Skip to content
Home » ৫১৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন আইডিইএ প্রকল্প নিয়োগ | Bangladesh Election Commission – Idea Project Job Circular

৫১৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন আইডিইএ প্রকল্প নিয়োগ | Bangladesh Election Commission – Idea Project Job Circular

৫১৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন আইডিইএ প্রকল্প নিয়োগ | Bangladesh Election Commission iPeople Limited Idea Project Job Circular

মাত্র এসএসসি পাশে বাংলাদেশ নির্বাচন কমিশন আইডিইএ প্রকল্পর অধীনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। Bangladesh Election Commission iPeople Limited Idea Project Job Circular 2022 has been published on the official website on ideajobs.ipeoplelimited.com. আইপিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে “স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর” পদে ৫১৯ জন নিয়োগের নিমিত্তে নিজস্ব ওয়েবসাইট ও পত্রিকায় নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ন্যনতম এসএসসি পাশ এবং আগামী ০৬/০৪/২০২২ ই তারিখ এর মধ্যে আবেদন করার আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে প্রকল্প নিয়োগ (Summary of ideajobs.ipeoplelimited.com Job)

বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। IDEA project of Bangladesh Election Commission Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প – Bangladesh Election Commission- iPeople Limited (Idea Project)
  • চাকরির ধরণ (Type of Job)সরকারি প্রকল্প (Government Project)
  • চাকরির সময়কাল: চুক্তিভিত্তিক চাকরি।
  • শূন্যপদ (Vacancy): ৫১৯ জন।
  • চাকরির প্রকৃতি (Job Nature): মেয়াদ ভিত্তিক।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ) (বিজ্ঞপ্তি দেখুন বিস্তারিত জানার জন্য)।
  • যোগ্যতা (Qualification) : এইচএসসি পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • স্থান (Job Location): নিজ উপজেলায়।
  • আবেদনের ফি (Application Fee: কোন চার্জ নেই।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.ecs.gov.bd
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনের, ওয়েবসাই- www.ideajobs.ipeoplelimited.com
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ২৯/০৩/২০২২ইং থেকে ০৬/০৪/২০২২ইং তারিখ ৫.০০ ঘটিকা পর্যন্ত।

আরও দেখুন-
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পল্লী উন্নয়ন ও সমবায় নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি


বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প বিজ্ঞপ্তি

বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প (২য় পর্যায়)-এর অধীনে ৫১৯ টি উপজেলা/থানা নির্বাচন অফিসের জন্য আইপিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে ৫১৯ জন “স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর” অস্থায়ী ভিত্তিতে (প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য) নিয়োগ করবে।

পদের নামঃ “স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর”
পদ সংখ্যাঃ

ঢাকা, মেট্রোপলিটন এলাকা: ২০টি।
সিটি কর্পোরেশন এলাকা: ২২টি।
অন্যান্য এলাকা: ৪৭৭টি।
সর্বোমোট: ৫১৯ টি

বেতনঃ সর্বোচ্চ ১৯,১১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচ.এস.সি বা সমমান পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোন স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটারের ওপর ডিপ্লোমা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি (Apply Process)

আগ্রহী প্রার্থীগণকে নিন্মোল্লেখিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • প্রথমে ideajobs.ipeoplelimited.com সাইটে যেতে হবে।
  • এর পরে ”অনলাইন আবেদন” অপশনে ক্লিক করুন।
  • প্রদর্শিত আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করুন।
  • এবার “I certify that the above information is correct” অপশনটিকে টিক দিয়ে “Submit Application” এ ক্লিক করুন।

আবেদনের সময়সীমা (Application Deadline)

২৯ মার্চ – ০৬ এপ্রিল ২০২২ইং, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

দায়িত্ব ও কর্তব্যসমূহ (Responsibilities)

২০০৮ সালের নিবন্ধনকৃত ভোটারদের ফরম-২ স্ক্যান করা এবং ডাটাবেজে আপলো করা।
সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত বা ব্যবহৃত সকল ধরণের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ ও চালু বা মেরামত করা।
স্মার্ট কাড বিতরণ, বিভিন্ন প্রকার আবেদন ও সংযুক্ত দলিলাদি স্ক্যান এবং সংরক্ষণ করা।
উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোন ধরণের দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন।

বেতন-ভাতা (অঞ্চলভিত্তিক) – Salary

ঢাকা, মেট্রোপলিটন এলাকা: ১৯,১১০ টাকা।
সিটি কর্পোরেশন এলাকা (চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর): ১৮,১২০ টাকা।
অন্যান্য এলাকা: ১৭,৬৩০ টাকা।

এখানে উল্লেখ্য যে, “জীবন এবং অক্ষমতা বীমা” (Life and Disability Insurance) এর ব্যবস্থাপনা প্রকল্প কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং বীমা খরচ জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান আইপিপল লিমিটেড দ্বারা ৫০% এবং নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দ্বারা ৫০% বহন করা হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি(Bangladesh Election Commission- iPeople Limited Idea Project Job Circular 2022)-

বিস্তারিত বাকি তথ্য অফিসিয়াল সার্কুলারে দেখুন-

৫১৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন আইডিইএ প্রকল্প নিয়োগ | Bangladesh Election Commission iPeople Limited Idea Project Job Circular
বাংলাদেশ নির্বাচন কমিশন আইডিইএ প্রকল্প নিয়োগ | Bangladesh Election Commission iPeople Limited Idea Project Job Circular

হেল্প-লাইন
হটলাইন নাম্বারঃ ০১৮৯-৪৮৮-২৮২৮

সূত্র: ideajobs.ipeoplelimited.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *