Skip to content
Home » ৬৪০ পদে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2022

৬৪০ পদে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2022

BGB Job Circular 2022

ডিজিটাল পদ্ধতিতে ৯৯তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৈনিক কালের কণ্ঠ ও অফিসিয়ালভাবে ওয়েবসাইটে প্রকাশ করেছে। Border Guard Bangladesh (BGB) govt Job Circular 2022 PDF has been published on official website www.bgb.gov.bd. আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ০৪ জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে বিজিবি নিয়োগ (Summary of BGB Govt Defence Job Circular)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। Border Guard Bangladesh (BGB) Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) – Border Guard Bangladesh (BGB)
  • চাকরির ধরণ (Type of Job)ডিফেন্স জব/ Defence Job
  • জব ক্যাটাগরি (Job Category): সরকারি চাকরি (Government Job)
  • চাকরির সময়কাল: স্থায়ী চাকরি।
  • শূন্যপদ (Vacancy): ৬৪০ টি।
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ)।
  • যোগ্যতা (Qualification) : এসএসসি ও এইচএসসি বা সমমান পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • জেলা (Job Location): সকল জেলা।
  • আবেদনের ফি (Application Fee:  ১৫০/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.bgb.gov.bd
  • আবেদনের মাধ্যম (Apply Process): এসএমএস।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ২৬/০৫/২০২২ইং থেকে ০৪/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।


বিস্তারিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি (BGB Govt Job)

Border Guard Bangladesh (BGB) job circular 2022 Vacancies and more details about designation. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

শূন্যপদ সম্পর্কিত তথ্য

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১। সিপাহী (জিডি)
পদ সংখ্যা: অনির্দিষ্ট।
বেতন: ৯,০০০-২১,৮০০/- টাকা
বেতন গ্রেড: ১৭
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ২.৫০ থাকতে হবে।
বয়সসীমা: ১৮-২৩ বছর।

বি.দ্র: ১১-১১-২০২২ তারিখে বয়স ১৮-২৩ বছর (জন্ম তারিখ ১২-১১-১৯৯৯ হতে ১১-১১-২০০৪ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।

চাকরির অন্যান্য যোগ্যতা – Other Qualifications

Need other qualifications for Border Guard Bangladesh (BGB) Job Circular 2022. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরিতে আবেদনের জন্য অন্যান্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক চলুন তা জেনে নেই।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

বিবরণপুরুষ প্রার্থীমহিলা প্রার্থী
উচ্চতা৫ ফুট ৬ ইঞ্চি; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ৫ ফুট ৪ ইঞ্চি।৫ ফুট ২ ইঞ্চি; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ৫ ফুট ০ ইঞ্চি
ওজন৪৯.৮৯৫ কেজি; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ৪৭.১৭৩ কেজি।৪৭.১৭৩ কেজি; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ৪৩.৫৪৪ কেজি।
বুকের মাপস্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি
সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়দের ক্ষেত্রে ৩০ এবং ৩২।
স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি
সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
দৃষ্টিশক্তি৬/৬৬/৬
বিজিবি শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

আবেদন করার নিয়ম – BGB Apply Process

Border Guard Bangladesh (BGB) – বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে রেজিস্ট্রেশন বা আবেদন এসএমএস (SMS) এর মাধ্যমে করতে হবে। তবে অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। চলুন আবেদন করার নিয়মটি দেখে নেয়া যাক।

মনে করুন আমি মানিকগঞ্জ থেকে ২০২২ সালে এসএসসি পাশ করেছি।

ভর্তিচ্ছুক প্রার্থীগণ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।

BGB<স্পেস>HSC PASS YEAR<স্পেস>HSC BOARD KEYWORD<স্পেস> HSC ROLL<স্পেস>SSC PASS YEAR<স্পেস>SSC BOARD KEYWORD<স্পেস> SSC ROLL<স্পেস> HOME DISTRICT CODE<স্পেস>UPAZILLA NAME >> SEND TO 16222

উদাহারণঃ BGB 2020 DHA 654321 2022 DHA 123456 39 MANIKGANJ >> SEND TO 16222 N

(***) উল্লিখিত পদ্ধতিতে SMS সেন্ড করলে ফিরতি মাসেজ আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে। PIN নম্বরটি ব্যবহার করে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আরেকটি SMS পাঠাতে হবে। এই SMS টির মাধ্যমে আবেদন ফি ১৫০/- (মেসেজ চার্জসহ সর্বোমোট ১৬০/-) টাকা কাটা হবে এবং আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে।

BGB<স্পেস>YES<স্পেস>PIN NUMBER<স্পেস>CONTACT MOBILE NUMBER (your any mobile operator) >> SEND TO 16222

উদাহারণঃ BGB YES 87654321 015XXXXXXXX >> SEND TO 16222

গুরুত্বপূর্ণ কোড সমূহ

ট্রেড কোড (Trade Code): এসএমএস (SMS) প্রেরণের সময় নিম্নবর্ণিত পদ (Trade) এর পার্শ্বে উল্লেখিত নির্দিষ্ট Code ব্যবহার করতে হবে।
ট্রেড কোড (Trade Code): এসএমএস (SMS) প্রেরণের সময় নিম্নবর্ণিত পদ (Trade) এর পার্শ্বে উল্লেখিত নির্দিষ্ট Code ব্যবহার করতে হবে।

আবেদন করার সময়সীমা (BGB Govt Job Application Deadline)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনলাইনে আবেদনের সময়সীমা ২৬ মে সকাল থেকে ০৪ জুন ২০২২ ইং পর্যন্ত।

বিবরণ
bgb.gov.bd Job circular 2022
তারিখসময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৫ মে ২০২২ ইং
আবেদন শুরু২৬ মে ২০২২ ইং
আবেদনের শেষ তারিখ০৪ জুন ২০২২ ইং
আবেদন করার সময়সীমা (BGB Govt Job Application Deadline)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – (Border Guard Bangladesh (BGB) Job Circular 2022 All Images)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Border Guard Bangladesh (BGB) Job Circular 2022 Official Circular PDF Download link is below:

WWW.bgb.GOV.BD OFFICIAL JOB CIRCULAR

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2022
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2022

ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে

প্রার্থীদের ভর্তি সময় অবশ্যই নিম্ন বর্ণিত কাগজপত্রাদি সঙ্গে আনতে আনতে হবে।

  • ১। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষার পাসের মূল সনদপত্র।
  • ২। এসএসসি/ এইচএসসি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র।
  • ৩। অভিভাবকের অনুমতি পত্র।
  • ৪। নাগরিকত্ব সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র (সত্যায়িত)।
  • ৫। ১১ কপি পাসপোর্ট সাইজ ছবি (১ কপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত্ব এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)।
  • চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
  • ৬। জাতীয় পরিচয় পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি।
  • ৭ বিজিবি ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত প্রার্থীর “তথ্যাদি ফরম” এর কপি যথাযথভাবে পূরণ করে পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে।

এগুলোও দেখতে পারেন

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ এবং কালের কণ্ঠ

2 thoughts on “৬৪০ পদে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2022”

    1. Male: ৫ ফুট ৬ ইঞ্চি; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ৫ ফুট ৪ ইঞ্চি।
      Female: ৫ ফুট ২ ইঞ্চি; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ৫ ফুট ০ ইঞ্চি

      পরামর্শ: নিয়মিত চিনআপ ও ব্যায়াম করলে ১ ইঞ্চি লম্বা হওয়া সম্ভব। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *