Skip to content
Home » ৮ম শ্রেণি পাশে বিএনকে হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BNK Hospital Job Circular 2022

৮ম শ্রেণি পাশে বিএনকে হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BNK Hospital Job Circular 2022

৮শ্রেণি পাশে বিএনকে হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BNK Hospital Job Circular 2022

১২টি পদের অধীনে অসংখ্য লোক নিয়োগের উদ্দেশ্যে বিএনকে হসপিটাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত করেছে। BNK Hospital Job Circular 2022 pdf has been published officially on daily newspaper today. যোগ্য নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ আগামী ০৫ এপ্রিল ২০২২ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাশ থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত সরকারি চাকরি / কোম্পানীর চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে বিএনকে হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (At a Glance BNK Hospital Job Circular)

একনজরে বিএনকে হসপিটাল এর সারমর্ম দেখলে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত হতে পারেন। At a Glance BNK Hospital Job Circular is below:

  • কোম্পানির নাম (Name of the Organization): বিএনকে হসপিটাল (BNK Hospital)
  • পদের নাম (Post Name) : ১২টি পদের নাম নিচে দেয়া আছে।
  • চাকরির ধরণ (Type of Job): বেসরকারি চাকরি /Private Job Circular
  • শূন্যপদ / Vacancy: ১২ পদে অসংখ্য লোক।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ৮ম/ এসএসসি/এইচএসসি (see circular for more)
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: সরাসরি/ ডাকযোগে (Direct/ by post)।
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ০৫ এপ্রিল ০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিএনকে হসপিটাল নিয়ােগ ২০২২ বিস্তারিত (BNK Hospital Job Circular 2022)

বিএনকে হসপিটাল লিঃ- BNK HOSPITAL সেরা ৭/এ, শান্তিবাগ, মালিবাগ মােড়, ঢাকা ১২১৭ (রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেইটের বিপরীত পাশে) মােবাঃ ০১৭১৪-৮২৬১২৬, ০১৯১৪-৫৫৫৯৪৪, টেলিফোনঃ ০২২২২২২৯৩৮৯, E-Mail : [email protected]

নিয়ােগ বিজ্ঞপ্তি

১। পদের নাম: মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা)- (ডায়ালাইসিস, এনআইসিইউ, আইসিইউ)।
যোগ্যতা
: এমবিবিএস পাশ, ক্রিটিক্যাল কেয়ার / এনেস্থেসিয়লােজি কোর্সে অথবা ডায়ালাইসিস, এনআইসিইউ, আইসিইউ তে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

২। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (পুরুষ/মহিলা) (জেনারেল ওয়ার্ড, ওটি, এনআইসিইউ, আইসিইউ)
যোগ্যতা
: ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াফারী/বি.এস.সি/এস.এস.সি নার্সিং পাশসহ নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

৩। বায়ােকেমিষ্ট কাম টেকনােলজিস্ট (পুরুষ/মহিলা) (ল্যাবরেটরী, রেডিওলজি, ইনচার্জ)।
যোগ্যতা
: ডিপ্লোমা ইন নার্সিং মেডিসিনসহ বি.এস.সি ইন বায়ােকেমিষ্ট পাশ। টেষ্ট কার্যক্রম পরিচালনা, সফটওয়্যার পেষ্টিংসহ ইনভেন্টরী কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৪। পদের নাম: ফার্মাসিষ্ট (পুরুষ/মহিলা)।
যোগ্যতা
: কমপক্ষে ডিপ্লোমা ইন ফার্মেসি পাস। মেডিসিন ওর্ডার, ক্রয়-বিক্রয়, সফটয়্যারে পােস্টিংসহ ইনভেন্টরী কাজে কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৫। পদের নাম: হিসাব রক্ষণ/ সহকারী হিসাব রক্ষণ অফিসার (পুরুষ)
যোগ্যতা
: সংশ্লিষ্ঠ বিষয় স্নাতক/সমমান/স্নাতকত্তোর পাশ। হিসাব সংশ্লিষ্ঠ লিগ্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য। সফটওয়্যার ব্যবহার, বাংলা ও ইংরেজী টাইপে পারর্দশি হতে হবে।

৬। পদের নাম: এডমিন অফিসার/সহকারী এডমিন অফিসার (পুরুষ)।
যোগ্যতা
: স্নাতক/সমমান/স্নাতকত্তোর পাশ (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিল যােগ্য) সফটওয়্যার ব্যবহার, বাংলা ও ইংরেজী টাইপে পারর্দশি হতে হবে।

০৭। পদের নাম: রিসিপশনিস্ট (পুরুষ/মহিলা)।
যোগ্যতা
: স্নাতক/সমমান/স্নাতকত্তোর পাশ (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিল যােগ্য) সফটওয়্যার ব্যবহার, বাংলা ও ইংরেজী টাইপে পারর্দশি হতে হবে।

৮। পদের নাম: কাস্টমার কেয়ার (পুরুষ/মহিলা)
যোগ্যতা
: এসএসসি/এইচএসসি সমমান পাশ। রােগী ইনন্ডাের, আউটডােরে আনা নেওয়া, মালামাল পরিবহনসহ রােগী কেন্দ্রিক কাজ করতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার। বাংলা ও ইংরেজী টাইপ জানতে হবে।

৯। পদের নাম: এটেন্ডেন্ট (পুরুষ/মহিলা)
যোগ্যতা
: এসএসসি/এইচএসসি/সমমান পাশ। ইসিজি, আল্টাসনােগ্রাফী রিপাের্ট টাইপিং, রােগীর সিরিয়াল নেয়া, রােগী ইনডাের, আউট ডােরে আনা নেয়া, মালামাল পরিবহনসহ রােগী কেন্দ্রিক কাজ করতে হবে।

১০। পদের নাম: সিকিউরিটি গার্ড (পুরুষ)।
যোগ্যতা
: ৮ম শ্রেনি পাশ /এসএসসি পাশসহ আনসার ভিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত ও অবসর প্রাপ্ত সামরিক বাহিনির সদস্যদের অগ্রাধিকার। উচ্চতা কমপক্ষে ৫’-৪” ও সুঠাম দেহী। রােগী ইনন্ডাের, আউটডােরে আনা নেয়া, মালামাল পরিবহনসহ রােগী কেন্দ্রিক কাজ করতে হবে।

১১. পদের নাম: ওয়ার্ড বয়/ আয়া (ডায়ালাইসিস, এনআইসিইউ, আইসিইউ, জেনারেল ওয়ার্ড, ওটি)।
যোগ্যতা
: কমপক্ষে ৮ম শ্রেণি পাশ, অ-ধুমপায়িসহ ডায়ালাইসিস। এনআইসিইউ/ আইসিইউতে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।

১২. পদের নাম: ধোঁপা (পুরুষ), ক্লিনার (মহিলা)।
যোগ্যতা
: ৮ম শ্রেনি পাশ, হাসপাতালের কাপর ধােয়া ও লন্ডি করতে হবে, ক্লিনার কাজের অভিজ্ঞা সম্পন্নদের অগ্রাধিকার।

বিঃদ্রঃ কোভিড, নন-কোভিড রােগীদের চিকিৎসা সেবা দিতে আগ্রহী হতে হবে।

আবেদনের পদ্ধতি – Apply Process of BNK Hospital Job Circular 2022

মাত্র ৮ম শ্রেণি পাশে অসংখ্য লোক নিতে বিএনকে হসপিটাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। BNK Hospital Job Circular 2022। অভিজ্ঞতা ছাড়া চাকরি ২০২২। NGO JOB.

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তসহ অন্যান্য কাগজপত্র হাসপাতালের মেইল কিংবা সরাসরি আগামী ০৫ এপ্রিল ২০২২ইং তারিখ এর মধ্যে পৌছাতে হইবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বিএনকে হসপিটাল লিঃ ৭/এ, শান্তিবাগ, মালিবাগ মােড়, ঢাকা ১২১৭ (রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেইটের বিপরীত পাশে)।

ইমেইল

E-Mail : [email protected]

বিএনকে হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BNK Hospital Job Circular 2022 অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন-

বিএনকে হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BNK Hospital Job Circular 2022
BNK Hospital Job Circular 2022

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *