Skip to content
Home » কাজী ফার্মস এ নতুন বিশাল নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022

কাজী ফার্মস এ নতুন বিশাল নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022

কাজী ফার্মস এ নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022

কাজী ফার্মস এ বিশাল আরও ১টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে। Kazi Farms Job Circular 2022 has been published officially on daily newspaper (Bangladesh Protidin and Azadi). ০৯টি ক্যাটাগরীর অসংখ্যা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ লোক নিয়োগ করা হবে। ৮ম শ্রেণি, এসএসসি এবং এইচ এসসি সকল ধরণের প্রার্থীরাই আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থী নারী-পুরুষ উভয়েই আগামী ০৬/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত যোগযোগে বা ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

আমাদের ওয়েবসাইটে (ইনবিডিজব.কম) প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

একনজরে কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (At a Glance Kazifarms Job Circular)

Kazi Famrs Job Circular 2022 এর সার-সংক্ষেপ দেখা যাক।

  • কোম্পানির নাম (Name of the Organization): কাজী ফার্মস (Kazi Farms)
  • পদের নাম (Post Name) : নামগুলো নিচের বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল (০৯টি ক্যাটাগরীতে অসংখ্যা পদ)।
  • চাকরির ধরণ (Type of Job): কোম্পানী চাকরি /Private Job Circular
  • শূন্যপদ / Vacancy: ০৯টি ক্যাটাগরীতে অসংখ্যা পদ।
  • বেতন (Salary) :আকর্ষণীয় বেতন।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ৮ম থেকে এইচএসসি (see circular for more)
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: সরাসরি/ ডাকযোগে/ ইমেইল (Direct/ by post/Email);
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ২৬/০৫/২০২২ তারিখ থেকে ০৬/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত।

কাজী ফার্মস নিয়ােগ ২০২২ বিস্তারিত (Kazi Farms Job Circular 2022)

কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠান যা পােস্ট্রি, হ্যাচারী, ফিডমিল, আইসক্রীম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহের জন্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

নিম্নে ২টি সার্কুলারের বিস্তারিত তুলে ধরা হলো-

পদ সম্পর্কিত সকল তথ্য

Kazi Farms NGO job circular 2022 Vacancies and more details about designation. কাজী ফার্মস এনজিও চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

এ্যাসিসট্যান্ট অপারেটর, সুপারভাইজার সহ সিকিউরিটি গার্ড পর্যন্ত বিভিন্ন শূন্যপদের উল্লেখ রয়েছে, অনুগ্রহ করে নিচের বিজ্ঞপ্তি থেকে দেখে তার পরে আবেদন করবেন।

কাজী ফার্মস চাকরির বিজ্ঞানে আবেদন ও অন্যান্য তথ্য(Qualification of Kazi Farms Job)

কাজি ফার্মস চাকরির নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে অন্যতম হলো শিক্ষা, অভিজ্ঞতা (ক্ষেত্রে বিশেষে), নাগরিকত্ব, বয়সসীমা ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা: কাজী ফার্মস চাকরির নিয়োগে আবেদনের পূর্বে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে টেকেন কিনা সেটা দেখে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা উপরে প্রত্যেক পদের পাশে এবং নিচে অফিসিয়াল বিজ্ঞাপন থেকে দেখে নিতে পারেন।

বয়স (সার্কুলার-১) : ১৮-৩৫ বছর।

কাজী ফার্মস আবেদনের পদ্ধতি (How to Apply Kazi Farms Job Circular 2022)

বাংলাদেশের অন্যমত সর্ববৃহৎ কৃষি ফার্মে আবেদনের নিয়মাবলী নিচে দেওয়া হলো:


আগ্রহী প্রার্থীগণকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের (বাধ্যতামূলক) সত্যায়িত ফটোকপি ও সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি সহ আগামী ০৬/০৬/২০২২ ইং তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।

আবেদদপত্র পাঠানোর ঠিকানা (Address for sending application of kagi farms job)

কাজী ফার্ম এ আবেদনের জন্য ২টি পদ্ধতির যেকোন একটি ব্যবহার করতে পারেন। ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে। নিচে থেকে তথ্যগুলো দেখে নিন:

  • রংপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, বাড়ি নং-২৯, ডানকান ভবন, সিও বাজার, রংপুর-৫৪০১।
  • দিনাজপুর সিবিএফ ব্রাঞ্চ, কাজী ফার্মস, পুর্ব সাদিপুর(পদক্ষেপ অফিসের পাশে), দশমাইল, ৫নং সুন্দরপুর, কাহারােল, দিনাজপুর।
  • বগুড়া সেলস অফিস, কাজী ফার্মস, আজিজ প্যালেস-২(২য় তলা), প্রধান সড়ক, উপশহর, নিশিন্দারা, বগুড়া।
  • কুড়িগ্রাম সিবিএফ ব্রাঞ্চ কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, পলাশবাড়ী উপজেলা চত্বরের পেছনে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
  • নাটোর সিবিএফ ব্রাঞ্চ: কন্ট্রাক্ট ব্রয়লার ফামিং, মদিনা পেট্রোল পাম্পের উত্তর পাশে, বনপাড়া, বড়াইপাড়া, নাটোর।
  • সিলেট আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, আব্দুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রােড, জগন্নাথপুর, সদর, মৌলভীবাজার।
  • শ্রীমঙ্গল হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-৫৫), ভূনবীর, থানা : শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
  • গাজীপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, ফরিদপুর(নয়নপুর বাজার), মাওনা, শ্রীপুর, গাজীপুর।
  • ময়মনসিংহ সেলস অফিস: কাজী ফার্মস চিকস এন্ড ফিড সেলস সেন্টার, ৪০, আমিরাবাদ আবাসিক এলাকা,মাসকান্দা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
  • নালিতাবাড়ি সেলস অফিস: গ্রাম: দক্ষিণ রাণীগাঁও, ডাকঘর+থানা: নালিতাবাড়ি, জেলা: শেরপুর।
  • জামালপুর সেলস অফিস: কাজী ফার্মস চিকস এন্ড ফিড সেলস সেন্টার,(ড্রিম হাউজ) পূর্ব ফুলবাড়িয়া, শাহাপুর, | জামালপুর সদর, জামালপুর।
  • ফরিদপুর চিকস এন্ড ফিড সেলস সেন্টার, খন্দকার মঞ্জিল, বাড়ি নং – ৯/ক, পশ্চিম খাবাসপুর, বরিশাল রােড,
    ফরিদপুর সদর, ফরিদপুর-৭৮০০। * বাটিকামারী হ্যাচারী, কাজী ফার্মস, বাটিকামারী, নারায়ণপুর, চৌগাছা, যশাের।
  • বরিশাল হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-২০), পশ্চিম নারায়নপুর, ভারুকাঠী, উজিরপুর, বরিশাল।
  • শিবপুর হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-১৫), শ্রীফুলিয়া, নৌকাঘাটা, শিবপুর, নরশিংদী।
  • গজারিয়া ফিড মিল: কাজী গ্র্যান্ড প্যারেন্টস লিমিটেড, (গজারিয়া ফিড মিল), চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।
  • কাজী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-ফ্যাক্টরী, আশুলিয়া, সরকার মার্কেট (নারী ও শিশু হাসপাতালের পাশে) বেরন, সাভার, ঢাকা।
  • চট্টগ্রাম হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-০৪), আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।
  • কুমিলা হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-৩৬), বড় ধর্মপুর, লালমাই, সদর দক্ষিণ, কুমিলা।
  • খুলনা সেলস অফিস, ঠিকরাবাদ (পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে), খুলনা-সাতক্ষীরা হাইওয়ে, লবণচড়া, খুলনা।
  • ই-মেইল: [email protected]
কাজী ফার্মস এ বেতন ও অন্যান্য সুবিধাদি (Salary and Opportunities of Kaji Farms Job Circular)

কাজী ফার্মস সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি। এটি বাংলাদেশের অন্যত সর্ববৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান। কাজী ফার্মস এর বেতন সম্পর্কে উক্ত বিজ্ঞাপনে কিছুই উল্লেখ নেই। বেতন এবং অন্যন্য সুযোগ-সুবিধাদি সম্পর্কে কিছু উল্লেখ নেই।

কাজী ফার্মস এর বেতন আলােচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়াও অন্যান্য সুবিধাদি কোম্পানীর নিয়ম মােতাবেক প্রদান করা হবে।

কাজী ফার্মস চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – Kazi Farms NGO Job Circular 2022 All Images

কাজী ফার্মস এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Kazi Farms NGO Job Circular 2022 Official Circular PDF Download link is below:

OFFICIAL JOB CIRCULAR

বি.দ্র:

  • লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টি.এ/ডিএ প্রদান করা হবে না।
  • স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের আবেদন করার প্রয়ােজন নেই।
  • প্রার্থীদের নিজ জেলার নিকটবর্তী কার্যালয়ে আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
  • ডাকযােগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইল এ আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইন এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো

কাজী ফার্মস এ নতুন ২টি বিশাল নিয়োগ ২০২২  Kazi Farms Job Circular 2022
কাজী ফার্মস এ নতুন ২টি বিশাল নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022

২য় নতুন সার্কুলার

কাজী ফার্মস এ বিশাল নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022
কাজী ফার্মস এ বিশাল নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদসমূহ:

১ম সার্কুলার

১. পদের নাম: সহকারী সুপারভাইজার (ফার্মষ ও হ্যাচারী);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: এইচএস.সি পাশ সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা অথবা এস.এস.সি পাশ সহ ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকত হবে;
অভিজ্ঞতা: অগ্রাধিকার পাবে।

২. পদের নাম: শেড ওয়ার্কার (ফার্মস);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

৩. পদের নাম: শেড ওয়ার্কার (লোয়ার ফার্মস ও হ্যাচরী);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি/এস.এস.সি;
অভিজ্ঞতা: পযোজ্য নয়।

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী;
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা:অগ্রাধিকার পাবে।

৫. পদের নাম: কুক (বাবুর্চি);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: পিএসসি/৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা: বিস্তারিত বিজ্ঞানে দেখুন।

৬. পদের নাম: লন্ড্রী ম্যান/ ওয়াশ ম্যান;
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা: অগ্রাধিকার পাবে।

৭. পদের নাম: ট্রাক্টর ড্রাইভার/পে-লোডার অপারেটর;
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি, ড্রাইভিং লাইসেন্স;
অভিজ্ঞতা: ২বছর।

৮. পদের নাম: হেলপার (কুক, ট্রাক্টর, পে-লোডার);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান/ টেকনিশিয়ান/ জেনারেটর অপারেটর;
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: এস.এস.সি ও ৬ মাস মেয়াদী অথবা, ৮ম শ্রেণী পাশ ও ২ বরে মেয়াদী কোর্স;
অভিজ্ঞতা: ৫ বছর।

১০. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ার
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: এস.এস.সি ও ৬ মাস মেয়াদী অথবা, ৮ম শ্রেণী পাশ ও ২ বরে মেয়াদী কোর্স;
অভিজ্ঞতা: অগ্রাধিকার পাবে।

১১. পদের নাম: সহকারী মেশিন অপাটের (হ্যাচারী)
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: HSC;
অভিজ্ঞতা: অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

১২. পদের নাম: টেকনিশিয়ার (RAC)
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা: ৩ বছর।

১৩. পদের নাম: টেকনিশিয়ার (ফিশ হ্যাচারী);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি;
অভিজ্ঞতা: ২ বছর।

১৪. পদের নাম: সুপারভাইজার (ফিশ হ্যাচারী);
পদের সংখ্যা উল্লেখ নেই;
যোগ্যতা: এসএসসি/ এইচএসসি পাশ;
অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা।

২য় সার্কুলার

১. পদের নাম: সহকারী সুপারভাইজার (ফার্ম ও হ্যাচারী)।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: এইচ.এস.সি ও কম্পিউটার/ এস.এস.সি ও ৩ বছরের অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

২. পদের নাম: শেড ওয়ার্কার (ফার্ম)।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি পাশ।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

৩. পদের নাম: শেড ওয়ার্কার (লেয়ার ফার্ম ও হ্যারী)।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি/এস.এস.সি পাশ।
অভিজ্ঞতা: অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি পাশ।
অভিজ্ঞতা: অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

৫. পদের নাম: কুক (বাবুর্চী)।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: পিএসসি/৮ম শ্রেণি/ জেএসসি পাশ।
অভিজ্ঞতা: ২বছর।

৬. পদের নাম: ইলেকপ্রিশিয়ান/ টেকশিয়ান।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: এসএসসি ও ৬ মাস মেয়াদী কোস অথবা, ৮ম শ্রেণি সাথে ২ বছর মেয়াদী কোর্স।
অভিজ্ঞতা: ৫ বছর কাজের অভিজ্ঞতা থালে শিক্ষাগত যোগ্যতা শিলিথযোগ।

৭. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ান/ জেনারেটর অপারেটর।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি পাশ।
অভিজ্ঞতা: অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

৮. পদের নাম: লন্ড্রী ম্যান।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি পাশ।
অভিজ্ঞতা: অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

৯. পদের নাম: হেলপার (কুক, ট্রাক্টর, পে-লোডার)।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি পাশ।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

১০. পদের নাম: ট্রাক্টর ড্রাইভার।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: ৮ম শ্রেণি/ জেএসসি পাশ ও ড্রাইভিং লাইসেন্স।
অভিজ্ঞতা: ২ বছরের অভিজ্ঞতা।

১১. পদের নাম: সহকারী মেশিন অপারেটর (হ্যাটারী)।
পদের সংখ্যা উল্লেখ নেই।
যোগ্যতা: এইচএসসি পাশ।
অভিজ্ঞতা:অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

২য় নতুন সার্কুলারে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও ইমেইল:

  • চট্টগ্রাম হ্যাচারী: হাজী ফার্মস লিমিটডে (ইউনিট-০৪), আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।
  • ই-মেইল: [email protected]

১ম সার্কুলারে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও ইমেইল:

4 thoughts on “কাজী ফার্মস এ নতুন বিশাল নিয়োগ ২০২২ | Kazi Farms Job Circular 2022”

  1. আমি উল্লেখিত ৮ পদে চাকরি করার জন্য আগ্রহী আমার মোবাইল নাম্বার ………..

    1. এটা পাবলিক প্লেস ভাইজান, তাই মোবাইল নাম্বার বা অন্য কোন ব্যক্তিগত কোন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
      আর উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রদান করার কোন অধিকারই আমার নেই।
      যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আবেদন করবেন, পরীক্ষায় কৃতকার্য হলে আপনার চাকরি হবে।
      বি.দ্র: এই চাকরি ব্যতিত আরও বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখে আবেদন করতে পারেন, তবে যোগ্যতা আর আবেদনের শেষ সময় দেখে নিবেন।
      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *