Skip to content
Home » জাপানের সরকারি বৃত্তি | Japanese Government (MEXT) Scholarship for 2023

জাপানের সরকারি বৃত্তি | Japanese Government (MEXT) Scholarship for 2023

Japanese Government (MEXT) Scholarship for 2023

বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা দ্বারা বাংলাদেশ থেকে পরিচালিত জাপানি সরকারি (MEXT) বৃত্তি ২০২৩ সালের জন্য শিক্ষাবৃত্তি 2022 এর বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে ওয়েসাইট www.shed.gov.bd এ প্রকাশিত হয়েছে। Japanese Government (MEXT) Scholarship for 2023 has been published on the official website today. অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮/০৪/২০২২ তারিখ থেকে ১৬/০৫/২০২২ তারিখ এবং হার্ড কপি পাঠানোর শেষ সময় ১৭/০৫/২০২২ তারিখ।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তি গুলো-

এক নজরে Japanese Government (MEXT) Scholarship শিক্ষাবৃত্তি ২০২২

Japanese Government (MEXT) Scholarship for 2023- জাপানি সরকারি শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Japanese Government – MEXT Scholarship summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ– Secondary and Higher Education Division
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): শিক্ষাকালীন।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : নূন্যতম এইচএসসি/ সমমান পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • স্থান (Job Location): সকল জেলা।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): উল্লেখ নেই।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইন।
  • অফিসিয়াল ওয়েবসাইট : www.shed.gov.bd
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ২৮/০৪/২০২২ তারিখ থেকে ১৬/০৫/২০২২ তারিখ এবং হার্ড কপি পাঠানোর শেষ সময় ১৭/০৫/২০২২ তারিখ।

নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২২
সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ একসাথে দেখুন এখানে
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি


জাপানের শিক্ষাবৃত্তি ২০২২

Japanese Government (MEXT) Scholarship for 2023 – জাপানি সরকারি শিক্ষাবৃত্তি বিস্তারিত তথ্য দেখা যাক।
জাপান সরকারের MEXT (Ministry of Education, Culture, Sports, Science and Technology) Scholarship 2022-93 1311 Research (Master’s & Ph.D.), Undergraduate, College of Technology 47. Specialized Training College cattaitcar অধ্যয়নের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, Research (Master’s & Ph.D.) পর্যায়ে ৪০ জন, Undergraduate পর্যায়ে ২৫ জন, College of Technology পর্যায়ে ১৫ জন এবং Specialized Training College পর্যায়ে ০৫ জন-কে প্রাথমিকভাবে বাছাই করা হবে। যাঁরা পরবর্তীতে জাপান দূতাবাস কর্তৃক অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখযােগ্য শর্তাবলি

Research (Master’s & Ph.D.) Programme:
Age: Must have been born on or after April 2, 1988;
Academic Background: (স্নাতক/মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে);

Undergraduate Programme:
Age: Must have been born on or after April 2, 1998 (উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে);

College of Technology Programme:
Age: Must have been born between on or after April 2, 1998 (5$ 412 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে);

Specialized Training College Programme:
Age: Must have been born between on or after April 2, 1998 (tatea পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে)।

আবেদনপত্র দাখিলের নিয়মাবলি

৩.০ প্রাথমিক পর্যায় (জাপানি সরকারি শিক্ষাবৃত্তি)
৩.১। আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত অনলাইন লিংক এ আহূত তথ্যাবলি দাখিল করতে হবে।
তথ্যছক পূরণের গাইডলাইন (পৃষ্ঠা-১) দেয়া আছে। অনলাইন লিংক http://202.72.235.210/scholarship/mext/
৩.২ শিক্ষা মন্ত্রণালয়ের Online লিংকটি ২৮ এপ্রিল ২০২২ থেকে ১৬ মে ২০২২ বিকাল ০৫ টা পর্যন্ত খােলা থাকবে।
৩.৩ আবেদনকারীকে উক্ত অনলাইন লিংকে তথ্য (পৃষ্ঠা ০২) দাখিল করার পর উক্ত পূরণকৃত ফর্ম, সার্টিফিকেট। মার্কশিট, পাসপাের্ট ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পুলিশ ক্লিয়ারান্স সনদ,

জেলা পরিষদ, হবিগঞ্জ শিক্ষাবৃত্তি | Hobigonj Zila Parishad ‍Shikkha Britti Biggopti is available here. District Council Scholarship Circular 2022 has been published on their official website.

IELTS/TOEFL এর সার্টিফিকেটের কপি এবং সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট এর সত্যায়িত ফটোকপি শিক্ষা মন্ত্রণালয়ে নিমােক্ত ঠিকানায় জমা দিতে হবে:

ঠিকানা: বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর ২নং গেইট-সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে রক্ষিত নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। উল্লেখ্য, উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেয়া হলে তা বিবেচিত হবে না।
সময়: হার্ডকপি আবেদনপত্র দাখিলের সময়সীমা ২৯ এপ্রিল ২০২২ থেকে ১৭ মে ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত।

৩.৪ খামের উপর অবশ্যই প্রাপক, প্রেরক, ID/ Tracking No. ও প্রােগ্রামের নাম উল্লেখ করতে হবে। প্রাপক : উপসচিব (বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, কক্ষ নং : ১৭০৬, ভবন নং : ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩.৫ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে English Language Proficiency অথবা Japanese Language Proficiency- এর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।
৩.৬ প্রার্থীদের প্রাথমিক বাছাই চূড়ান্তকরণের ক্ষমতা এ কমিটি সংরক্ষণ করে।
৩.৭ বিশেষভাবে উল্লেখ্য, কোনাে প্রার্থী একাধিক প্রােগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডারগ্রাজুয়েট। মাস্টার্স/ ডক্টরাল যে কোনাে একটি প্রােগ্রামের জন্য আবেদন করা যাবে। এ ছাড়া, পূরণকৃত তথ্যছক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযােজ্য সাটিফিকেট/মার্কশিট ও অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ডকপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনাে আবেদন বিবেচনা করা হবে না।

৪.০ দ্বিতীয় পর্যায় (জাপানি সরকারি শিক্ষাবৃত্তি)
৪.১ প্রাথমিক পর্যায়ে আবেদন প্রাপ্তির পর যাচাই করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী
মনােনয়ন করা হবে।
৪.২ প্রাথমিকভাবে মনােনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪.৩ প্রাথমিক মনােনয়নের পরে মনােনীত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে চুড়ান্ত মনােনয়ন প্রদান করা হবে।
৪.৪ জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত মনােনয়নের পর MEXT এর নির্ধারিত ফরমে আবেদন করার নির্দেশনা দেয়া হবে।

  • ** আবেদন করার সময় পুলিশ ক্লিয়ার্যান্স সনদ জমা দেওয়া সম্ভব না হলে উক্ত সনদের জন্য করা আবেদনের অনুলিপি জমা দিতে হবে এবং জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময় অন্যান্য সকল সনদের মূল কপির সঙ্গে পুলিশ ক্লিয়ারান্স এর মূল কপি উপস্থাপন করতে হবে।
  • ** উল্লেখ্য, বাছাইকৃত আবেদনকারীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মূলত ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয়ে থাকে।

নমুন অনলাইন আবেদন ফরম

জাপানি সরকারি শিক্ষাবৃত্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন থেকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য http://202.72.235.210/scholarship/mext/ এই লিংকে ক্লিক করলে নিচের ফরমটি আসবে। ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে।

Application form of Japanese Government (MEXT) Scholarship for 2023
Online Application form of Japanese Government (MEXT) Scholarship for 2023

আবেদনপত্র পাঠানোর সময়সীমা

জাপানি সরকারি শিক্ষাবৃত্তি তে অনলাইনে আবেদনের সময়সীমা ২৮/০৪/২০২২ তারিখ থেকে ১৬/০৫/২০২২ তারিখ এবং হার্ড কপি পাঠানোর শেষ সময় ১৭/০৫/২০২২ তারিখ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

৩.৪ খামের উপর অবশ্যই প্রাপক, প্রেরক, ID/ Tracking No. ও প্রােগ্রামের নাম উল্লেখ করতে হবে। প্রাপক : উপসচিব (বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, কক্ষ নং : ১৭০৬, ভবন নং : ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

Japanese Government (MEXT) Scholarship শিক্ষাবৃত্তি অফিসিয়াল সার্কুলার

Japanese Government (MEXT) Scholarship শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেয়া হয়েছে। Zila Parishad Habiganj Scholarship 2022 Official Circular is below:

Japanese Government (MEXT) Scholarship for 2023

Japanese Government (MEXT) Scholarship for 2023 circular
Japanese Government (MEXT) Scholarship for 2023 circular
2nd page of scholarship circular of Japanese scholarship
2nd page of scholarship circular of Japanese scholarship
online apply instruction
online apply instruction
primary information to fill up for scholarship
primary information to fill up for scholarship

আবেদন ফরম

আবেদন ফরম পেতে নিচেরন “Online Apply” বাটনে ক্লিক করুন।

উপবৃত্তির সার্কুলার ডাউনলোড

অফিসিয়াল সার্কুলার ডাউনলোড করতে নিচের “Download Circular PDF” বাটনে ক্লিক করুন।

নিয়োগ প্রক্রিয়া

Master’s and Ph.D. পর্যায়ে ৪০ জন, Undergraduate পর্যায়ে ২৫ জন, College of Technology পর্যায়ে ১৫জন এবং Specialized Traning College পর্যায়ে ০৫ জনকে প্রাথমিক পর্যায়ের বাছাই করা হবে।
পরবর্তীতে জাপান দূতাবাস কর্তৃক অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষঅয় অংশগ্রহণ করতে হবে।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *