লিবিয়ায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অসিয়ালভাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Jobs in Libya Job Circular 2022 PDF has been published on the daily bangladesh protidin newspaper. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭ টি পদের অধীনে মোট ৮০ জন লোক নিয়োগ করা হবে। পুরুষ আগামী ১৬ জুন ২০২২ তারিখ পর্যন্ত সরাসরি/ডাকযোগে/ ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন লিবিয়ায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
- চলমান সকল এনজিও চাকরির খবর
- সমস্ত চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা সময়সূচি দেখুন
একনজরে লিবিয়ায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি – Summary of Jobs in Libya
লিবিয়ায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। Jobs in Libya Job Circular 2022 Summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): মেসার্স Judi Food Industries
- পদের নাম: ১৭টি পদ, নামগুলো নিচে দেয়া আছে।
- চাকরির ধরণ (Type of Job): কোম্পানী চাকরি
- চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
- শূন্যপদ (Vacancy): ৮০ জন।
- বেতন (Salary): সর্বোচ্চ ১,৩৭,০০০/- টাকা।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
- বয়সসীমা (Age limitation): উল্লেখ নেই।
- যোগ্যতা (Qualification) : ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই হবে।
- লিঙ্গ (Gender): পুরুষ আবেদন করতে পারবে (Men)
- জেলা (Job Location): সকল জেলা।
- আবেদনের ফি (Application Fee) : আবেদন করতে কোন চার্জ লাগবেনা।
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি/ডাকযোগে/ইমেইলে।
- অফিসিয়াল ওয়েবসাই (Official Website): নেই।
- আবেদনের সময়সীমা (Application Deadline): ২৩/০৫/২০২২ইং থেকে ১৬/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।
সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে-
আরও দেখুন-
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
৬৪০ পদে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি – Chittagong City Corporation Govt Job
লিবিয়ার একটি খাদ্য প্রক্রিয়াজাতকরন প্রতিষ্ঠান মেসার্স Judi Food Industries কোম্পানীতে নিম্নবর্ণিত পদসমূহে ও পার্শ্বে বর্ণিত বেতনে ৮০ জন দক্ষ পেশাদার কর্মী নিয়ােগের উদ্দেশ্যে জরুরী ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহী যােগ্য প্রার্থীরা আগামী ২৩/০৫/২০২২ইং থেকে ১৬/০৬/২০১২ইং তারিখের মধ্যে নিম্নে বর্ণিত ঠিকানায় সরাসরি/কুরিয়ার সার্ভিস ই-মেইলের মাধ্যমে পদের নাম, মােবাইল নম্বার ও কাজের অভিজ্ঞতার বর্ননা সহ জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র প্রেরণ/দাখিল করার জন্য আহ্বান করা যাচ্ছে। সিভি প্রেরণের অগ্রাধিকার ভিত্তিতে সিলেকশন করা হবে। ডেলিগেট কর্তৃক সাক্ষাতকারের তারিখ পরবর্তিতে জানানাে হবে।

শর্ত ও সুবিধাদি
১. কর্মীকে খাদ্য প্রক্রিয়াজাতকরন ফ্যাক্টরীতে সংশ্লিষ্ট কাজে দক্ষতাসম্পন্ন হতে হবে। SIG Combibloic অভিজ্ঞ সম্পন্ন কর্মীকে সর্বোচ্চ অগ্রাধীকার দেওয়া হবে। ২. ইন্টারভিউর সময় যােগ্য প্রার্থীর উপযুক্ত বেতন নির্ধারণ করা হবে। ৩. চাকুরীর প্রাথমিক মেয়াদ ২ বছর। (নবায়নযােগ্য)। ৪. প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬দিন কর্মদিবস, ওভারটাইম ১ ঘন্টা =১.৫ ঘন্টা এবং বন্ধের দিন দ্বিগুণ। ৫. উপযুক্ত বাসস্থান ও চিকিৎসা ব্যবস্থা ফ্রি। আহার নিজ, (শুধুমাত্র কর্মরত অবস্থায় খাবার ফ্রি)। ৬. সকল প্রকার লােকাল টেক্স, ইমিগ্রেশন ও মেডিকেল ফি, কোম্পানী বহন করিবে। ৭. বেতন $ ডলারে পরিশােধ করা হবে এবং শতভাগ বেতন দেশে স্বল্প খরচে পাঠানাে যাবে। ৮, দুই বছর পর কমরি চুক্তি নবায়ন হলে দুই (০২) মাসের বেতন সহ ও দেশে আসা যাওয়ার বিমান খরচ নিয়ােগকর্তা বহন করিবে। অন্যথায় কর্মীর চুক্তি নবায়ন না হলে শুধুমাত্র দেশে ফেরার বিমান খরচ কোম্পানী বহন করিবে। ৯, বাংলাদেশ থেকে লিবিয়া যাওয়ার বিমানের খরচ কোম্পানী বহন করিবে। ১০. শিক্ষানবিশকাল ৯০ দিন। ১১. যদি কর্মী মৃত্যুবরণ করে কোম্পানী নিজ খরচে মরদেহ দেশে প্রেরণ করিবে। ১২, চুক্তিপত্র নবায়নের সময় কর্মীর দক্ষতার উপর বেতন বৃদ্ধি করা হবে। ১৩. ইস্যুরেন্স ও অন্যান্য শর্তাবলী লিবিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযােজ্য হবে। অভিবাসন ব্যয় টাকা ৮৫,০০০/- (পঁচাশি হাজার টাকা মাত্র)। চূড়ান্তভাবে কর্মী নির্বাচনের পূর্বে অভিবাসন ব্যয় বাবদ কোন অর্থ গ্রহণ করা হবে না। অত্র বিজ্ঞপ্তি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং৪৯.০০.০০০০.০৪৩.১১.০১২.১৭-১৪৩, তারিখ ঃ ০৮-০৫-২০২২ইং অনুমতিক্রমে প্রকাশ করা হলাে।
যােগাযােগের ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক।
আজর বেঙ্গল লিঃ আর.এল- ৯২৮। অরচার্ড ফারুক টাওয়ার, লিফট এর-৮, ৭২ নয়া পল্টন, (নয়া পল্টন জামে মসজিদের পাশে), ঢাকা-১০০০।
ফোন: ০২-২২২২২৭৭৩৯, মােবাইল ঃ ০১৭১৬-৩৪০০৭২, ০১৭১০-৪১৬২৭৯, ০১৬৭১-৭৭২৭৩৮।
E-mail: [email protected]
- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
Compane job salary 1500 -1600 denier menemam
kon desh e?