Skip to content
Home » চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি | bjsc written result & viva date

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি | bjsc written result & viva date

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি | bjsc written result & viva date

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস লিখিত পরীক্ষার রেজাল্ট ও মৌখিক পরীক্ষার সময়সূচি | bjsc written result & viva date. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়ােগের উদ্দেশ্যে গৃহীত ১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়ােগের উদ্দেশ্যে গৃহীত ১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে :

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (bjsc job circular exam info)

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Viva test of bjsc)

(ক) মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে নিম্নলিখিত কাগজপত্র সাথে আনতে হবেঃ
কোনাে কাগজের এপিঠ-ওপিঠ প্রিন্ট/ফটোকপি করা যাবে না, এক্ষেত্রে পৃথক কাগজ ব্যবহার করতে হবে)
(i) কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd হতে BJSC Form II এর কালার প্রিন্ট নিতে হবে। উক্ত ফরম স্বহস্তে পূরণ করে তার সাথে নিমলিখিত কাগজপত্র A4 সাইজের অফসেট কাগজে নিম্নবর্ণিত ক্রমানুসারেই দাখিল করতে হবে:
১। অনলাইনে পূরণকৃত BJSC Form I এর কালার প্রিন্টকপি।
২। এস.এস.সি/সমমান পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র।
৩। এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র।
৪। আইন বিষয়ে স্নাতক/সম্মান/এলএল.এম. পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার তারিখ উল্লিখিত অবতীর্ণ সনদ।
৫। আইন বিষয়ে স্নাতক/সম্মান/এলএল.এম. পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র (একাধিক অংশসহ)।
৬। স্নাতক ও তদূর্ধ্ব ডিগ্রি থাকলে এর সনদ ও নম্বরপত্র।
৭। স্নাতক/সমমান/এলএল.এম. পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত শতকরা হারে পরিবর্তিত প্রাপ্ত নম্বরের প্রত্যয়নপত্র (প্রত্যয়নপত্রের নমূনা কপি ওয়েবসাইটে পাওয়া যাবে)।
৮। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৯। আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন) কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র।
১০। জাতীয় পরিচয়পত্র/পাসপাের্ট।
১১। চাকুরি হতে অপসারণ আদেশ/ইস্তফাপত্র/অনাপত্তিপত্র/ছাড়পত্র (ক্ষেত্র মতে)।
১২। কমিশন ওয়েবসাইট হতে ঠিকানা ফরম (Address Form) ডাউনলােড করে পূরণকৃত ফরম।


(ii) কমিশন ওয়েবসাইট www.bjsc.gov.bd হতে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম (Police Verification Form) ডাউনলােড করে পূরণকৃত ফরম (চার সেট) এর সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি নিজ নিজ মৌখিক পরীক্ষার দিন জমা দিবেন;

(iii) এছাড়া কমিশন কর্তৃক অন্য কোনাে কাগজ সাথে আনার জন্য পৃথকভাবে নির্দেশ দেওয়া হলে সে কাগজ।

খ) প্রবেশপত্র ছাড়া কোনাে পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইতঃপূর্বে ডাউনলােডকৃত প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে BJS Online Registration System এ log in করে প্রবেশপত্রের প্রিন্ট নেওয়া যাবে।

গ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার তথা পূর্বাহ ৯.০০ ঘটিকার/অপরাহু ১.৩০ বা ২.০০ ঘটিকার (ক্ষেত্র মতে) অন্ততঃ ৩০ মিনিট পূর্বে কমিশন সচিবালয়ে উপস্থিত | হতে হবে এবং এজন্য পরীক্ষার্থীকে কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঘ) অনিবার্য কারণে উপরে বর্ণিত সময়সূচি অনুযায়ী কমিশন কর্তৃক কোনাে তারিখের মৌখিক পরীক্ষা সম্পূর্ণ বা আংশিক গ্রহণ করা সম্ভব না হলে, উক্ত তারিখের মৌখিক পরীক্ষা কতাে তারিখে ও কোন সময়ে গ্রহণ করা হবে তা যথাসময়ে কমিশন সচিবালয়ের নােটিশ বাের্ড ও ওয়েবসাইট www.bjsc.gov.bd মারফত জানিয়ে দেওয়া হবে।

ঙ) প্রকাশিত বিজ্ঞপ্তি যথােপযুক্ত কারণে সংশােধন/পরিবর্তন/পরিবর্ধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি | bjsc written result & viva date

চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস লিখিত পরীক্ষার রেজাল্ট ও মৌখিক পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া হলো:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *