৭টি ক্যাটাগরীতে ৬৪টি পদের অধীনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। গত ১৩ মার্চ। Bangladesh Road Transport Authority (BRTA) Job Circular 2022 has been published on the official website www.brta.gov.bd. বাংলাদেশের প্রকৃত নাগরিক পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। যেখানে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ। আবেদন কার্যক্রম শুরু হবে ১ অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত। এই সার্কুলারে বিজ্ঞপ্তিসহ আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্যই দেয়া হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
একনজরে বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি (Summary of BRTA Job)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো প্রথমেই দেখে নিলে চাকরির নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজেই বুঝতে পারবেন। Bangladesh Road Transport Authority (BRTA) Job Circular 2022 Summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – Bangladesh Road Transport Authority (BRTA)
- চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
- চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
- শূন্যপদ (Vacancy): ৬৪ জন।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম (Full Time)।
- বয়সসীমা (Age limitation): ১৮-৩০ (সাধারণ)।
- যোগ্যতা (Qualification) : ন্যূনতম মাধ্যমিক পাশ (বিস্তারিত সার্কুলারে দেয়া আছে)
- লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- স্থান (Job Location): বাংলাদেশ।
- আবেদনের ফি (Application Fee) : ০১-৬নং এর জন্য ২০০/- এবং ৭নং এর জন্য ১০০/- টাকা।
- বেতন গ্রেড (Salary Range): সর্বোচ্চ ২৬,৫৯০/- টাকা।
- অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.brta.gov.bd
- আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনের, ওয়েবসাই http://brta.teletalk.com.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ০১/১০/২০২২ ইং থেকে ১৫/১১/২০২২ইং তারিখ 5.00 pm পর্যন্ত।
ভিডিও দেখুন-
বিস্তারিত বিআরটিএ নিয়োগ (BRTA Job Details)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – বিআরটিএ চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ এর বিস্তারিত পদের নামসহ যোগ্যতা ও অন্যান্য তথ্য দেখে নিন। Bangladesh Road Transport Authority- BRTA Job Circular 2022 details information is given below:
১। পদের নাম: হিসাব রক্ষক
পদ সংখ্যা: ১ টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রী/ সমমানের ডিগ্রি।
২। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১ টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রী/ সমমানের ডিগ্রি।
৩। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৭ টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রী/ সমমানের ডিগ্রি।
৪। পদের নাম: মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১৪ টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৫। পদের নাম: বেঞ্চ সহকারী
পদ সংখ্যা: ৫ টি
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রী/ সমমানের ডিগ্রি।
৬। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১ টি
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩৫ টি
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
বি.দ্র: কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তার তথ্য নিচের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
আবেদন পদ্ধতি (How to Apply BRTA)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। Bangladesh Road Transport Authority- BRTA Job Circular 2022 Apply process is a online circular. আবেদন করার জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ২য় ধাপে আবেদন ফরমে উল্লেখিত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ১০০/- টাকা অথবা ২০০/- টাকা পরিশোধ করতে হবে।
চলুন আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-
- 1st step: Online Apply (অনলাইনে আবেদন)
- 2nd Step: Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ)
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Apply)
চলুন প্রথমে বিআরটিএ তে অনলাইনে আবেদন করা যাক।
- প্রথমে টাইপ করুন “http://brta.teletalk.com.bd” or click to Online Apply.”
- এখন “Application Form (Click here to apply Online)” এ ক্লিক করুন।
- তারপরে post সিলেক্ট করে next এ ক্লিক করুন।
- এখন “No” অপশনে ক্লিক করুন next , নিচে দেখুন।
Are you a ‘Premium Member’ of Alljobs?* | : | Yes No |
- এখন সঠিকভাবে application form টি পূরণ করে Next এ ক্লিক করুন।
- ছবি এবং স্বাক্ষর (photo and signature) সঠিক সাইজে আপলোড করুন; নিচে সাই দেখুন।
The photo 300×300 pixel, maximum size 100kb and JPG format.
Signature 300×80 pixel, maximum size 60kb and JPG format. - ক্লিক রুন submit button এ।
- এখন আবেদন ফরমটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখুন।.
বি.দ্র: অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে।
Payment of Application Fees (চার্জ পরিশোধ পদ্ধতি)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর চার্জ পরিশোধ পদ্ধতি দেখে নিন। Bangladesh Road Transport Authority- BRTA Job Circular 2022 payment way.
Below check the SMS format
We have to send 2 SMS to complete the procedure, here it is:
আমরা অনলাইনে আবদেন করলে যে ইউজার আইডি পাব, সেটাই পেমেন্ট পরিশোধ করার সময় ব্যবহার করতে হবে। এখানে উদাহরণ হিসেবে INBDJOB ধরা হয়েছে
১ম এসএমএস (1st SMS): টাইপ করুন “BRTA” <স্পেস> “User Id” এবং পাঠিয়ে দিন “16222” নাম্বারে।
উদাহরণ (Example): BRTA INBDJOB Send to 16222
২য় এসএমএস (2nd SMS): আবারও লিখুন “BRTA” <স্পেস> “YES” <স্পেস> “PIN” এবং পাঠিয়ে দিন “16222” নম্বরে।
Example: BRTA YES 12345786 Send to 16222
আরও দেখুন-
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সেনা কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বেসিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন করার সময়সীমা (Application Deadline)
Application Deadline is below:
Descriptions | Dates | Times |
Published Date | 15 September 2022 | |
Application Start Date | 01 October 2022 | 10.00 am |
Application Last Date | 15 November 2022 | 5.00 pm |
অফিসিয়াল বিজ্ঞপ্তি (BRTA Job Circular 2022 All Images)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Bangladesh Road Transport Authority (BRTA) Job Circular 2022 Official Circular PDF Download link is below:
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত Corrigendum-সংশোধনী:

অরিজিনাল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of RPCL Job Circular)
পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর ওয়েবসাইট www.brta.gov.bd এবং টেলিটক এর ওয়েবসাইট http://brta.teletalk.com.bd এর মাধ্যমেও জানতে পারবেন। রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড প্রবেশপত্র এখনও প্রকাশ করেনি। তবে যখনই ছাড়বে তখনই এখানে তার আপডেট পাবেন।
লিখিত ও মৌখিক পরীক্ষা (Written and Viva Exam)
লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর অফিসিয়াল ওয়েব সাইট www.brta.gov.bd এর মাধ্যমেও জানতে পারবেন। নিয়মিত সরকারি চাকরির খবররখবর পেতে ভিসিট করুন inbdjob.com