Skip to content
Home » ১৫,১৬৩ পদে শিক্ষক নিবন্ধন | NTRCA Job Circular 2022 | বিশেষ গণবিজ্ঞপ্তি – ২০২২

১৫,১৬৩ পদে শিক্ষক নিবন্ধন | NTRCA Job Circular 2022 | বিশেষ গণবিজ্ঞপ্তি – ২০২২

NTRCA Job Circular 2022

NTRCA Job Circular 2022 PDF (15,163 Vacancies)

Non-Government Teachers’ Registration and Certification Authority new job circular in 2022. NTRCA job circular 2022 has been published on the official website www.ntrca.gov.bd and www.ngi.teletalk.com.bd. A total of 15,163 qualified people will be appointed by NTRCA. You can apply online from 08 February to 22 February 2022. Let’s check more information about NTRCA Job circular or Shikkhok Nibondhon circular 2022.

Non-Government Teachers’ Registration and Certification Authority (NTRCA) / বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)


মাত্র প্রকাশিত!
শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২২
শেষ তারিখ: 31 মার্চ ২০২২ইং রাত ১২.০০ টা পর্যন্ত।
দেখুন বিস্তারিত: NTRCA Job Circular 2022
শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বিশেষ গণবিজ্ঞপ্তি – ২০২২ দেখুন সম্পূর্ণ বাংলায় এখানে

সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) সমূহের প্রবেশ পর্যায়ে এনটিআরসিএ-এর ৩য় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নিম্নেবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন (e Application) আহবান করা হচ্ছে :

NTRCA Job Vacancies in Details

১। শূন্য পদের বিবরণ :
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ: স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা |
পদের ধরণ: এমপিও- ১২৮০৭ ও নন-এমপিও- ২৩৫৬ এবং মােট- ১৫১৬৩

NTRCA Job Circular 2022 Source

। শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং | টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd- এ ০৭.০২.২০২২খ্রিঃ তারিখে প্রকাশ করা হয়েছে।

Requirements for NTRCA Job Circular 2022

। আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামাে অনুযায়ী প্রার্থীদের কাম্য শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন হতে হবে।

। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনবল কাঠামাে | ও এমপিও নীতিমালা অনুযায়ী তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পদের জন্য নিম্নরুপ শিক্ষাগত যােগ্যতা বিশেষভাবে অনুসরণীয়ঃ

৪.১। সহকারী শিক্ষক (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি) স্কুলের ক্ষেত্রে নিয়ােগের জন্য শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম):
(ক) কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি (আই.টি)/তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে স্নাতক/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড হতে ৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান ও বি.এড. ডিগ্রিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড অনুমােদিত প্রতিষ্ঠান হতে ০১ (এক) বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনােলজি।
() স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আই.সি.টি. বিষয়সহ স্নাতক ডিগ্রি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড অনুমােদিত প্রতিষ্ঠান হতে ০১ (এক) বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনােলজি। সমগ্র
শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযােগ্য হবে না।

৪.২। সহকারী শিক্ষক (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি) মাদ্রাসার ক্ষেত্রে নিয়ােগের জন্য শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম): কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড হতে ৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষা জীবনে যেকোন ১টি ৩য় বিভাগ/সমমান গ্রহণযােগ্য।

৪.৩। প্রভাষক (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি) কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে নিয়ােগের জন্য শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রি; স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি এবং ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ১ টি তে ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযােগ্য হবে। কেবলমাত্র উপযুক্ত শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন নিবন্ধনধারী প্রার্থীগণকে সহকারী শিক্ষক (আইসিটি) এবং প্রভাষক (আইসিটি) পদে আবেদন করার জন্য অনুরােধ করা হলাে।

। আবেদনকারীর বয়স ১ জানুয়ারী ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০১৮ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন (১ম নিবন্ধন থেকে ১৩শ’ নিবন্ধন) তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য।

। প্রত্যেক আবেদনের জন্যে আবেদনকারীকে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

NTRCA Job Circular Application Details

৭। e-Application:

৭.১। e-Application পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময়: ০৮ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা।

৭.২। e- Application জমা প্রদানের শেষ তারিখ ও সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি: তারিখ সময় রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত। ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ রাত ১২.০০ হতে শুধু Application ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি: তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন ।

৭.৩। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট এবং www.ntrca.gov.bd ওয়েবসাইট-এ স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ের একটি নমুনা (ডেমাে) টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

| e- Application ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল। বানান ব্যবহার করলে কম্পিউটার Processing এ বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।

। প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসিএ’র পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। এছাড়া আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

১০৷ মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শরীরচর্চা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযােগ্য নয়। এতদসত্ত্বেও কোন প্রার্থী আবেদন করে উক্ত পদে সুপারিশ প্রাপ্ত হলে তার সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে।

১১। যে সকল পদের বিপরীতে ‘Female Quota’ প্রদর্শিত হবে, সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ। আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

১২। নিয়ােগ আবেদন (e-Application) ফরমটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলাে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশােধনের সুযােগ
থাকবে না।

১৩। এনটিআরসিএ কর্তৃক প্রাপ্ত বিষয় ভিত্তিক নিবন্ধন সনদের ভিত্তিতে সনদধারী e-Advertisement এ প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয়/বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। তার পছন্দের ক্রমানুসারে মেধাক্রম অনুসরণ করে মাত্র একটি পদের বিপরীতে তার নিয়ােগ সুপারিশ করা হবে।

১৪। কোন আবেদনকারী প্রার্থীর একই বিষয় এবং একই পর্যায়ের পদে একাধিক সনদ থাকলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সনদটি বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াজাত করা হবে। যদি কোন প্রার্থী স্কুল এবং কলেজে আবেদন করে সুপারিশ যােগ্য হন তবে তাকে কলেজ পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে।

১৫। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়ােগ সুপারিশ প্রাপ্ত হলে, উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬। প্রাপ্ত আবেদনসমূহ সরকারি বিধি-বিধান অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে চূড়ান্ত ভাবে নিয়ােগ সুপারিশের জন্য বাছাই করে নিয়ােগের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়ােগ সুপারিশে বর্ণিত সময় সীমার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়ােগ পত্র প্রদানে ব্যর্থ হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সর্বশেষ জনবল কাঠামাে ও এমপিও নীতিমালার ১৮.১ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ঐ সকল প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল করা হবে এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭. মামলা/আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি (e-Advertisement) এর কোন পদে নিয়ােগ সুপারিশ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।

১৮. এমপিও নীতিমালা অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের বয়সসীমা শিথিলযােগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিবন্ধন সনদধারী হিসেবে কর্মরত রয়েছেন, তারাও অনলাইনে নিয়ােগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়ােগ সুপারিশ করা হবে।

১৯। সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা)’ পদে চাকুরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে।।

২০। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদসমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পুনঃযাচাইকৃত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়ােগ সুপারিশে কোন জটিলতার জন্য এনটিআরসিএ কোনভাবে দায়ী থাকবে না।

২১। এই e-Advertisement এর প্রদত্ত যেকোন শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোন সময়ে সংযােজন, বিয়ােজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরুর সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০.০০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২২ মার্চ ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Non-Government Teachers Registration & Certification Authority- NTRCA Job Circular 2022

Recently, on 06 February 2022, the organization has issued a new public circular. According to the circular, e-Applications are being invited from eligible candidates for a total of 15,163 vacancies in 02 different posts.

NTRCA Job Circular 2022

How to apply? What are the qualifications to apply? Let’s find out more about this through this post.

NTRCA NEW CIRCULAR SUMMARY

Organization: Non-Government Teachers Registration & Certification Authority (NTRCA)
Vacant Posts: MPO: 12,807
Non-MPO: 2,356
Total: 15,163
Job Type: Full time
Location: Anywhere in Bangladesh
Application Fee: 100/- Taka
Age Limit: Under 35 Years
Online Application Start:08 February 2022
Deadline: 22 February 2022
Official Website: www.ntrca.gov.bd
Website for application http://ngi.teletalk.com.bd/

NTRCA Application Requirements

On January 01, 2020, the age of the candidate can be maximum of 35 years. However, the exception is that the age limit for the candidates who have passed the Teacher Registration examination and who have obtained the Teacher Registration Certificate before 12 June 2018 as per the judgment of the Supreme Court’s Appellate Division Case No. 3900/2019, in their case, the age limit can be relaxed.
The candidate must be registered by NTRCA in the relevant subject and the candidate must be included in the comprehensive merit list. Apart from this, the candidate must have the required educational qualifications as per the latest manpower structure issued by the Madrasa Education Board and the Secondary and Higher Education Board.

Application Deadline of NTRCA Job Circular 2022

e-Application or NTRCA application form can be filled online from 10.00 am on 08 February 2022. The e-application process will continue till 12.00 am on February 22, 2022.

DGDA Job circular 2022
Descriptions
Dates Times
Published Date 06 February 2022
Application Start Date 8 February 202210.00 am
Application Last Date 22 February 2022 11.59 pm

The last time to pay fee is the next 72 hours after applying online.

Company Information of ntrca.gov.bd job apply

Company Name: Non-Government Teachers’ Registration and Certification Authority (NTRCA)
Company Type: Non-Government organization
Official Website: ntrca.gov.bd
Railway Apply website: http://ntrca.teletalk.com.bd and ngi.teletalk.com.bd

How to Apply of NTRCA Job Circular

Directorate General of Drug Administration (DGDA) Job circular is online job circular. So we have to apply in this job through online within due time. After completion online application, we can pay the payment. That’s means there have 2 steps. In the first step we apply online from their official website then pay them through Teletalk prepaid sim.

NTRCA Apply Online 2022

Interested candidates can apply by visiting this link ngi.teletalk.com.bd. You can find out all the details related to the NTRCA application form filling by visiting the link.

You can see this option:

Just simply login and fill up your form easily.
When the application process is successfully completed, download and print a copy of the application and keep it.

Application Fee

BDT. 100/- has been fixed as the application fee. In other words, each candidate has to deposit 100/- Taka as the application fee. Otherwise, the application will be considered rejected.

Note that according to the teachers nibondhon circular 2022, each candidate must pay the application fee within the next 72 hours of online application.

How to Recover User ID & Password

Most of candidate lost user id & password. So, do not worry, you can recover USER & Password. How to recover NTRCA User ID & Password? visit to NTRCA official page and follow to below method:

Go to the visit official page: ntrca.teletalk.com.bd
You Can See recover User Id & Password option.
Input your necessary information

NTRCA Syllabus PDF File Download

NTRCA Syllabus is most of important part for Candidate in Non-Government Teacher Registration Certificate (NRTCA) official page collect. NTRCA Syllabus all update you known NTRCA Notice Board as well as easily download in our website here.

NTRCA Exam Results

Non Government Teacher Registration Certificate (NTRCA) exam Result has been published by NTRCA official page found available ntrca.gov.bd Viva Exam, Viva Exam Schedule, Time and Other information will be notify the Candidates through Mobile Phone SMS otherwise.

Exam Name Result
Written Examination Result will publish here:বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) (ntrca.gov.bd) or ntrca.teletalk.com.bd
Practical Examination Result will publish here:বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) (ntrca.gov.bd) or ntrca.teletalk.com.bd
Viva Examination Result will publish here: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) (ntrca.gov.bd) or ntrca.teletalk.com.bd

All the information related to the examination/test can be found on this website: Result will publish here: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) (ntrca.gov.bd) or ntrca.teletalk.com.bd

NTRCA Job Circular 2022 All Images

দেখুন অন্যান্য সরকারি চাকরিগুলো
DGDA Job Circular 2022
Bangladesh Railway Job Circular 2022
BRDB Job circular 2022
DMTCL Job Circular 2022

শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি ২০২২ দেখতে ক্লিক করুন এখানে- NTRCA NEW JOB CIRCULAR 2022

শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি ২০২২ সম্পূর্ণ দেখতে ক্লিক করুন এখানে- NTRCA NEW JOB CIRCULAR 2022

OLD Job circular

If you want to download this ntrca job circular 2022 with high quality pdf then click here

দেখুন অন্যান্য সরকারি চাকরিগুলো
DGDA Job Circular 2022
Bangladesh Railway Job Circular 2022
BRDB Job circular 2022
DMTCL Job Circular 2022

1 thought on “১৫,১৬৩ পদে শিক্ষক নিবন্ধন | NTRCA Job Circular 2022 | বিশেষ গণবিজ্ঞপ্তি – ২০২২”

  1. Pingback: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা | Ongoing all Government Job Circular 2022 - inbdjob.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *