পিদিম ফাউন্ডেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Pidim Foundation Job circular 2022 has been published on the daily newspaper Prothom Alo on 03 August 2022. আকর্ষণীয় বেতনে ০৪টি ক্যাটাগরীর অধীনে অনেক লোক নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট জুন ২০২২ইং। চলুন বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে নেয়া যাক।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
একনজরে পিদিম এনজিও চাকরি বিজ্ঞপ্তি – Summary of Pidim NGO Job Circular
পিদিম ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Pidim Foundation Job Circular 2022 summary is below:
- কোম্পানির নাম (Name of the Organization): পিদিম ফাউন্ডেশন – Pidim Foundation
- পদের নাম (Post Name) : পদের নামগুলো (মোট ০৪টি) নিচে দেখুন।
- চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
- শূন্যপদ / Vacancy: অনির্দিষ্ট।
- বেতন (Salary) : সর্বোচ্চ ৬০,০০০/- টাকা।
- Job Nature: ফুল টাইম।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম স্নাতক/ সমমান পাশ।
- লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
- আবেদন ফি (Application Fee): প্রযোজ্য নয়।
- আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে/সরাসরি (by post/direct)।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.pidimfoundation.org
- আবেদনের সময়সীমা/ Application Deadline: ০৩/০৮/২০২২ইং থেকে ১৭/০৮/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
- আরও দেখতে পারেন-
- ৭২০ পদে যমুনা গ্রুপ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
- চলমান সকল এনজিও চাকরির খবর
পিদিমে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত | Pidim Foundation Job Circular 2022
পিদিম ফাউন্ডেশন, এমআরএ সনদপ্রাপ্ত (০০৯৩৫-০০০৯৪-০০১৬২), পিকেএসএফ-এর সহযােগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাংগাইল, ব্রাহ্মণবাড়ীয়া, মুন্সিগঞ্জ, চার্দপুর ও কুমিল্লা জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে শাখা সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কর্মী/কর্মকর্তা নিয়ােগ করা হবে। সংস্থার কর্ম-এলাকায় কাজ করতে আগ্রহী অধূমপায়ী প্রার্থীদের আদনের আহ্বান করা যাচ্ছে।
পিদিমে কিভাবে আবেদন করতে হবে? How to Apply Pidim job Circular 2022
যেভাবে আবেদন করতে হবে:
- জীবন-বৃত্তান্ত (মােবাইল নম্বরসহ),
- সদ্য তােলা ৩ কপি ছবি,
- শিক্ষাগত যােগ্যতা,
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
- অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং
- যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়ােগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্রসহ
আবেদন সিনিয়র পরিচালক (মানবসম্পদ, প্রশাসন ও নিরিক্ষণ) বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।
আবেদনপত্র পাঠানো ঠিকানা
প্রেরণের ঠিকানা: পিদিম ফাউন্ডেশন, প্লট-এ-৭৬, রােড-ডাব্লিউ-১, ব্লক-এ, ইস্টার্ন হাউজিং পল্লবী ফেইজ-২, রূপনগর, মিরপুর, ঢাকা-১২১৬।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ – Application Deadline
আগামী ১৭ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌছাতে হবে।
পিদিমের সুবিধাদি এবং শর্তাবলী | Pidim employees Conditions
০১) সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল ৩/৬ মাস।
০২) সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদিঃ
ক) যােগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স ১১ বছর অতিক্রান্ত হওয়ার পর ২নং পদে ২০ লক্ষ, ৩ নং পদে ১৬ লক্ষ, ৪ নং পদে ১০ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও ছুটির বিপরীতে বেতন ইত্যাদিসহ। উল্লেখ্য, ১১ বছরের আগে চাকুরি ছেড়ে চলে গেলে সংস্থার নিয়মানুযায়ী সুবিধাদি পাবেন। এক্ষেত্রে প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে ৫ ও ৩ বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন।
খ) বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মােবাইল বিল, বাই-সাইকেল ভাতা, কর্মদক্ষতা ভাতা, প্রণােদনা ভাতা, বিশেষ চিকিৎসা ভাতা, কৰ্মীকর্মকর্তাদের মেধাবী ছেলে-মেয়েদের শিক্ষা বৃত্তি এবং ঋণ সংগঠকদের প্রথম সন্তান জন্মের ক্ষেত্রে এককালীন ভাতা, প্রমােশনের সুবিধাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি দুদিন (শুক্রবার ও শনিবার) একক আবাসন ফ্রি এবং মহিলা কর্মী/কর্মকর্তাদের (একক) আবাসন ভাতা প্রদান করা হয়।
০৩) ১, ২, ৩ নং পদে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মােটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। ৪ নং পদে অবশ্যই বাই-সাইকেল/মােটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে।
০৪) প্রার্থিতার ক্ষেত্রে সকলের জন্য সম-অধিকার। যে কোনাে ধরনের তদবির প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে।
পিদিম ফাউন্ডেশন চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – Pidim NGO Job Circular 2022 All Images
পিদিম ফাউন্ডেশন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Pidim NGO Job Circular 2022 Official Circular PDF Download link is below:
www.pidimfoundation.org OFFICIAL JOB CIRCULAR

- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি
পিদিম ফাউন্ডেশন এর পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনেকেরই প্রয়োজনে আসতে পারে। কেননা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম সহ বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ পরবর্তীতে অনেক আবেদনকারীরই প্রয়োজন হতে পারে।
আর কেবল আপনাদের ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্যই আমরা পূর্বের নিয়োগগুলোও সংরক্ষণ করে রাখার পরিকল্পনা করেছি।
পূর্বের নিয়োগের পদের নাম/ পদের সংখ্যা, বেতন ইত্যাদি – Pidim job
১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক;
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন;
বেতন: ৫০,০০০/-
২. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক;
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন;
বেতন: ৩৬,০০০/-
৩. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক;
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন;
বেতন: ৩৪,০০০/-
৪. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৩৮ বছর;
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক;
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন;
বেতন: ৩০,০০০/-
৫. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বি.কম;
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন;
বেতন: ২২,০০০/-
৬. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: ২২-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক;
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন;
বেতন: ২০,০০০/-
৭. পদের নাম: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বয়সসীমা: ২২-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক;
অভিজ্ঞতা: অভিজ্ঞতার দরকার নেই
বেতন: ১৮,০০০/-
Source: Prothom Alo
আমি তো অষ্টম শ্রেণি পাস আমি কি চাকরি পাবো জানাবেন.. স্যার প্লিজ
https://inbdjob.com/ongoing-all-government-job-circular/
এই লিংকে সব সরকারি চাকরির লিস্ট আছে, যেখানে ৮ম শ্রেণি পাশেও অনেক চাকরিতে আবেদন করতে পারবেন।
সমস্যা হলে বলবেন, ধন্যবাদ।