বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বিপিকেটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অসিয়ালভাবে দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। BANGLADESH PROTIBONDHI KOLLAN TRUST(BPKT) Job Circular 2022 has been published on the official website bpktbd.org. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ০৭ টি পদের অধীনে মোট ১,৯৪৪ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক (সকল জেলা) নারী-পুরুষ উভয়েই আগামী ১৪ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন। চলুন বি.পি.কে.টি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
- ৬৯ পদে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি
- ৬২ পদে মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
Topics in this Post
একনজরে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি – Summary of PROTIBONDHI KOLLAN TRUST Job
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বিপিকেটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। BANGLADESH PROTIBONDHI KOLLAN TRUST (BPKT) Job Circular 2022 Summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বিপিকেটি)– BANGLADESH PROTIBONDHI KOLLAN TRUST(BPKT)
- পদের নাম: ০৭টি ক্যাটাগরী, নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন।
- চাকরির ধরণ (Type of Job): সরকারি প্রকল্প (Government Job)
- চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
- শূন্যপদ (Vacancy): ১,৯৪৪ জন।
- বেতন (Salary): সর্বোচ্চ ৩৫,০০০/- টাকা।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
- বয়সসীমা (Age limitation): অনুর্ধ্ব ৪৫ বছর।
- যোগ্যতা (Qualification) : ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
- লিঙ্গ (Gender): পুরুষ উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- জেলা (Job Location): সকল জেলা।
- আবেদনের ফি (Application Fee) : ৫০০, ৩০০, ২০০, ১৫০/- টাকা।
- আবেদনের মাধ্যম (Apply Process): ডাকযোগে।
- অফিসিয়াল ওয়েবসাই (Official Website): bpktbd.org
- আবেদনের সময়সীমা (Application Deadline): ১৭/০৬/২০২২ইং থেকে ১৪/০৭/২০২২ইং তারিখ পর্যন্ত।
আরও দেখুন-
সরকারি চাকরির খবর
চলমান সকল কোম্পানীর চাকরির খবর
ট্রাষ্ট সম্পর্কে
বাাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নামে পরিচিত। ২৬ই মার্চ ২০১৫ ইং সন থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়, যার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আলী। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে ছরিয়ে ছিটিয়ে থাকা প্রতিবন্ধী ও হতদরিদ্র অসহায়দের মৌলিক ,সামাজিক ও অর্থনৈতিক চাহিদা সম্পূর্ণ করা।
বিস্তারিত প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি (BPKT Govt Job Circular)
জন্ম আমার ধন্য হবে মাগে আমায় যদি তোমার বুকে রাখে। এ উক্তিটি সামনে রেখে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট বাংলাদেশের গ্রাম বাংলায় বঞ্চিত প্রতিবন্ধীদের সুস্থ্য ও সবল করার লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দাতা সংষ্থা ইউএসএ ও চীনের সহযোগীতায় ও অর্থায়নে ৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিভাগীয় অফিস/ আহ্ছলিক অফিস/ জেলা অফিস/ উপজেলা অফিস ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠাবান এবং প্ররিশমী দক্ষ/ অদক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদ সম্পর্কিত সকল তথ্য
Vacancies and more details about designation and others are available in this section. বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বিপিকেটি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-
১। পদের নাম: বিভাগীয় সমন্বয়ক
পদ সংখ্যা: ৮ টি
বেতন: ৩৫০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমান ডিগ্রী।
২। পদের নাম: জেলা এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ২০ টি
বেতন: ৩০০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমান ডিগ্রী।
৩। পদের নাম: উপজেলা অফিসার
পদ সংখ্যা: ৩০০ টি
বেতন: ২১০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতা: স্নাতক/ সমমান ডিগ্রী।
৪। পদের নাম: মাঠকর্মী/ প্রতিনিধি
পদ সংখ্যা: ৮০০ টি
বেতন: ১২৫০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
৫। পদের নাম: সহকারি মাঠকর্মী/ প্রতিনিধি
পদ সংখ্যা: ৭০০ টি
বেতন: ১০০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
যোগ্যতা: মাধ্যমিক/ সমমান পাশ।
৬। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১০২ টি
বেতন: ৯০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
যোগ্যতা: অষ্টম শ্রেণি/ মাধ্যমিক/ সমমান পাশ।
৭। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ১৪ টি
বেতন: ৯০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতা: অষ্টম শ্রেণি/ মাধ্যমিক/ সমমান পাশ।
বি.দ্র: প্রার্থীদের ১৭/০৬/২০২২ইং তারিখে বয়স হিসাব করতে হবে।
আবেদন পদ্ধতি (How to Apply bpktbd.org)
প্রার্থীকে আবেদন করার জন্য নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে নিজ হস্বে পূরণ করে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি ওয়েবসাইটে পাওয়া যাবে, তাছাড়া আমাদের এই পোস্টেই একটু নিচে ফরমটি ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন।
পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, ডাক টিকেট যুক্ত ফেরত খাম সহ আবেদনপত্রটি ডাকযোগের মাধ্যমে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে।
বি.দ্র: বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- আবেদন ফরমটি ডাউনলোড করতে Application Form এ ক্লিক করুন (নিচে)।

আবেদন ফি পরিশোধ
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট, বেগম রোকেয়া স্বরনী শাখা, মিরপুর, ঢাকা, সোনালী ব্যাংক লিমিটেড যার চলতি হিসাব নং 4439602000886 (অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নিবেন) এর অনুকূলে টাকা জমা/ পে-অর্ডার রশিদের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বি.পি.ক.ট)
বাড়ী নং-১৪, রােড নং-০৬, সেনপাড়া,
মিরপুর-১০, ঢাকা-১২১৬।
আবেদন করার সময়সীমা (Application Deadline)
নির্দিষ্ট ঠিকানায় আগামী ১৪ জুলাই ২০২২ খ্রি. তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে ডাকযােগে পৌছাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদিও প্রেরণ করতে হবে। নিম্নে তার তালিকা উপস্থাপন করা হলো।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ০৩ কপি রঙ্গিন ছবি।
- জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন কপি (সত্যায়িত);
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি (সত্যায়িত);
- অভিজ্ঞতার সনদপত্রের কপি (সত্যায়িত);
- কোটার সনদ কপি (সত্যায়িত);
- নাগরিকত্বের সনদপত্র;
- ১০/- টাকা মূল্যের ডাকটিকেট সংযুক্ত ১০.৫ / ৪.৫ সাইজের ফেরত খাম;
- পে-অর্ডার এর মূল কপি (পে-অর্ডার এর মাধ্যমে চার্জ পরিশোধ করলে)
অন্যান্য শর্তাবলী
- সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
- কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা এবং নিয়ােগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
- চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
- সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সিল থাকতে হবে।
- প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন পরিবর্ধন/সংযােজন/বিয়ােজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – bpktbd.org Job Circular 2022
চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। BANGLADESH PROTIBONDHI KOLLAN TRUST – B.P.K.T. Job Circular 2022 Official Circular PDF Download link is below:
OFFICIAL JOB CIRCULAR IS BELOW:

চাকরির পরীক্ষা (Written and Viva Exam)
লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ বি.পি.কে.টি. এর অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com
- প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
- লিখিত পরীক্ষা।
- মৌখিক পরীক্ষা।
- বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (bpktbd.org) দেখুন।
- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র অফিসিয়াল ওয়েবসাইট ১৭ জুন ২০২২।