বিভিন্ন জেলার ন্যায় পাবনা জেলা পরিষদ ও শিক্ষাবৃত্তি 2022 এর আয়োজন করেছে। জেলা পরিষদ স্কলারশীপ অফিসিয়ালভাবে জেলা পরিষদের নিজস্ব ওয়েসাইট zppabna.gov.bd এ প্রকাশিত হয়েছে। Zila Parishad Pabna Scholarship 2022 – District Council Circular has been published on the official website today. ২০২১ সালের এসএসসি ও এইচএসসি বা সমমান এ উত্তীর্ণ হয়ে বর্তমানে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে উক্ত স্কলারশীপ সার্কুলার প্রদান করা হয়েছে। এককালীন শিক্ষাবৃত্তি 2022 এ আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২২ ইং তারিখ।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তি গুলো-
- সকল জেলা পরিষদ শিক্ষাবত্তি ২০২২ একসাথে সবগুলো
- মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- নওগাঁ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- নাটোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- হবিগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
Topics in this Post
এক নজরে পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
জেলা পরিষদ পাবনা শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Zila Parishad Pabna Scholarship summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): জেলা পরিষদ, পাবনা– District Council, Pabna
- বৃত্তির ধরণ (Type of Scholarship): এককালীন।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এসএসসি ও এইচএসসি পাশ এবং স্নাতক/ সমমান অধ্যয়ন।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- স্থান (Job Location): পাবনা জেলা।
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship): উল্লেখ নেই।
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি/ ডাকে।
- অফিসিয়াল ওয়েবসাইট : www.zpjpabna.gov.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ২০/০৪/২০২২ইং তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।
- নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২২
- সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ একসাথে দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
- ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
- ৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
- ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি
অন্যান্য জেলা পরিষদের উপবৃত্তি:
মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
নওগাঁ জেলা পরিষদ বৃত্তি
নাটোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
হবিগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
৬৪ জেলা পরিষদ বৃত্তি
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
জেলা পরিষদ, পাবনা শিক্ষাবৃত্তি | Pabna Zila Parishad Shikkha Britti Biggopti is available here. District Council Scholarship Circular 2022 has been published on their official website.
জেলা পরিষদ কার্যালয়, পাবনা।
www.zppabna.gov.bd
শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি!
“এককালীন ছাত্র বৃত্তির বিজ্ঞপ্তি”
পাবনা জেলা পরিষদের নিজস্ব তহবিলের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশের বিভিন্ন কলেজ/পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল/বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন কলেজ/মাদ্রাসাসমূহে সাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর/সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাবনা জেলার স্থায়ী বাসিন্দা নিম্নবর্ণিত যােগ্যতা ও শর্তে গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের এককালীন অনুদান প্রদানের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: আবেদন ফরম একটু নিচে থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন।
জেলা পরিষদ বৃত্তির শর্তাবলী
- আবেদনকারীর স্বহস্তে লিখিত আবেদন, অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ অফিস চলাকালীন সময়ে আবেদন প্রেরণ নিশ্চিত করতে হবে।
- অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদাণের বিষয়ে অত্র পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে;
- ফরম জেলা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে; (তবে সবার নিচে ফরমটি দেয়া থাকবে)।
- কর্তৃপক্ষ যে কোন শর্ত সংযােজন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
- বৃত্তি প্রদানের ক্ষেত্রে দরিদ্র।মুক্তিযােদ্ধা পরিবার/প্রতিবন্ধী/নৃতাত্ত্বিক জনগােষ্ঠীদের অগ্রাধিকার দেয়া হবে ।
আবেদন পদ্ধতি
- নাটোর জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে সেটি নিজ হাতে সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদন ফরমটি নাটোর জেলা পরিষদের ওয়েবসাইটে (এই পোস্টের নিচে থেকেও ফরমটি ডাউনলোড দিতে পারবেন) সংগ্রহ করতে পারবেন।
- ফরমটি সঠিকভাবে পূরণ করে উক্ত ফরমটি নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ ঠিকানায় পৌছাতে হবে। আবেদনপত্র পাঠানোর সময়সীমা ও ঠিকানা নিচে দেয়া থাকবে।
- আবেদন ফরমের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে সেটার লিস্টও নিচে দেয়া থাকবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি
- আবেদন পত্রের সাথে নিম্নেবর্ণিত কাগজাদি অবশ্যই সংযুক্ত করতে হবে:
- ক) শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত কপি।
- খ) আবেদনকারীর সদ্য তােলা ২(দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
- গ) পাবনা জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র এর প্রত্যয়ন পত্র।
- ঘ) অভিভাবকের বার্ষিক আয়ের প্রত্যয়ন পত্র।
- ঙ) জন্ম নিবন্ধন সনদের/এনআইডি কার্ডের সত্যায়িত কপি।
- চ) মুক্তিযােদ্ধা পােষ্য/প্রতিবন্ধি/ক্রীড়া/সংগীত কর্মকান্ডের স্বপক্ষে সত্যায়িত সনদ (যদি থাকে)।
আবেদনপত্র পাঠানোর সময়সীমা
সরাসরি অথবা ডাকযােগে ২০-০৪-২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন প্রেরণ নিশ্চিত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
কাজী আতিয়ুর রহমান
প্রধান নির্বাহী কর্মকর্তা
জেলা পরিষদ, পাবনা।
e-mail: [email protected]
আবেদনের শর্তাবলী যোগ্যতা
- ১. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই পাবনা জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমােদিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
- ২. ২০২১ সনে এস.এস.সি ও ২০২২ সনে এইচ এস সি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত হতে হবে এবং মুক্তিযােদ্ধা পােষ্য/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে মুক্তিযােদ্ধা পােষ্য প্রমাণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মুক্তিযােদ্ধা সনদের সত্যায়িত কপি ও স্থানীয় চেয়ারম্যান/পৌরসভার কাউন্সিলর এর প্রত্যয়ন এবং প্রতিবন্ধি প্রমাণের ক্ষেত্রে উপজেলা/সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত প্রত্যয়ন দাখিল করতে হবে।
- ৩. স্নাতক পর্যায়ে অধ্যয়নরতদের পূর্ববর্তী বার্ষিক/সেমিস্টার পরীক্ষায় প্রথম শ্রেণী/ জিপিএ-৩.০০ (৪.০০ এর মধ্যে) প্রাপ্ত হতে হবে এবং মুক্তিযােদ্ধা পােষ্য/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ- ২.৭৫ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে ।
- ৪. যে সমস্ত ছাত্র/ছাত্রীর অভিভাবকের মাসিক আয় ১৫,০০০/-(পনের হাজার) টাকার উর্দ্ধে নয় তারা আবেদন করতে পারবেন।
- ৫. আবেদনকারী কোন ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- ৬. আবেদনের নিম্নবর্ণিত সকল তথ্য না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
- ৭. কর্তৃপক্ষ উল্লিখিত শর্তসহ যে কোন শর্ত সংযােজন/সংশােধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
- ৮. প্রয়ােজনে বৃত্তির বিষয়ে যাবতীয় তথ্যাবলী জেলা পরিষদ, পাবনা অফিস হতে জানা যাবে।
- ৯. নির্ধারিত আবেদন ফরম বিনামূল্যে অত্রাফিস, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, এবং জেলা পরিষদ,পাবনা এর website www.Zppabna.gov.bd এর মাধ্যমে সংগ্রহ করা যাবে (ফরম নিচে দেয়া আছে)। আবেদন ফরম আগামী ২০/০৪/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫ (পাঁচ) টার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এর স্বাক্ষরসহ নিম্নস্বাক্ষরকারীর অফিসে অবশ্যই পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ন ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এক্ষেত্রে জেলা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
জেলা পরিষদ (পাবনা) শিক্ষাবৃত্তি অফিসিয়াল সার্কুলার
জেলা পরিষদ (পাবনা) শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেয়া হয়েছে। Zila Parishad Pabna Scholarship 2022 Official Circular is below:

উপবৃত্তির সার্কুলার ডাউনলোড
পাবনা জেলা পরিষদের বৃত্তির অফিসিয়াল সার্কুলার ডাউনলোড করতে নিচের “Download Circular” বাটনে ক্লিক করুন।
আবেদন ফরম ডাউনলোড
পাবনা জেলা পরিষদের বৃত্তির আবেদন ফরম ডাউনলোড করতে নিচের “Download Application Form” বাটনে ক্লিক করুন।
সূত্র: জেলা পরিষদ,পাবনা