Skip to content
Home » ৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি | CZM Genius Scholarship Circular 2022

৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি | CZM Genius Scholarship Circular 2022

৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি | CZM Genius Scholarship Circular 2022

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট – জাকাত ব্যবস্থাপনা কেন্দ্র (সিজেডএম) অসচ্ছল শিক্ষার্থীদের জিনিয়াস শিক্ষাবৃত্তি ২০২২ এর আয়োজন করেছেন। Center for Zakat Management CZM Genius Scholarship Circular 2022 has been published on the official website www.czm-bd.org। সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ সমূহের ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে উক্ত বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী এবং দরিদ্র শিক্ষার্থীদের আগামী ১৫ এপ্রিল ২০২২ ইং তারিখ এর মধ্যে আবেদন করতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com


নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি


এক নজরে CZM শিক্ষাবৃত্তি ২০২২

জাকাত ব্যবস্থাপনা কেন্দ্র জিনিয়াস শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Center for Zakat Management (CZM) Genius Scholarship summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট – Center for Zakat Management (CZM)
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): এককালীন।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :  স্নাতক অধ্যয়ন।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): মাসিক ৩,০০০/- টাকা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইন থেকে ফরম ডাউনলোড ও টোকেন পূরণ করে জমা দিতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.czm-bd.org
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৫/০৪/২০২২ইং তারিখ পর্যন্ত।

CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি ২০২২

দরিদ্র শিক্ষার্থীদের সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর Genius- জিনিয়াস বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ও সদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ সমূহের ২০২০-২০২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না, তাদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

বৃত্তিতে আবেদনের সময়সীমা

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনপত্র পাঠানাের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২২ইং তারিখ।

জিনিয়াস বৃত্তির মেয়াদকাল

স্নাতক স্তরের প্রথম দুই বছর ৩০০০ টাকা মোট উপবৃত্তি ৭২০০০/- টাকা যা মাসিক হারে প্রদান করে। কোনো কোনো জেলায় ৪ বছর মাসিক ৩০০০ টাকা হারে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।


আবেদনের যোগ্যতা

দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নত গরীব মেধাবী ও আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীগণ আবেদন করতে পারবে। 

CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি Official Scholarship Circular

বৃত্তির আবেদনপত্র ডাউনলােড এর ঠিকানা: http://czm-bd.org/scholarship

অনলাইন টোকেন পূরণের লিংক https://tinyurl.com/gsp2021app

আবেদন ফরম ডাউনলোড

টোকেন পূরণের লিংক

উপবৃত্তির বিজ্ঞাপন ডাউনলোড

আবেদন করার নিয়ম – Apply Process

  • (১) প্রথমে https://czm-bd.org/genius-scholarship/ এই ওয়েবসাইটে এ ঢুকে আবেদন ফর্ম এর হার্ড কপি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
  • (২) আবেদন পত্রটি নিজ হাতে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে।
    • কোন তথ্য গোপন বা মিথ্যা কথা লেখা যাবে না। ফর্মটি পূরণ করার সময় সাবধানতার সহিদ পূরণ করতে হবে। যাতে কাটাকাটি না হয়। অস্পষ্ট লেখা এবং মিথা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
    • আবদেন পত্র পূরণের সময় সঠিক ভাবে আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার প্রদান করতে হবে। কারণ পরবর্তীতে আবেদনকারী কে এই নাম্বারেই যোগাযোগ করা হবে। আবেদন পত্র পূরণ হয়ে গেলে
  • (৩) এবার অনলাইনে গিয়ে https://tinyurl.com/gsp2021app এই লিংকে ঢুকে অনলাইনে টোকেন পূরণ করতে হবে। আপনার হাতে পূরণ করা হার্ড কপিটির সাহায্য নিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করা হয়ে গেলে আরেকবার ভালো করে রিভাইস দিয়ে তারপর ফাইনাল সাবমিট দিতে হবে। মনে রাখতে হবে ফাইনাল সাবমিট এর পর কোন CZM Scholarship অবস্থাতেই আর তথ্য পরিবর্তন করা সম্ভব না।

CZM Genius শিক্ষাবৃত্তি ২০২২ প্রাথমিক সিলেকশন রেজাল্ট

আবেদন শেষ হওয়ার তারিখ থেকে শুরু করে পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে(কম বেশী হতে পারে) প্রাথমিক সিলেকশন রেজাল্ট প্রকাশ করা হয়। প্রাথমিক সিলেকশন রেজাল্ট রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

CZM Genius Scholarship ফাইনাল রেজাল্ট

প্রাথমিক সিলেকশন এর পর তাদের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর czm কর্তৃপক্ষ যাচাই বাছাই করে ফাইনাল সিলেকশন করে। আবেদন ফর্ম এ উল্লেখিত মোবাইল নাম্বার এ দেওয়া থাকবে CZM Scholarship সেই নাম্বারে ম্যাসেজ এবং কল করে জানিয়ে দেওয়া হবে।

সূত্র: www.czm-bd.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *