Skip to content
Home » মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি | NU Masters Private Admission 2022

মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি | NU Masters Private Admission 2022

Masters Private Admission 2022

২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি! সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় ০৬ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

Summary of Masters NU Private Admission 2022

Name of University: National University
Course Name: Masters (Private) Course
Session: 2020-21
Application Fee: 500/-
Registration Fee: 800/-
Official Website: www.nu.ac.bd
Application Process: Online; website: www.nu.ac.bd/admissions
Online Application Last Date: 06/03/2022

মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০/- (আটশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তকৃ নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ০৭ মার্চ ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
উল্লেখ্য যে, স্মারক নং- ১৬(৭৫১)জাতী:বি:/রেজি:/অ্যাকা:/মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশন/২০২০/৪৭৬৫, তারিখ: ১০/০২/২০২২ এ প্রকাশিত রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময়সূচি ও করণীয়

মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি

মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে। গত ২৭/০২/২০২২ইং তারিখে অনলঅইন আবেদন কার্যক্রমে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু শিক্ষার্থী তাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় সময়সীমা বর্ধিত করেছে।

How to Apply National University Masters Private Course 2021

  1. Go to www.nu.ac.bd/admissions;
  2. Click on “Master’s/MAS/Ad. MBA/M.Phil/Ph.D/PGD in LIS” from top right corner;
  3. Now Click on “Apply Now (Masters Private);
  4. Now Select Honours or Masters (see below image);

5. Now input roll and registration number and click on next;

6. Now just simply fill out hole form, submit ongikarnama upload photo then submit.

7. At last you have to download the form and print.

অঙ্গীকারনামা ডাউনলোড করুন

See the official circular of National university Masters Private Course 2022

Masters Private Admission 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *