ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২ অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। IBN Sina Trust Scholarship 2022 has been published on official website www.ibnsinatrust.com. স্নাতক পর্যায়ে ২০২০-২১ সেশন এ অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র ছাত্রীরা উক্ত স্কলারশীপে আবেদন করতে পারবেন। আগ্রহী ছাত্র এবং ছাত্রীরা সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি আগামী ১৩-০৪-২০২২ইং তারিখ এর মধ্যে পাঠাতে পারবেন।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তি গুলো-
- সকল জেলা পরিষদ শিক্ষাবত্তি ২০২২ একসাথে সবগুলো
- মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- নওগাঁ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- নাটোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
এক নজরে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২২
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। IBN Sina Trust Scholarship summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): ইবনে সিনা ট্রাস্ট– IBN Sina Trust
- বৃত্তির ধরণ (Type of Scholarship): এককালীন।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এসএসসি ও এইচএসসি পাশ এবং নিয়মিত অধ্যয়নরত।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- যে জেলা থেকে আবেদন করতে পারবে (Location): সকল জেলা।
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship): উল্লেখ নেই।
- আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনে ফরম পূরণ করে জমা দিতে হবে সরাসরি/ ডাকে।
- অফিসিয়াল ওয়েবসাইট : www.ibnsinatrust.gov.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ১৪/০৪/২০২২ইং তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।
নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ একসাথে দেখুন এখানে
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি
অন্যান্য জেলা পরিষদের উপবৃত্তি:
মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
নওগাঁ জেলা পরিষদ বৃত্তি
নাটোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
হবিগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
৬৪ জেলা পরিষদ বৃত্তি
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২২
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২২ এর বিস্তারিত দেখার পরে আবেদন করতে অনুরোধ করা হলো। Ibne Sina Trust Shikkha Britti Biggopti is available here. IBN Sina Trust Scholarship Circular 2022 has been published on their official website.
শর্তাবলী:
- আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যাল/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যাল্য/মাদ্রাসা /মেডিকেল কলেজ | /মেডিকেল টেকনােলজি কোর্সে ২০২০-২১ সেশন এ অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র ছাত্রী হতে হবে।
- এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে।
আবেদন পদ্ধতি (IBN Sina Scholarship Apply)
Online Form Submit করার নিয়ম:
- ১. প্রথমে https://ibnsinatrust.com/scholarship_ins.php ওয়েবসাইটে যেতে হবে।
- এখন Apply now তে ক্লিক করুন।
- ৩. * স্টার চিহ্নিত স্থান গুলাে অবশ্যই পুরন করতে হবে।
- ৪. বৃত্তির আবেদন পত্র অপূর্ণাঙ্গ বা যথাযথ না হলে বাতিল বলে গণ্য হবে।
- ৫. বৃত্তি নবায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ১৭ ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
- ৬. Form Submit করার আগে ভালাে করে সকল প্রকার তথ্য যাচাই করে সাবমিট করতে হবে, সাবমিট করার পর কোন প্রকার এডিট করার সুযােগ নেই।
- ৭. একজন আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন না।
- ৮. ইতােমধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি নবায়নের জন্য পুনরায় আবেদন করতে হবে।
- ৯. বৃত্তি নবায়নের ক্ষেত্রে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কতৃক অধ্যয়ন সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর কপি ডাকযােগে ইবনে সিনা ট্রাস্ট এর ঠিকানায় পাঠাতে হবে৷
- ১০. নতুন আবেদনকারী ও নবায়নকারী উভয়কে Online-এর মাধ্যমে Submit করা Form প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রযােজনীয় কাগজপত্রাদি ইবনে সিনা ট্রাস্টের ঠিকানায় ডাকযােগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে।
- ১১. Online-এ আবেদন করার শেষ তারিখঃ ০৭-০৪-২০২২ইং বিকাল ৫:০০টা পর্যন্ত।
- ১২. সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি জমা দেয়ার শেষ তারিখঃ১৩-০৪-২০২২ইংবিকাল ৫:০০টা পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- ক. এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি৷
- খ. প্রথম আবেদনকারীর ও নবায়ন উভয় ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র/সেমিসটারের ফলাফলের সত্যায়িত কপি।
- গ. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ পত্র শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে৷
- ঘ. যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
- ঙ. পিতা বা অভিভাবকের আযের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হওয়া বাঞ্ছনীয়।
- চ. আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
- ছ. পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- জ. আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র।
- ঝ. আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র।
- ঞ. মুক্তিযােদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযােদ্ধা সনদের ফটোকপি।
- ট, নতুন আবেদনকারীকে খামের উপর “ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি” এবং নবায়নের ক্ষেত্রে “শিক্ষাবৃত্তি নবায়ন” লেখা বাঞ্ছনীয়।
আবেদনপত্র পাঠানোর সময়সীমা
অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ৭ এপ্রিল। তবে আগামী ১৪ এপ্রিল বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি জমা দেয়া যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সেক্রেটারী
ইবনে সিনা ট্রাস্ট
বাড়ী # ৪৮, রােড # ৯/এ
ধানমন্ডি, ঢাকা-১২০৯
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি অফিসিয়াল সার্কুলার
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেয়া হয়েছে। IBN Sina Trust Scholarship 2022 Official Circular is below: