Post সিলেক্ট করে next এ ক্লিক করুন।
- এখন “No” সিলেক্ট করে next চাপুন (নিচে উদাহরণ দেখুন)-
Are you a ‘Premium Member’ of Alljobs?* | : | Yes No |
- সঠিকভাবে application form পূরণ করে Next এ ক্লিক করুন।
- ছবি এবং স্বাক্ষর (photo and signature) সঠিক সাইজে আপলোড করুন; নিচে সাইজ দেখুন।
ছবি 300×300 pixel, সর্বোচ্চ 100kb and JPG format.
স্বাক্ষর 300×80 pixel, সর্বোচ্চ 60kb and JPG format. - ক্লিক করুন submit button এ।
- এখন আবেদন ফরমটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখুন।.
বি.দ্র: অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে।
চার্জ পরিশোধ পদ্ধতি- Railway Job Application Fees
বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর চার্জ পরিশোধ পদ্ধতি দেখে নিন। Bangladesh Railway (BR) Job Circular payment way is below:
২টি এসএমএস পাঠাতে হবে- We have to send 2 SMS to complete the procedure, here it is:
১ম এসএমএস (1st SMS): টাইপ করুন “BR” <স্পেস> “User Id” এবং পাঠিয়ে দিন “16222” নাম্বারে।
উদাহরণ (Example): BR GOVTJOB Send to 16222
২য় এসএমএস (2nd SMS): আবারও লিখুন “BR” <স্পেস> “YES” <স্পেস> “PIN” এবং পাঠিয়ে দিন “16222” নম্বরে।
Example: BR YES 12345786 Send to 16222
বি.দ্র: উদাহরণ হিসেবে ‘GOVTJOB’ কে USER ID ধরা হয়েছে
Recover User ID and Password Job Application
If lost your user id or password then you can recover it from online easily you know. But today we will show here how to recover user id and password by SMS. But remember in this method only work for Teletalk Prepaid SIM.

User Id Recover SMS Method
When you lost your user id but you know your password:
SMS: “BR” space “Help” space “PIN” space “PIN NO” and send to “16222”
Example: BR HELP PIN 87654321 and send to 16222
Password Recover SMS Method
When you lost your password but you know your user id:
SMS: “BR” space “Help” space “User” space “User ID” and send to “16222”
Example: BR HELP USER NAYANM and send to 16222
Hope you understand how to get your lost user id and password back easily through SMS
All Information related Examination Process
Tax commissioner Office exam will be in following 3 steps.
The Examination steps are-
- Written Examination
- Practical examination (where applicable);
- And the final is viva examination.
Only the passed candidates from written and practical exam will get the opportunity to participate in the viva exam.
No worries about the dates (written, practical, viva exam), the authority will notify you through SMS. Most important that you will get all of the information from newspaper and their official website.
প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of Railway Job Circular)
পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd এবং জব সাইট এর ওয়েবসাইট http://br.teletalk.com.bd এর মাধ্যমেও জানতে পারবেন।
Once the online application process is completed, the admission card will be published in due course. Only Eligible candidates will be notified via SMS once it is published on website (http://www.br.teletalk.com.bd). We can download the admit card from official website- www.railway.gov.bd or http://br.teletalk.com.bd
Click below to download your admit card
Remember this admit card you card download and save as a pdf file. Then you can print any time. But our admit card will not be alive long time. And never ignore to keep safe your admit card cause it could needed in future when you are invited to viva test also.
লিখিত ও মৌখিক পরীক্ষা (Written and Viva Exam)
লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েব সাইট www.railway.gov.bd এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com
সূত্র: বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট
Pingback: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা | Ongoing all Government Job Circular 2022 - inbdjob.com
Pingback: সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ | DGMS Job Circular 2022 | www.dgms.gov.bd apply - inbdjob.com
Pingback: ১৫,১৬৩ পদে শিক্ষক নিবন্ধন | NTRCA Job Circular 2022 | বিশেষ গণবিজ্ঞপ্তি - ২০২২ - inbdjob.com
Pingback: সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি- ২০২২ | Sonali Bank Scholarship 2022 | sonalibank.com.bd/csr apply - inbdjob.com