Skip to content
Home » বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার সার্কুলার | Bangladesh Navy Commissioned Officer Job Circular 2023

বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার সার্কুলার | Bangladesh Navy Commissioned Officer Job Circular 2023

Bangladesh Navy Commissioned Officer Job Circular 2022

সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার ২০২৩-বি ডিইও ব্যাচ ”ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রক্যাল শাখা, সাপ্লাই শাখা, শিক্ষা শাখা এবং শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)” পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। Bangladesh Navy Commissioned Officer Job Circular 2023 has been published on the official website www.joinnavy.navy.mil.bd. পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন- inbdjob.com

এক নজরে নৌবাহিনী সার্কুলার (Job Summary of Bangladesh Navy Job Circular 2023)

সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩এ ডিইও ব্যাচে যোগ দিন।

বাহিনী (Force)Bangladesh Navy (বাংলাদেশ নৌবাহিনী)
চাকরির ধরণ (Type of Job)Defence Job
শূন্যপদ (Vacancy)উল্লেখ নেই (Not Specified)।
ক্যাটাগরী (Category)Govt Job
ব্যাচ (Batch)২০২৩বি ডিইও (2023B)
চাকরির প্রকৃতি (Job Nature)ফুল টাইম চাকরি।
Age limitation অনূর্ধ্ব ২৮ বছর (১-৭-২০২৩ তারিখে)।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)SSC & HSC (বিস্তারিত সার্কুলার থেকে দেখার অনুরোধ রইল)
লিঙ্গ (Gender)নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির স্থান (Location)যেকোন জায়গায়।
আবেদন ফি (Application Fee)৭০০/- টাকা।
আবেদনের পদ্ধতি (Apply Process)অনলাইন থেকে আবেদন করতে হবে- website: https://joinnavy.navy.mil.bd/
আবেদনের শেষ তারিখ (Last Date of Application)১০ জানুয়ারি ২০২৩ইং তারিখ।

বিস্তারিত নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (Navy Job Circular Details)

বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখা যাক। Bangladesh Navy Commissioned Officer Job details Circular 2022 is below:

১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা – পুরুষ।

  • ক। বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
  • খ। শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
  • গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
  • ঘ। নিয়ােগ: চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদী/স্থায়ী কমিশন প্রদান করা হবে।

২। সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা।

  • ক। বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
  • খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম): সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
  • গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
  • ঘ। নিয়ােগ: চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী নিয়ােগ প্রদান করা হবে।

৩। শিক্ষা শাখা – পুরুষ ও মহিলা।

  • ক। বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়) (ব্যারিষ্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য।)
  • খ। শিক্ষাগত যােগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
    • (ক) পদার্থ (খ) রসায়ন (গ) মনােবিজ্ঞান (ঘ) আইন
  • গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
  • ঘ। নিয়ােগ:: চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী নিয়ােগ প্রদান করা হবে।
  • ঙ। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভােকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

৪। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।

  • ক। বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
  • খ। শিক্ষাগত যােগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
    • (ক) সিভিল ইঞ্জিনিয়ারিং (খ) আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং (গ) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
  • ঘ। নিয়ােগ: চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব | লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী নিয়ােগ প্রদান করা হবে।

অন্যান্য যোগ্যতা (সকল শাখার জন্য)

  • শারীরিক মান (ন্যূনতম): পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই নিম্নোক্ত শারীরিক যোগ্যতা থাকা বঞ্চনীয়।
  • (ক) উচ্চতা:
    • পুরুষ: ৫ ফুট ৪ ইঞ্চি।
    • মহিলা: ৫ ফুট ২ ইঞ্চি।

  • (খ) ওজন:
    • পুরুষ: ৫০ কেজি।
    • মহিলা: ৪৭ কেজি।

  • (গ) বুকের মাপ:
    • পুরুষ: স্বাভাবিক- ৩০ ইঞ্চি, সম্প্রসারিত- ৩২ ইঞ্চি।
    • মহিলা: স্বাভাবিক- ২৮ ইঞ্চি, সম্প্রসারিত- ৩০ ইঞ্চি।

  • জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশি নাগরিক।

আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাজগপত্রাদি

বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার সার্কুলার ২০২৩ এ আবেদনপত্র সাথে আরও কিছু সদনপত্রও সংযুক্ত করতে হবে। | Bangladesh Navy Commissioned Officer Job Circular 2022 required documents are below:

  • (ক) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১ (এক) কপি সত্যায়িত রঙিন ছবি।
  • (খ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও মার্কশীট এর সত্যায়িত ফটোকপি।
  • (গ) স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • (ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মর্কার নিকট হতে চারিত্রিক সনদপত্র।

কিভাবে আবেদন করব? (How to Apply)

  • প্রথমে https://joinnavy.navy.mil.bd/ এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এখন প্রদর্শিত পদ বা পদসমূহের মধ্যে আপনার কাঙ্খিত পদের নিচে ’Apply Now’ এ ক্লিক করুন।
  • স্ক্রিনে প্রদর্শিত ফরমটি পূরণ করে Submit এ ক্লিক করুন।
  • এর পরে আবেদন ফরমটি পুরণ এবং ৭০০/- টাকা চার্জ পরিশোধ করতে হবে।
  • প্রাথমিক আবেদন শেষ হলেই প্রার্থী আবেদন ফরমটি এবং একটি কল-আপ লেটার পাবেন, উক্ত ফরম এবং কল-আপ লেটার পরবর্তীতে সাক্ষাৎকারে উপস্থাপন করতে হবে।

অফিসিয়াল সার্কুলার- Official Circular of NAVY

বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল সার্কুলার পিডিএফ সহ ডাউনলো করুন। Bangladesh Navy Commissioned Officer Job Circular 2022 Official Circular is below:

নিচে থেকে অফিসিয়াল সার্কুলারটি ডাউনলোডসহ আবেদনের লিংকও পাবেন।

Bangladesh Navy Commissioned Officer Job Circular 2023
Bangladesh Navy Commissioned Officer Job Circular 2023

সূত্র: www.joinnavy.navy.mil.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *