Skip to content
Home » ৮৩ পদে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | DPDC Govt Job Circular 2022

৮৩ পদে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | DPDC Govt Job Circular 2022

DPDC Govt Job Circular 2022

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অসিয়ালভাবে আজ দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Dhaka Power Distribution Company Limited (DPDC) Job Circular 2022 has been published on the official website www.dpdc.gov.bd. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩ টি পদের অধীনে মোট ৮৩ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী-পুরুষ উভয়েই আগামী ০৬ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন ডিপিডিসি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি – Summary of DPDC Job

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। Dhaka Power Distribution Company Limited (DPDC) Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) – Dhaka Power Distribution Company Limited (DPDC)
  • পদের নাম: সহকারী প্রকৌশলী।
  • চাকরির ধরণ (Type of Job)সরকারি চাকরি (Government Job)
  • চাকরির সময়কাল: স্থায়ী চাকরি।
  • শূন্যপদ (Vacancy): ৮৩ জন।
  • বেতন (Salary): বেসিক ৫১,০০০/- টাকা।
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
  • বয়সসীমা (Age limitation): সর্বোচ্চ ৩৫ বছর।
  • যোগ্যতা (Qualification) : ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ডিগ্রি।
  • লিঙ্গ (Gender): পুরুষ উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • জেলা (Job Location): সকল জেলা।
  • আবেদনের ফি (Application Fee: ১,৫০০/- টাকা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইন, https://dpdc.org.bd/career/ লিংক থেকে।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.dpdc.gov.bd
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৪/০৯/২০২২ইং থেকে ০৬/১০/২০২২ইং তারিখ পর্যন্ত।

আরও দেখুন-
৩৬০ পদে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি
৮০ পদে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) নিয়োগ বিজ্ঞপ্তি


বিস্তারিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি – DPDC Govt Job

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) চাকরির বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। যেখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদ সম্পর্কিত সকল তথ্য

Dhaka Power Distribution Company Limited (DPDC) job circular 2022 Vacancies and more details about designation. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

  • ১. পদের নাম: সিনিয়র এ্যাসিসট্যান্ট একাউন্টস একাউন্ট্যান্ট
  • পদসংখ্যা: ২৫ টি।
  • বেতন গ্রেড: ১২
  • বেতন: বেসিক ২৪,০০০/- টাকা।
  • যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

  • ২. পদের নাম: এসিসট্যান্ট একাউন্ট্যান্ট
  • পদসংখ্যা: ২৫ টি।
  • বেতন গ্রেড: ১১
  • বেতন: বেসিক ২৫,০০০/- টাকা।
  • যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

  • ৩. পদের নাম: এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার
  • পদসংখ্যা: ৩৩ টি।
  • বেতন গ্রেড: ৭
  • বেতন: বেসিক ৫১,০০০/- টাকা।
  • অন্যান্য সুযোগ-সুবিধা: ঢাকার মধ্যে হলে বেসিকের ৬০ শতাংশ বাসা ভাড়া ও ঢাকার বাইরে ৫০ শতাংশ বাসা ভাড়া। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স ও গ্রাচ্যুইটি সুবিধা রয়েছে।
  • যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

বি.দ্র: বয়সের হিসাব করতে বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি (How to Apply DPDC JOB Circular)

Dhaka Power Distribution Company Limited (DPDC) Job Circular 2022 Apply process is a online circular. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ২য় ধাপে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে হবে।

চলুন (dpdc.gov.bd) আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-

  • 1st step: Online Apply (অনলাইনে আবেদন)
  • 2nd Step: Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ)

অনলাইনে আবেদন পদ্ধতি (Online Apply)

  • ডিপিডিসি’র এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়ােগ পরীক্ষার আবেদনপত্র অন-লাইনের মাধ্যমে পূরণের সাধারণ নির্দেশাবলী:
  • ০১. ডিপিডিসি’র নিয়ােগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ www.dpdc.gov.bd/career ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
  • ০২. প্রার্থীকে সতর্কতার সাথে তার User Id, Password, Mobile Number, Email-Address দিয়ে Sign Up বা নিবন্ধন করতে হবে। Sign Up এর পর প্রদত্ত Email-Address এ লগ ইন করে ডিপিডিসি হতে প্রেরিত ই-মেইলের লিঙ্কে ক্লিক করে Account Verify করতে হবে। Account Verify করার পর www.dpdc.gov.bd/career ঠিকানায় গিয়ে Login/ Sign In করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • ০৩. Application Form পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাল তারকা চিহ্নিত) Field গুলাে পূরণ করতে হবে।
  • ০৪. Application Form-4 SSC/equivalent 97: B.Sc in Engineering Certificates at Transcripts (CAUCO Subject এবং Result উল্লেখ আছে)-এর Soft Copy Upload করতে হবে। 300300 pixel-এর রঙিন ছবি এবং 30080 Pixelএর স্বাক্ষর/ Signature (টাইপ/ মুদ্রণ নয়)-এর Soft Copy Upload করতে হবে। Certificate অবশ্যই স্পষ্ট হতে হবে। ছবি, স্বাক্ষর এবং Certificate শুধুমাত্র JPG File ফরমেটে Upload করা যাবে।
  • ০৫. মুক্তিযােদ্ধা/ শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা হিসেবে আবেদনের ক্ষেত্রে Application Form পূরণের সময় সংশ্লিষ্ট ঘরে/ বাটনে ক্লিক করে এ সংক্রান্ত তথ্য অবশ্যই পূরণ করতে হবে এবং মুক্তিযােদ্ধার যে কোন একটি Certificate (লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকা, গেজেট, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত সনদ)-এর Soft Copy Upload করতে হবে। মুক্তিযােদ্ধার Certificate শুধুমাত্র JPG File ফরমেটে Upload করা যাবে।
  • ৬. সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Apply-এ ক্লিক করে চূড়ান্তভাবে Submission করতে হবে।

চার্জ পরিশোধ পদ্ধতি- DPDC Job Payment of Application Fees

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর চার্জ পরিশোধ পদ্ধতি দেখে নিন। Dhaka Power Distribution Company Limited (DPDC) Job Circular payment way is below:

চূড়ান্তভাবে Submission করার পরে Tracking Number (যা টাকা প্রদানের সময় ব্যবহৃত হবে) সহ প্রার্থী তার Resume Download করে সংরক্ষণ করবেন এবং Resume-এ উল্লিখিত প্রক্রিয়া অনুসরণপূর্বক প্রার্থী ‘নগদ’ (বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস) অথবা Dutch Bangla Bank Mobile Banking Account (Rocket)-এর মাধ্যমে আবেদন ফি ১৫০০/- পরিশােধ করতে পারবেন। নগদ’ এর মাধ্যমে ফি পরিশােধের ক্ষেত্রে ‘নগদ’ এর এজেন্ট পয়েন্ট অথবা আবেদনকারীর নিজস্ব নগদ একাউন্ট (অ্যাপ অথবা ডায়াল নম্বর *167 #) দ্বারা উক্ত ফি পরিশােধ করতে পারবেন। প্রার্থী চাইলে ‘নগদ’ এর পরিবর্তে Dutch Bangla Bank Mobile Banking Account (Rocket)-এর মাধ্যমে আবেদন ফি ১৫০০/- পরিশােধ করতে পারবেন।


আরও দেখুন-
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 


আবেদন করার সময়সীমা (DPDC Govt Job Application Deadline)

Deadline is below:

বিবরণতারিখসময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৪ সেপ্টেম্বর ২০২২ ইং
আবেদন শুরু১২ ও ১৪ সেপ্টেম্বর ২০২২ ইংসকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ০৬ অক্টোবর ২০২২ ইংবিকাল ৫.০০ ঘটিকা
আবেদন করার সময়সীমা (DPDC Govt Job Application Deadline)

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Dhaka Power Distribution Company Limited Govt Job Circular 2022 All Images

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ইনস্টিটিউট (বি এফ আর আই) চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Dhaka Power Distribution Company Limited (DPDC) Job Circular 2022 Official Circular PDF Download link is below:

www.dpdc.gov.bd OFFICIAL JOB CIRCULAR

DPDC Job last date extended- আবেদনের সময় বৃদ্ধি
DPDC Job last date extended- আবেদনের সময় বৃদ্ধি

১. পদের নাম: সিনিয়র এ্যাসিসট্যান্ট একাউন্টস একাউন্ট্যান্ট

১. পদের নাম: সিনিয়র এ্যাসিসট্যান্ট একাউন্টস একাউন্ট্যান্ট
১. পদের নাম: সিনিয়র এ্যাসিসট্যান্ট একাউন্টস একাউন্ট্যান্ট

২. পদের নাম: এসিসট্যান্ট একাউন্ট্যান্ট

২. পদের নাম: এসিসট্যান্ট একাউন্ট্যান্ট
২. পদের নাম: এসিসট্যান্ট একাউন্ট্যান্ট

৩. পদের নাম: এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার

৩. পদের নাম: এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার
৩. পদের নাম: এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার

প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of dpdc.gov.bd Job Circular)

লিখিত পরীক্ষার পূর্বে প্রার্থীদের প্রবেশপত্র ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর অফিসিয়াল ওয়েবসাইট www.dpdc.gov.bd এ আপলােড করা হবে। তাছাড়া পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট থেকে প্রার্থীগণ User Id এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলােড প্রিন্ট করতে পারবেন। Govt Job circular 2022 admit card will be published on the official website.

লিখিত ও মৌখিক পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর অফিসিয়াল ওয়েব সাইট www.dpdc.gov.bd ও SMS এর মাধ্যমেও জানানো হবে। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com

সূত্র: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *