গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে আজ ২১ মার্চ ২০২২ ইং তারিখ প্রকাশিত হয়েছে। Grameen Bank Job Circular 2022 has been published on the official website www.grameenbank.org and job apply site www.gberecruitment.ghrmplus.com. গ্রামীণ ব্যাংকে চাকরির নিয়োগ সার্কুলারে অস্থায়ীভাবে কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগের উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে ৭/০৪/২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করার আহ্ববান করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত চাকরি/কোম্পানীর চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 দেখতে ক্লিক করুন
Topics in this Post
একনজরে গ্রামীণ ব্যাংকে চাকরি (Grameen Bank Job Circular)
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ মূল বিষয়গুলো দেখা যাক। Grameen Bank Job Circular 2022 summary is below:
- কোম্পানির নাম (Name of the Organization): গ্রামীণ ব্যাংক – Grameen Bank
- পদের নাম (Post Name) : শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক
- চাকরির ধরণ (Type of Job): বেসরকারি চাকরি /Private Job Circular
- শূন্যপদ / Vacancy: উল্লেখ নেই।
- স্থায়ীত্ব : অস্থায়ী চাকরি।
- জব নেচার (Job Nature): ফুল টাইম।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: এসএসসি বা সমমান পাশ।
- বয়সসীমা : ১৮-২৭ বছর।
- লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
- আবেদন পদ্ধতি/ Apply Process: অনলাইনে, http://gberecruitment.ghrmplus.com থেকে
- অসিয়াল ওয়েবসাইট: www.grameenbank.org/
- আবেদনের সময়সীমা/ Application Deadline: ০৭/০৪/২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আরও দেখতে পারেন-
৩২৯ পদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
৭২০ পদে যমুনা গ্রুপ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
এসএসসি পাশে ১৮০ পদে জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির বর্ণনা
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটিতে ‘শিক্ষানবিস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষন প্রকল্পে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষন প্রকল্পে সম্প্রতি অস্থায়ীভাবে ১ টি পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদের যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।
পদের নাম: শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ/ সমমান।
বয়সসীমা: প্রার্থীর বয়স ৩১-০৩-২০২২ তারিখে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ।
আগ্রহী প্রার্থীরা (http://gberecruitment.ghrmplus.com/)
আবেদন করার প্রক্রিয়া
চলুন গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া জানি। Grameen Bank Job Circular 2022 Apply process is below:
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা তিন রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত এবং “কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী” এ সংক্রান্ত পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : উপব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬।
ইমেইল [email protected] & [email protected] আবেদন করতে পারবেন email মাধ্যমেও।
আবেদনের সময়সীমা
SSC পাশে গ্রামীণ ব্যাংক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। Grameen Bank Job Circular 2022 published on grameenbank.org. A Large NGO Job Circular and the last date of application is 7/4/2022.
আবেদনের শেষ তারিখঃ ০৭/০৪/২০২২ ইং।
প্রশিক্ষণ পদ্ধতি
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রশিক্ষণ পদ্ধতি জেনে রাখা ভালো। Grameen Bank Job Circular 2022 Training system is need to know. সাময়িক নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) | প্রশিক্ষণ গ্রহণ করবেন। এক্ষেত্রে প্রথম পর্বে মাসিক ৯,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদেরকে দ্বিতীয় পর্বে ১০,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে নিয়মিতকরণ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদেরকে গ্রামীণ ব্যাংকের বেতন কাঠামো (২০১৫) এর ১৫তম গ্রেডে ৯৭০০——২৩৪৯০ টাকার বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেয়া হবে।
তাদেরকে প্রশিক্ষণকালীন এবং তৎপরবর্তী সময়ে প্রতি কর্মদিবসে ২০০/- টাকা করে পাঞ্চ ভাতা প্রদান করা হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকুরি থেকে অব্যাহতি দেয়া হবে।
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আবেদন করবেন। Grameen Bank Job Circular 2022 বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন

আরও দেখতে পারেন-
সাপ্তাহিক চাকরির পত্রিকা চাকরির ডাক
গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১৮৪ পদে এসকেএস ফাউন্ডেশন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
আকিজ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022