Skip to content
Home » ২০১ পদে বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি | Bashundhara group job circular 2022

২০১ পদে বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি | Bashundhara group job circular 2022

Bashundhara group job circular 2022

বসুন্ধরা গ্রুপে নতুন সার্কুলারের মাধ্যমে মোট ২০১টি পদের অধীন অভিজ্ঞ ও অনভিজ্ঞ লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বসুন্ধরা গ্রুপে নারী-পুরুষ উভয়কেই আবেদনের সুযোগ দেয়া হবে। Bashundhara group job circular 2022 এ আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত সরাসরি উপস্থিত বা আবেদন করতে হবে। যেখানে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক/ সমমান পাশ। চলুন Bosudhora Group Niyog Biggopti 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

এক নজরে বসুন্ধরা গ্রুপ নিয়োগ (Summary of Bashundhara group Job Circular 2022)

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সার-সংক্ষেপ দেখা যাক।

  • কোম্পানির নাম (Name of the Organization): বসুন্ধরা গ্রুপ – Bashundhara group
  • পদের নাম (Post Name) : অনেকগুলো পদ (২৭+৫টি), তাই নামগুলো নিচে দেয়া হল।
  • চাকরির ধরণ (Type of Job): বেসরকারি চাকরি /Private Job Circular
  • শূন্যপদ / Vacancy: অনির্দিষ্ট।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম মাধ্যমিক/ সমমান পাশ।
  • লিঙ্গ/ Gender: পুরুষ-মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকে/ সরাসরি (Direct)।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.bashundharagroup.com
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।

আরও দেখতে পারেন-
চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকা
চলমান সকল এনজিও চাকরির খবর


বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bashundhara group job circular

বসুন্ধরা গ্রুপে অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিস্যু পণ্য উৎপাদনকারী, প্রসেসিং প্ল্যান্ট, বসুন্ধরা ইন্ডাস্ট্র্রিয়াল পার্ক প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছুসংখ্যক যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে। Bashundhara group job circular details information is below:

মোট ২০টি ক্যাটাগরির অধীনে মোট অসংখ্য নারী-পুরুষ নিয়োগ করা হবে।

পদের নাম এবং অন্যান্য যোগ্যতাসমূহ নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল।

বি.দ্র: অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি এবং শর্তাবলী – Bashundhara group Job Apply

আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ বা ৫.০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত অথবা ডাকযোগে আবেদন করতে হবে।

উল্লেখ্য যে, কিছু নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এবং কিছু নিয়োগে ডাকযোগে আবেদন করতে হবে, তাই নিচে থেকে অফিসিয়াল নিয়োগ সার্কুলার দেখার পরামর্শ রইল।

আবেদনের সময়সীমা

২২ সেপ্টম্বর ২০২২ ইং তারিখ।

আবেদন এবং সাক্ষাৎকারের ঠিকানা

মানব সম্পদ বিভাগ, সেক্টর-এ
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারস-২,
প্লট # ৫৬/এ, ব্লক # সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • জীবন বৃত্তান্তর কপি।
  • রঙ্গিন ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রর কপি।
  • নাগরিকত্ব সনদপত্রর কপি।
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি।

বসুন্ধরা গ্রুপ অফিসিয়াল সার্কুলার – Bashundhara Job Official Circular

বসুন্ধরা গ্রুপ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখার অনুরোধ রইল। Bashundhara group Job 2022 Official PDF Circular is below:

নিয়োগ বিজ্ঞপ্তি ০১

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লি: বাংলাদেশের অন্যতম শীর্স্থানীয় পেপার ও টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পরে কিছুসংখ্যক যোগ্যতাসম্পন্ন লোকবল নিয়োগ করা হবে।

পদ সংখ্যা: 05টি পদের অধীনে অনির্দিষ্ট জনবল নিয়োগ।
আবেদনের শেষ তারিখ: ২২/০৯/২০২২ ইং তারিখ সরাসরি সাক্ষাৎকার।

Source: Bangladesh Pratidin 16 September 2022

নিয়োগ বিজ্ঞপ্তি ০২

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মসকীটো কয়েল প্লান্ট এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছুসংখ্যক যোগ্যতাসম্পন্ন লোকবল নিয়ৈাগ করা হবে।

পদ সংখ্যা: ২৭টি পদের অধীনে অনির্দিষ্ট জনবল নিয়োগ।
আবেদনের শেষ তারিখ: ১৭ বা ১৯/০৯/২০২২ ইং তারিখ সরাসরি সাক্ষাৎকার।

বসুন্ধরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
বসুন্ধরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

Source: Bangladesh Pratidin 10 Sep 2022.

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি

বসুন্ধরা গ্রুপ এর পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনেকেরই প্রয়োজনে আসতে পারে। কেননা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম সহ বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ পরবর্তীতে অনেক আবেদনকারীরই প্রয়োজন হতে পারে।

আর কেবল আপনাদের ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্যই আমরা পূর্বের নিয়োগগুলোও সংরক্ষণ করে রাখার পরিকল্পনা করেছি।

সার্কুলার-০১

circular 1

১। পদের নাম: মেকানিক্যাল অপারেটর/ জুনিয়র অপারেটর (বয়লার)।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

২। পদের নাম: মেকানিক্যাল ওয়েলডার/ জুনিয়ার ওয়েলডার।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৩। পদের নাম: মেকানিক্যাল জুনিয়র পাইপ ফিটার।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৪। পদের নাম: মেকানিক্যাল জুনিয়র ফিটার।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৫। পদের নাম: মেকানিক্যাল ডাক্ট ফেব্রিকটর।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৬। পদের নাম: ইন্সটুমেন্ট সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ান।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৭। পদের নাম: কোটিং প্লান্ট অপারেটর/ জুনিয়র অপারেটর (কোর/স্লিটিং মেশিন)
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৮। পদের নাম: পাল্পার ও স্টক প্রিপারেশন অপারেটর/ জুনিয়র অপারেটর।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

৯। পদের নাম: ওয়াসার অপারেটর/ জুনিয়র অপারেটর।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

১০। পদের নাম: ক্রফটা জুনিয়র অপারেটর।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

১১। পদের নাম: ফর্কলিফট জুনিয়র অপারেটর।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

১২। পদের নাম: ডাব্লিউটিপি ও ইটিপি অপারেটর/ জুনিয়র অপারেটর।
পদের সংখ্যা: উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

১-৬ নং পদের জন্য সাক্ষাৎকারের ঠিকানা:
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-৩)
আনারপুরা, গজারিযা, মুন্সীগঞ্জ।

৭-১২ নং পদের জন্য সাক্ষাৎকারের ঠিকানা:
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-২)
মেঘনাঘাট, বড়নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *