Skip to content
Home » উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Paid Peer Volunteer Job Circular 2022

Paid Peer Volunteer : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Upazila Paid Peer Volunteer : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Directorate General of Family Planning- পরিবার পরিকল্পনা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। Health Education and Family Walefare Division, Ministry Of Health and Family Welfare.

একজনরে বিজ্ঞপ্তি (Summary of PPV Job)

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সামারি দেখলেই পুরো চাকরির সার্কুলার সম্পর্কে ধারণা পাবেন। Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022 summary is below.

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া -Upazila Family Planning (Paid Peer Volunteer)
  • চাকরির ধরণ (Type of Job): কোম্পোনী চাকরি (Private Job)
  • শূন্যপদ (Vacancy): অসংখ্য।
  • চাকরির প্রকৃতি (Job Nature): কাজ নেই ভাতা নেই।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা (Educational Qualification and Experience) : এসএসসি পাশ/ সমমান।
  • লিঙ্গ (Gender): পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবে (Men and Women)
  • স্থান (Job Location): Bangladesh
  • বেতন গ্রেড (Salary Range): উল্লেখ নেই।
  • আবেদনের মাধ্যম (Apply Process): ডাকযোগে/ সরাসরি।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৭/০৪/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়ােগ বিজ্ঞপ্তি

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022.

ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রােগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এর স্বারক নং পপঅ/সিসিএসডিপি/ppv-প্রশা২৮২/২০১৮/৬৮৮/১(৬০) তারিখ: ২১/০৬/২০২১খ্রিঃ মােতাবেক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ইউনিট ভিত্তিক কাজ নাই ভাতা নাই’ ভিত্তিতে paid peer volunteer নিয়ােগের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্দিষ্ট ইউনিটের স্থায়ী বাসিন্দাদের নিকট নিম্নোক্ত শর্ত স্বাপেক্ষে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব নিয়ােগ বাছাই কমিটি সারিয়াকান্দি, বগুড়া বরাবওে নিয়ে উল্লেখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নিয়ােগ প্রাপ্তদের দায়িত্ব ও কর্তব্য

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022 এর দায়িত্বগুলো-

(ক) সংশ্লিষ্ট পরিবার কল্যাণ সহকারী কর্তৃক দায়িত্ব প্রাপ্ত এলাকার বাড়ী পরিদর্শন, কাউন্সেলিং/মােটিভেশন প্রদান।
(খ) স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহন ইচ্ছুকদের নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা।
(গ) নব বিবাহিত দম্পতিদের তথ্য সংগ্রহ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত কাউন্সেলিং।
(ঘ) স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহনকারীদের নিয়মিত ফলােআপ ও জটিলতার জন্য চিকিৎসকের নিকট প্রেরণ।
(ঙ) গর্ভবতীদের তালিকা সংগ্রহ, হালনাগাদ করা, গর্ভকালীন সেবার জন্য রেফার করা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির জন্য উদ্বুদ্ধকরণ।
(চ) কর্ম এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত করা।
(ছ) ইউনিয়ন পর্যায়ে পাক্ষিক ও মাসিক সভায় অংশ গ্রহন করা।
(জ) নির্দিষ্ট ছকে সংশ্লিষ্ট ইউনিটের পরিবার কল্যাণ সহকারীর নিকট রিপাের্ট প্রদান করা।
(ঝ) নির্ধারিত কর্ম এলাকায় সপ্তাহে ০৫ (পাঁচ) দিন ফিল্ড ভিজিট ও প্রতিদিন ১৫-২০ জোড়া যুব দম্পতিদের কাউন্সেলিং করা। মাসে সর্বোচ্চ ২১-২২ দিন ফিল্ড ভিজিট ক্লায়েন্ট রেফার করা।
(ঞ) প্রতি মাসে ০১ (এক) দিন ১৫-২০ জোড়া যুব দম্পতিদের নিয়ে উঠান বৈঠক করতে হবে ও হাজিরা নিতে হবে।
(ট) বাড়ী পরিদর্শনের দিন ব্যতিরেকে যে কোন দিন ক্লায়েন্ট রেফার করবেন এবং বিধি মােতাবেক রেফারেল ফি প্রাপ্ত হবেন।

বয়সসীমা:

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বয়সসীমা রয়েছে। Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022 Age limitation is below.

আগামী ১৭/০৪/২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধাদের পূত্রকন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযােগ্য নহে।

অন্যান্য শর্তাবলী

  • সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরিক্ষার সময় প্রদর্শন করতে হবে।
  • নিয়ােগের ক্ষেত্রে সরকারী বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তিতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে।

প্রার্থীর যােগ্যতা যাচাইঃ

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্বচিত করা হবে। Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022 Qualifications is below.

(ক) বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্ম এলাকার/ইউনিটের মহিলা স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত হতে হবে। বিবাহিত এর প্রমান হিসেবে কাবিন নামার/বিবাহ রেজিষ্ট্রি এর সনদ এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

(খ) নূন্যতম এস,এস,সি পাশ।

(গ) শারিরিক ও মানসিকভাবে সুস্বাস্থের অধিকারী (যােগদানের সময় ফিটনেস সার্টিফিকেট দিতে হবে)। (ঘ) সমাজ কল্যাণ মূলক কাজ করতে আগ্রহী হতে হবে।

(ঙ) বয়স অনুর্ধ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধার মুক্তিযােদ্ধার পূত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যার বয়স ১৮ থেকে ৩২ বছর হতে

(চ) স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা ও পুষ্টি সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে। (ছ) সন্তষ্ট LARC & PM গ্রহীতাদের অগ্রাধিকার দেয়া হবে।

(জ) দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট প্রার্থী অযােগ্য হিসেবে বিবেচিত হবে।

(ঝ) মুক্তিযােদ্ধা পােষ্যদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

(ঞ) ভবিষ্যতে তথ্যের গড়মিল পাওয়া গেলে নিয়ােগ বাতিল বলে গন্য হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

প্রার্থীগণকে নিম্নোক্ত সনদ/কাগজপত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা (নূন্যতম ৯ম গ্রেড) কর্তৃক সত্যায়ন করে ০১ (এক) সেট আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি, বগুড়া এ সরাসরি/ডাকযােগে/কুরিয়ারের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে।

  • সদ্যতােলা পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি (সত্যায়িত) ০১ (এক) কপি প্রবেশপত্রে আঠা দিয়ে সংযুক্ত করতে হবে।
  • প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র।
  • প্রার্থী যে ইউনিয়ন এ বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র/চারিত্রিক সনদপত্র।
  • জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ পত্র ।
  • অভিজ্ঞতা (সমাজ কল্যাণ মূলক চাকুরী) সত্যায়িত সনদ পত্র (যদি থাকে)।
  • আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও পুত্র কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/পেীরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ (আবেদনকারীর সাথে মুক্তিযােদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে)।
  • আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পূত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযােদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তিবার্তা/ ভারতীয় তালিকার ছায়ালিপি প্রদান করতে হবে।

জরুরি তথ্য

  • নির্ধারিত আবেদনপত্র ও প্রবেশ পত্রের ছক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি, বগুড়া হতে সংগ্রহ করতে পারবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ ও অসম্পন্ন ও প্রার্থীর স্বাক্ষর বিহীন আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • ১০০ (একশত) শত নম্বরের মৌখিক পরিক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
  • আবেদনপত্র প্রেরণের খামের উপর নিজ ইউনিয়ন ও বিশেষ কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ পূর্বক ১০(দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিটযুক্ত ৯.৫০x৪.৫০ ইঞ্চি বিশিষ্ট ফেরত খামযুক্ত করতে
  • নিয়ােগপ্রাপ্তদের Paid Peer Volunteer হিসেবে বছর ভিত্তিক নবায়ন এবং নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নিয়ােগ প্রাপ্তদের যােগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য নিয়ােগ প্রদান করা হবে।
    • অর্পিত দায়িত্ব পালন এবং কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়ােগ বাতিল করতে পারবে।
    • প্রতিমাসে Paid Peer Volunteer গণের কার্যক্রমের অগ্রগতি পর্যালােচনা করা হবে। একাধারে ০৪ (চার) মাস অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিলের ব্যবস্থা নিবেন।
    • স্বেচ্ছায় দায়িত্ব হতে অব্যাহতি নিতে চাইলে কর্তৃপক্ষকে ০১ (এক) মাস পূর্বে অবহিত করতে হবে।
    • অধিদপ্তর হতে সরবরাহকৃত পােশাক পরিধান করে কর্ম এলাকায় কাজ করতে হবে এবং নিজ এলাকায় অবস্থান করতে হবে।
    • পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ Paid Peer Volunteer গণের কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করবেন।
    • নিয়ােগ প্রাপ্তদের ০৬(ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদন করার নিয়ম এবং পাঠানোর ঠিকানা

  • পরিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি,বগুড়া এবং উপজেলা পরিষদ, সারিয়াকান্দি, বগুড়া এর নােটিশ বাের্ডে পাওয়া যাবে।
  • আবেদন পত্র মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব, Paid Peer Volunteer নিয়ােগ বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সারিয়াকান্দি,বগুড়া এ আগামী ১৭/০৪/২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালিন সময়ের মধ্যে (ছুটির দিন ব্যতিত) ডাকযােগে/সরাসরি পৌছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গৃহীত হবে না।

বি.দ্র: কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই এ নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

Paid Peer Volunteer : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Paid Peer Volunteer : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

1 thought on “উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়া বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Family Planning (Paid Peer Volunteer) Job Circular 2022”

  1. Pingback: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা | Ongoing all Government Job Circular 2022 - inbdjob.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *