Skip to content
Home » প্রশিক্ষণ কোর্স – বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) 2022 | BSCIC Training Course sciti 2022

প্রশিক্ষণ কোর্স – বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) 2022 | BSCIC Training Course sciti 2022

BSCIC Training Course sciti 2022

বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) উদ্যোক্তাদের উন্নয়ন প্রশিক্ষণ কোর্স বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে বাংলাদেশ প্রতিদিন এ প্রকাশিত হয়েছে। BSCIC Training Course sciti has been published on daily newspaper ‍and official website bscic is www.bscic.gov.bd. আগ্রহী বাংলাদেশী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারেবন। ক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ থাকতে হবে।

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স ২০২২ (কোর্স শেষে চাকরির সুযোগ)

নারী প্রশিক্ষণ দেবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি)| BSCIC Training Course sciti has been published on daily newspaper. The official website bscic is www.bscic.gov.bd. Registration Last date different of different courses. Minimum Educational HSC.

আমাদের ওয়েবসাইটে (ইনবিডিজবডটকম) প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

Summary of BSCIC Training Course

Name of the Organization: বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)
CategoryBD Govt
Educational Qualification: এইচএসসি/ Equivalent;
Gender: Women
Location: Dhaka
Course Fee: 1000/- for online class & 1500/- for physically class.
Apply Process: Direct
Last Date of Registration:বিভিন্ন কোর্সের সময়সূচি ভিন্ন, তাই অনুগ্রহ করে নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আমরা সিধান্ত নিয়েছি বিসিকের যত রকমের কোর্স আসে তার সবই এই পোস্টে লিপিবদ্ধ করব। তাই দয়া করে আপনি আপনার কাঙ্খিত কোর্সটি খুজে নিন। এবং যদি অন্য কোন কোর্স চান তো সেটাও কমেন্টে জানান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন | Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)

Women Entrepreneur Development Training Course. ​ উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দেবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি).
নারী-পুরুষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স যা বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) এর অধীনে হবে।
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।

কোর্সের মেয়াদকাল

উক্ত পেইজ এ বিভিন্ন কোর্স প্রতিনিয়ত আপডেট করা হয়ে থাকে। সুতরাং নির্দিষ্ট একটি তারিখ বা সময়কাল নয় বরং বিভিন্ন কোর্সের বিভিন্ন মেয়াদকাল। অনুগ্রহ করে নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার অনুরোধ রইল।

কোর্সের মাধ্যম

স্বাস্থ্যবিধি মেনে করােনা টিকা গ্রহীতারা স্কিটির ক্লাশরুমে সশরীরে এবং আগ্রহীরা অনলাইনে Zoom App এর মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযােগ পাবেন।

কোর্সের অন্তর্ভুক্ত বিষয়সমুহ

উদ্যোক্তার যােগ্যতা নিরূপণের উপায়।

যােগ্যতা ও দক্ষতা অনুযায়ী লাভজনক শিল্প ব্যবসা বাছাই পদ্ধতি;
বাছাইকৃত ব্যবসা/শিল্পের ব্যাংক উপযােগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন;
ব্যবসা/শিল্পের বিপণন, উৎপাদন, ব্যবস্থাপনা ও আর্থিক দিক বিশ্লেষণ;
ব্যাংক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি
শিল্পনীতি ২০১৬ অনুযায়ী উদ্যোক্তাগণকে প্রদত্ত সরকারি সুযােগ-সুবিধাসমূহ;
শিল্প ব্যবসার লাভ-ক্ষতির হিসাব ও আর্থিক অনুপাতসমূহ

ঋণ সহায়তা

সফলভাবে কোর্স সমাপ্তিরতে সনদপত্র বিতরণ ও সম্ভাবনাময়
যােগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও
কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।

শিক্ষাগত যােগ্যতা

ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক, তবে কিছু কোর্সে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক ও প্রয়োজন হতে পারে (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন)।

কাগজপত্রাদি

সর্বশেষ শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি ও ১ কপি ছবি অংশগ্রহণকারী : ব্যবসা/ শিল্প স্থাপনে আগ্রহী সম্ভাবনাময় ও বিদ্যমান উদ্যোক্তা।

কোর্স ফি

অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১০০০/- (পাঁচশত) এবং সশরীরে উপস্থিতির জন্য ১,৫০০/- (এক হাজার) টাকা মাত্র।
আরেকটি কোর্সে ২,০০০ – ১,০০০ টাকা এবং সর্বোচ্চ একটি কোর্সের ফি নির্ধারিত ৫,০০০/- টাকা।

Skills Development কোর্স গুলো

সমস্ত চলমান প্রশিক্ষণ কোর্সগুলো নিচে প্রকাশের ক্রমানুসারে সাজিয়ে উপস্থাপন করা হলো:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনক কর্তৃপক্ষ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ


আবেদনের শেষ তারিখ: ১৫/১১/২০২২ইং তারিখ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনক কর্তৃপক্ষ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনক কর্তৃপক্ষ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ

Source: Bangladesh Pratidin & Ittefaq 30 September 2022

প্রশিক্ষণ কোর্স-০১ (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিস) নকশা কেন্দ্র)

প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি

  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিস) নকশা কেন্দ্র।
  • কোর্সের সংখ্যা: ১১টি
  • প্রশিক্ষণের মেয়াদ: সেপ্টেম্বর-আগস্ট ২০২২।
  • প্রশিক্ষণের সময়: সকাল ৮.৩০ থেকে ২.০০ পর্যন্ত।
  • প্রশিক্ষণেরস্থান: নকশা কেন্দ্র, বিসিক, ঢাকা।

অফিসিয়াল নোটিশ-

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিস) নকশা কেন্দ্র
প্রশিক্ষণ কোর্স-০১ (নকশা কেন্দ্র)

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ০৯ সেপ্টেম্বর ২০২২।

প্রশিক্ষণ কোর্স-০২ (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিস) নকশা কেন্দ্র)

প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি

  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিস) নকশা কেন্দ্র।
  • কোর্সের সংখ্যা: ১২টি
  • প্রশিক্ষণের মেয়াদ: জুলাই-আগস্ট ২০২২।
  • প্রশিক্ষণের সময়: সকাল ৯.৩০ থেকে ১.৩০ পর্যন্ত।
  • প্রশিক্ষণেরস্থান: নকশা কেন্দ্র, বিসিক, ঢাকা।

অফিসিয়াল নোটিশ-

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিস) নকশা কেন্দ্র
প্রশিক্ষণ কোর্স-০২ (নকশা কেন্দ্র)

সূত্র: দৈনিক ইত্তেফাক ২৯ জুন ২০২২।

প্রশিক্ষণ কোর্স-০৩ (জেন্ডার, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্স ২০২২)

বাংলাদেশ মহিলা পরিষদ

‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্স ২০২২ আবেদনপত্র আহাবান

  • প্রশিক্ষণ/ কোর্সের নাম নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্স।
  • প্রশিক্ষণের মেয়াদ: ০৩ মাস।
  • ক্লশ শুরু: ২৫ আগস্ট।
  • প্রশিক্ষণের সময়: সকাল ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত।
  • আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট ২০২২।

অফিসিয়াল নোটিশ-

প্রশিক্ষণ কোর্স-০৪ (এক্সপোর্ট মার্কেটিং প্রশিক্ষণ কোর্স)

 প্রশিক্ষণ কোর্স-০১ (এক্সপোর্ট  মার্কেটিং প্রশিক্ষণ কোর্স)
প্রশিক্ষণ কোর্স-০১ (এক্সপোর্ট মার্কেটিং প্রশিক্ষণ কোর্স)

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৬ জুন ২০২২।


প্রশিক্ষণ কোর্স-০৫ (‘এসএমই ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কোর্স)

এসএমই ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কোর্স
এসএমই ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কোর্স

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৭ মে ২০২২।



প্রশিক্ষণ কোর্স-০৬ (বুক কিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স)

বুক কিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স
বুক কিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৫ মে ২০২২।


পূর্বের কোর্সগুলো

আপনাদের সুবিধার্থে পুরোনো কোর্সগুলোও নিচে লিপিবদ্ধ করা হলো।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

3 thoughts on “প্রশিক্ষণ কোর্স – বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) 2022 | BSCIC Training Course sciti 2022”

  1. Pingback: সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি- ২০২২ | Sonali Bank Scholarship 2022 | sonalibank.com.bd/csr apply - inbdjob.com

  2. Dear Sir,
    I want to training honey processing & packaging. (মধু রিফাইনিং এবং প্যাকেজিং সহ মৌমাছি চাষ করা)
    pls known to me buy mail.

    1. ভাই,
      ফ্রি কোর্সগুলো এখানে: https://inbdjob.com/skills-for-employment-investment-program/
      এবং পেইড কোর্সগুলো এখানে: https://inbdjob.com/bscic-training-course-sciti/
      মূলতে উক্ত ২টি পোস্টে আমরা পত্রিকায় প্রকাশিত কোর্সগুলো আপডেট দিয়ে থাকি, তাই এই ২টি পোস্ট নিয়মিত ভিসিট করতে পারেন।
      বি.দ্র: তবে হয়তো কিছু কোর্স হয়তো আমাদের নজরের বাইরে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *