Skip to content
Home » ৬৬০ পদে মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি | MSS NGO Job Circular 2022

৬৬০ পদে মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি | MSS NGO Job Circular 2022

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি | MSS NGO Job Circular 2022

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ০৭ টি ক্যাটাগরীর অধীনে মোট ৬৬০ জন নিয়োগ করা হবে। Manabik Shahajya Sangstha – MSS NGO Job Circular 2022 has been published on daily Prothom alo and the official website www.mssbd.org. উক্ত এনজিওতে আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ০৫ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর ২০২২ ই তারিখ পর্যন্ত ডাকযোগে/সরাসরি/কুরিয়ারে আবেদন করতে পারবেন। চলুন এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

আমাদের ওয়েবসাইটে (ইনবিডিজব.কম) প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

একনজরে মানবিক সাহায্য সংস্থা এনজিও চাকরি বিজ্ঞপ্তি – Summary of MSS NGO Job Circular

সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো একনজরে দেখে নিন এখান থেকে। Manabik Shahajya Sangstha (MSS) Job Circular 2022 summary is below:

  • কোম্পানির নাম (Name of the Organization): মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) – Manabik Shahajya Sangstha (MSS)
  • পদের নাম (Post Name) : পদের নামগুলো (মোট ০৭টি) নিচে দেখুন।
  • চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
  • শূন্যপদ / Vacancy: ৬৬০ টি।
  • বেতন (Salary) : সর্বোচ্চ ৫৫,০০০/- টাকা।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম স্নাতক/ সমমান পাশ।
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন ফি (Application Fee): প্রযোজ্য নয়।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি (by post)।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.mssbd.org
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ০৯/০৮/২০২২ইং থেকে ০৫/০৯/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।


মানবিক সাহায্য সংস্থা এনজিও নিয়ােগ ২০২২ বিস্তারিত (MSS NGO Job Circular 2022)

মানবিক সাহায্য সংস্থ (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৫৪টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্ত ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে কর্মী নিয়োগের জন্য দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদ সম্পর্কিত সকল তথ্য

MSS NGO job circular 2022 Vacancies and more details about designation. মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এনজিও চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১। পদের নাম: জেনারেল ম্যানেজার
পদ সংখ্যা: ৫ টি
বেতন: ৪৭০০০-৫৫০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

২। পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ১০ টি
বেতন: ৩৮০০০-৪২০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

৩। পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদ সংখ্যা: ৫০ টি
বেতন: ৩০০০০-৩৬০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

৪। পদের নাম: লোন এন্ড সেভিং অফিসার
পদ সংখ্যা: ২০ টি
বেতন: ২১৪০০-২৯৩০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

৫। পদের নাম: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার
পদ সংখ্যা: ২০০ টি
বেতন: ১৯৪০০-২৫১০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

৬। পদের নাম: প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার
পদ সংখ্যা: ৩৫০ টি
বেতন: ২১৪০০-২৯৩০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

৭। পদের নাম: শাখা হিসাব রক্ষক
পদ সংখ্যা: ২৫ টি
বেতন: ১৭৩০০-২০৬০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

আবেদনের পদ্ধতি – Apply Process of MSS NGO Job Circular

প্রার্থীকে স্বহস্তে লিখে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি এবং মোবাইল নাম্বার, সহ দরখাস্ত নির্ধারিত তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদন ফি প্রদান

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কোন প্রকার ফি লাগবে না তবে জামানত প্রযোজ্য।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র আগামী ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বরাবর,
নির্বাহী পরিচালক
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)
সেল সেন্টার (চতুর্থ তলা), ২৯,
পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত কপি।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার মূল ও অনুলিপি।
  • অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • জাতীয় পরিচয়পতত্রের কপি।

অন্যান্য শর্তাবলী

  • উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মােবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। সকল পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে ।

এমআরএ সনদ নং-00165-01033-00233, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.mssbd.org ভিজিট করুন।

মানবিক সাহায্য সংস্থা চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – MSS NGO Job Circular 2022 All Images

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। MSS NGO Job Circular 2022 Official Circular PDF Download link is below:

www.mssbd.org OFFICIAL JOB CIRCULAR

MSS NGO Job Circular 2022
MSS NGO Job Circular 2022

সূত্র: দৈনিক প্রথম আলো ০৫ আগস্ট ২০২২।

সূত্র: প্রথম আলো।

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *