Skip to content
Home » ২২ এপ্রিল ২০২২ প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা | Primary Teacher Exams 100% Working Suggestion

২২ এপ্রিল ২০২২ প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা | Primary Teacher Exams 100% Working Suggestion

২২ এপ্রিল ২০২২ প্রাইমারী সহকারী শিক্ষাক নিয়োগ পরীক্ষার আগাম প্রশ্ন? | Primary Teacher Exams 100% Working Suggestion

১০০% important যেগুলো বার বার চাকরির পরিক্ষায় এসেছে –

  • পাঁজড় সংখ্যা – ২৪ (১২ জোড়া)
  • হৃদয়ের চেম্বার সংখ্যা – ৪
  • স্বাভাবিক রক্তচাপ – ১২০/৮০
  • রক্তের PH – ৭.৪
  • দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে
  • আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে, এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে
  • আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে

  • ১। If the price is low, demand ___
  • (ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased
  • উত্তরঃ will increase
  • ২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?
  • (ক) 10 (খ) 15 (গ) 20 (ঘ) 12
  • উত্তরঃ 10
  • ৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
  • (ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০
  • উত্তরঃ ৫১
  • ৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?
  • (ক) মদনমোহন তর্কালংকার (খ) কালিপ্রসন্ন সিংহ
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) অক্ষয়কুমার দত্ত
  • উত্তরঃ মদনমোহন তর্কালংকার
  • ৫। There is ___ milk in the bottle.
  • (ক) very little (খ) small (গ) very few (ঘ) a little
  • উত্তরঃ A little
  • ৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
  • (ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯
  • (গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬
  • উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭
  • ৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
  • (ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
  • উত্তরঃ ৪
  • ৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
  • (ক) অজ্ঞাতকুলশীল (খ) বংশপরিচয়হীয়ন (গ) কুলবংশহীন (ঘ) অজ্ঞাতকুলীন
  • উত্তরঃ অজ্ঞাতকুলশীল
  • ৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  • (ক) 6 (খ) 3 (গ) 4 (ঘ) 5
  • উত্তরঃ 5
  • ১০। What is an epic?
  • (ক) a novel (খ) a long poem
  • (গ) a long prose composition (ঘ) a romance
  • উত্তরঃ a long poem
  • ১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
  • (ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
  • উত্তরঃ ৬০
  • ১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  • (ক) সূূর্য পূর্বদিকে উদয়মান হয়। (খ) সূূর্য পূর্বদিকে উদিয়মান হয।
  • (গ) সূূর্য পূর্বদিকে উদয় হয়। (ঘ) সূূর্য পূর্বদিকে উদিত হয়।
  • উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়
  • ১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
  • (ক) .০১ (খ) ১ (গ) .২ (ঘ) .১
  • উত্তরঃ .০১
  • ১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
  • (ক) হাত করা (খ) হাত গুটান (গ) হাত থাকা (ঘ) হাত আসা
  • উত্তরঃ হাত গুটান
  • ১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
  • (ক) ৮৮৯৮ (খ) ৯৮৯৯ (গ) ৯৯৯৯ (ঘ) ৯১৯৯
  • উত্তরঃ ৯৮৯৯
  • ১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
  • (ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬ (ঘ) ১৯২
  • উত্তর: (খ) ৯৮
  • ১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
  • (ক) সালফেট ও নাইট্রেট (খ) ফসফেট ও নাইট্রোজেন
  • (গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
  • উত্তর:
  • ১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
  • (ক) লালন শাহ (খ) হাসন রাজা (গ) পাগলা কানন (ঘ) রাধারমণ দত্ত
  • উত্তর: (ক) লালন শাহ
  • ১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  • (ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০ (ঘ) ৬০০
  • উত্তর: (গ) ৫০০
  • ২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
  • (ক) ৩১ (খ) ৩৯ (গ) ৭১ (ঘ) ৪১
  • উত্তর: (ক) ৩১
  • ২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-
  • (ক) সুনিশ্চিত (খ) নির্বাচনযোগ্য নয় (গ) বর্ণনাতীত (ঘ) অনিশ্চিত
  • উত্তর: (গ) বর্ণনাতীত
  • ২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
  • (ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
  • উত্তর: (ক) গমনের পশ্চাৎ
  • ২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
  • (ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
  • উত্তর: গমনের পশ্চাৎ
  • ২৩। “To break the ice” means,
  • (ক) to end the hostility (খ) to end up partnership you
  • (গ) to start quarreling (ঘ) to start a conversation
  • উত্তর: (ঘ) to start a conversation
  • ২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
  • (ক) মেধা+বিন (খ) মেধা+ৰি (গ) মেধাবী (ঘ) মেধা+ আধী
  • উত্তর:(ক) মেধা+বিন
  • ২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে
  • (ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান
  • উত্তর: (খ) কৃষি
  • ২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
  • (ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮
  • উত্তরঃ ১০ ও ১৬
  • ২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
  • (ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম
  • উত্তরঃ
  • ২৮।The correct spelling is ——–
  • (ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment
  • উত্তর: (ক) Assignment
  • ২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?
  • (ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার
  • উত্তর: অনুকার
  • ৩০। “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়”- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
  • (ক) রূপসা ডিঙা (খ) রূপসী বাংলা
  • (গ) রূপসা নদী (ঘ) গ্রামবাংলার নদী
  • উত্তর: গ্রামবাংলার নদী (উল্লেখ্য যে, উক্ত কবিতার চরণ জীবনানন্দ দাশের ” আবার আসিব ফিরে” কবিতা থেকে নেওয়া হয়েছে)
  • ৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?
  • (ক) ৪৫ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৩৫ 
  • উত্তর: ৩৫ 
  • ৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  • (ক) ভূবন (খ) শূণ্য (গ) ত্রিভুজ (ঘ) পূন্য
  • উত্তর: (গ) ত্রিভুজ
  • ৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
  • (ক) আরােহন (খ) মিলন (গ) বিসর্জন (ঘ) স্নান 
  • উত্তর: বিসর্জন
  • ৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?
  • (ক) কান (খ) কাজ (গ) কাঁচি (ঘ) কলম
  • উত্তর: কলম (আরবি) 
  • ৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
  • (ক) ৮১ (খ) ১০০০ (গ) ১০৯ (ঘ) ১০০ 
  • উত্তর: ১০০ 
  • ৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
  • (ক) মধ্যপ্রাচ্য (খ) দূরপ্রাচ্য (গ) আমেরিকা (ঘ) দক্ষিণ এশিয়া
  • উত্তর: আমেরিকা 
  • ৩৭। জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়
  • (ক) ৪ মে (খ) ২ এপ্রিল (গ) ৪ এপ্রিল (ঘ) ২ মে 
  • উত্তর:  ২ এপ্রিল
  • ৩৮। Agomoni School is one of the best in the city. 
  • (ক) school (খ) schools (গ) of It (ঘ) high school  
  • উত্তর: (খ) schools
  • ৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
  • (ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • (গ) ১৭ জানুয়ারি ১৯৬৮ (ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯
  • উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • ৪০। The Principal will —– the answer scripts.
  • (ক) look into (খ) took over (গ) took for (ঘ) look at 
  • উত্তর: (খ) took over
  • ৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
  • (ক) রাঙ্গামাটি (খ) খাগড়াছড়ি (গ) চট্টগ্রাম (ঘ) ফরিদপুর
  • উত্তর: রাঙামাটি
  • ৪২। বুদ্ধাঙ্ক (Q) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-
  • (ক) Q>90 (খ) IQ>100 (গ) Q>130 (ঘ) Q150 
  • উত্তর: IQ>130
  • ৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
  • (ক) অহ+রহঃ (খ) অহ +অঃহ (গ) অহঃ+অহ (ঘ) অহঃ+রহ
  • উত্তর: (গ) অহঃ + অহ
  • ৪৪। I look forward to
  • (ক) have heard from you soon. (খ) see you soon.
  • (গ) hear for you soon. (ঘ) hearing from you soon. 
  • উত্তর: (ঘ) hearing from you soon. 
  • ৪৫।  I water the plants. The word ‘water is used as
  • (ক) Verb (খ) Adverb (গ) Noun (ঘ) Pronoun
  • উত্তর: (ক) Verb 
  • ৪৬।  Are you doing anything special – the weekend?
  • (ক) by (খ) in (গ) at (ঘ) on 
  • উত্তর: (গ) at
  • ৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
  • (ক) ৫৯  (খ) ১০১   (গ) ৭৫  (ঘ) ১০২
  • উত্তর:  ১০১  
  • ৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
  • (ক) ২০০ মিটার   (খ) ৫০০ মিটার   (গ) ৪০০ মিটার  (ঘ) ৩০০ মিটার
  • উত্তর: ৪০০ মিটার 
  • ৪৯। ‘Once in a blue moon’ means-
  • (ক) hourly (খ) always (গ) very rarely (ঘ) nearly
  • উত্তর: (গ) very rarely
  • ৫০। ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?
  • (ক) মুনির চৌধুরী (খ) হুমায়ন আজাদ (গ) মীর মশাররফ হোসেন (ঘ) স্বর্ণকুমারী দেবী
  • উত্তর:  মীর মশাররফ হোসেন 
  • ৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • (ক) ব্যাংকক (খ) থিম্পু (গ) ঢাকা (ঘ) দিল্লী
  • উত্তর: (গ) ঢাকা
  • ৫২। টর্নেডো শব্দটি এসেছে-
  • (ক) Toonida (খ) Tunioda (গ) Tonada (ঘ) Tornada
  • উত্তর: tornado
  • ৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
  • (ক) ৫৫৫০ (খ) ৪৭৫০ (গ) ৫০০০ (ঘ) ৫২৫০
  • উত্তর: ৫০০০
  • ৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
  • (ক) ৯৭ (খ) ৮৩ (গ) ৮৭ (ঘ) ৯৩
  • উত্তর: ৯৭
  • ৫৫। He came to Dhaka with a view to — a new place.
  • (ক) watch (খ) Look (গ) visit (ঘ) visiting
  • উত্তর: (ঘ) visiting
  • ৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
  • (ক) কোনটিই নয় (খ) ৫৬ (গ) ৬০ (ঘ) ৩২
  • উত্তর: ৩২
  • ৫৭। Which of the following is the correct sentence?
  • (ক) He has said which is right.
  • (খ) What has he said is right.
  • (গ) What he has said is right.
  • (ঘ) He has said that what is right.
  • উত্তর: (গ) What he has said is right.
  • ৫৮। “Leave no stone unturned” means
  • (ক) try every possible means (খ) heavy stone
  • (গ) rare stone (ঘ) impossible 
  • উত্তর: (ক) try every possible means
  • ৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
  • (ক) z/x<z/y (খ) xz<yz (গ) xz>yz (ঘ) x/z>y/z
  • উত্তর:  xz<yz
  • ৬০। Choose the correct spelling—-
  • (ক) Achievment (খ) Acheivment (গ) Achievement (ঘ) Achevement
  • উত্তর: Achievement 
  • ৬১। Remove শব্দটির Noun-
  • (ক) Remove (খ) Removal (গ) Re-movement (ঘ) Removing
  • উত্তর: Removal 
  • ৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
  • (ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা   (খ) ত্রাণ ও পুনর্বাসন
  • (গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা (ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প 
  • উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
  • ৬৩। If I ——- you, I would not have done this.
  • (ক) are (খ) was (গ) am (ঘ) were 
  • উত্তর: were 
  • ৬৪। ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
  • (ক) শঙ্খ ঘােষ (খ) শেখ মুজিবুর রহমান
  • (গ) শওকত আলী (ঘ) মমতাজউদ্দিন আহমেদ
  • উত্তর: শেখ মুজিবুর রহমান 
  • ৬৫। কালবৈশাখীর ইংরেজি-
  • (ক) Dark Westerlies (খ) West Westerlles
  •  (গ) North Westerlies (ঘ) Black Westerlics
  • উত্তর: North Westerlies 
  • ৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার-
  • (ক) শেখ ওয়াহিদ           (খ) কিরণ রায়
  • (গ) শাহ আবদুল করিম (ঘ) কাঙ্গালিনী সুফিয়া
  • উত্তর: শেখ ওয়াহিদ 
  • ৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
  • (ক) পদ্মগোখরা (খ) পদ্মপুরাণ (গ) পদ্মাবতী (ঘ) পদ্মরাগ
  • উত্তর: পদ্মগোখরা 
  • ৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে? (ক) ১৯৯৭ (খ) ১৯৯৯ (গ) ২০০০ (ঘ) ২০০১
  • উত্তর: ১৯৯৯ 
  • ৬৯। ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? .
  • (ক) গৌর+অব (খ) গুরু+অব (গ) শুরু+ঞ্চ (ঘ) গুরু+ ষ্ণ
  • উত্তর: ঘ) গুরু+ ষ্ণ
  • ৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
  • (ক) ২১ মিটার (খ) ৫৬ মিটার (গ) ৭ মিটার (ঘ) ১৪ মিটার 
  • উত্তর:  ১৪ মিটার 
  • ৭১। Choose the correctly spelt word ——
  • (ক) Buro (খ) Beauro (গ) Bureau (ঘ) Burough
  • উত্তর: Bureau 
  • ৭২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?
  • (ক) ৩০ (খ) ১৭ (গ) ১৯ (ঘ) ২৩
  • উত্তর: ১৭ 
  • ৭৩। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? 
  • (ক) বৈদেশিক বাণিজ্য (খ) মুদ্রা বা অর্থ (গ) রাজস্ব কর (ঘ) কেন্দ্রীয় সরকার
  • উত্তর: কেন্দ্রীয় সরকার
  • ৭৪। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
  • (ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) অষ্টম (ঘ) নবম 
  • উত্তর: অষ্টম 
  • ৭৫। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?
  • (ক) পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট 
  • (খ) সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
  • (গ) বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ 
  • (ঘ) বরিশাল, খুলনা ও সাতক্ষীরা 
  • উত্তর:  সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা 
  • ৭৬। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
  • (ক) ২০১৩ (খ) ২০১০ (গ) ২০১১ (ঘ) ২০১২ 
  • উত্তর: ২০১১ 
  • ৭৭। Change the voice: “Where did you see him?”
  • (ক) Where he was seen by you? (খ) Where was he seen by you? 
  • (গ) Where did he seen by you? (ঘ) Where was he see by you? 
  • উত্তর: (খ) Where was he seen by you? 
  • ৭৮। প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
  • (ক) স্পিকার (খ) জাতীয় সংসদ (গ) রাষ্ট্রপতি (ঘ) প্রধানমন্ত্রী 
  • উত্তর: (গ) রাষ্ট্রপতি
  • ৭৯। Learn the poem ——- heart.
  • (ক) by (খ) within (গ) in (ঘ) with 
  • উত্তর: (ক) by
  • ৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  • (ক) ৯ (খ) ৮ (গ) ৪ (ঘ) ২
  • উত্তর: (ঘ) ২

বাংলাদেশ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশের রাষ্টীয়ভাষা বাংলা 1. Bangabandhu Sheikh Mujibur Rahman, the architect of Bangladesh 2. Bangladesh gained independence on 16th December 1971. অথবা বাংলাদেশ সম্পর্কে ইংরেজিতে ২টি ও বাংলায় ৩টি বাক্য ১/১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্টিত হয়। ২/বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। ৩/বাংলাদেশের রপ্তানিমুখী পােশাক শিল্প সারাদেশে বিশেষভাবে প্রসিদ্ধ।
1/The name of our country is Bangladesh. It is a natural beauty. 2/Dhaka is the capital of Bangladesh. The land area of our country is about 147570 square kilometers.

বাংলা

  1. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয়?
    পনের
  2. কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়?
    তরল
  3. ঠাকুর মার ঝুলির রচয়িতা-
    দক্ষিণারঞ্জন মিত্র
  4. ডা. মুহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকা-
    আঙুর
  5. গাড়ঃল শব্দের অর্থ
    বোকা
  6. আল মাহমুদ রচিত ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরণের রচনা?
    কথাসাহিত্য
  7. রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন
    ১৯০১ সালে
  8. বাংলা বর্ণমালায় পূর্ণামাত্রা, অর্ধমাত্র ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
    ৩২, ৮, ১০
  9. হুমায়ুন নামা’র রচয়িতা কে?
    গূবদন বেগম।
  10. আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা-
    আবু জাফর ওবায়দুল্লাহ
  11. কোনটি দুটি পদের বচন ভেদে হয়?
    বিশেষ্য ও সর্বনাম।
  12. কোথায় যাওয়া হচ্ছে এটি কোন বাচ্যের উদাহরণ
    উত্তর ভাববাচ্য
  13. একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটির রচয়িতা?
    সৈয়দ আলী আহসান
  14. আগেই প্রতিবছর এখানে খেলা হতো এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়?
    নিত্যবৃত্ত অতীত কাল
  15. ণিজন্ত এর সন্ধি বিচ্ছেদ
    নিচ্ + অন্ত
  16. মৃগেন্দ্র এর প্রতিশব্দ
    সিংহ
  17. কত সালে কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন?
    1942
  18. ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ-
    রায়নন্দিনী
  19. বাদলের ধারা ঝড়ে ঝর ঝর, নিম্ন রেখ পদটির কারক ও বিভক্তি?
    অপাদানে ষষ্ঠী বিভক্তি
  20. আনারস কোন ভাষার শব্দ?
    পর্তুগিজ।

ইংরেজি

  1. If we want concrete proof, we are looking for.
    Clear evidence
  2. When a character speaks his thoughts aloud alone in stage it is called
    soliloquy
  3. When something is out of its time is called
    anachronism
  4. Khadija prefers mutton …. bef.
    to
  5. Which one is the wrong sentence?
    I think the cat’s ander bed.
  6. I don’t know what she is talking
    aout
  7. The antonym of bondage is
    liberty
  8. The meaning of first language is… language
    Natural
  9. Determine the subjunctive mood …
    Napoleon died at ST Helena
  10. Freedom is not a …… but our birth right
    gift
  11. You were… make such a silly mistake.
    too intelligent to
  12. Proforma means..
    Standard document
  13. Monotheism means …
    belief in a single god
  14. ‘To come out’ means..
    to become visible
  15. The Synonym of nap in
    slumber
  16. Habitual fact is expressed is..
    present indefinite tense only
  17. Metamorphosis means..
    process of complete change into something different.
  18. The past participle of beat is…
    beaten
  19. She is a ”beautiful” lady. The underlined world is
    Adjective
  20. Which one is a ‘conversion’ of the sinple sentence into complex?
    He confessed that he was guilty

গণিত

  1. একটি সংখ্যার তিনগুরের সাথে দ্বিগুন যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত?
    ১৮
  2. ৩:৫ অনুপাত বিষ্টি দুটি সংখ্যার সমষ্টি ৫৬ হলে সংখ্যা দুটির অন্তর কত?
    ১৪
  3. ৬মিটার কাপড়রের বিক্রয়মূল্য ৮মিটার কাপড়ের ক্রয়মূল্যের সমান। শতকরা লাভের পরিমাণ কত?
    ৩৩.১/৩%
  4. ০.১ ভাগ ০.১ =কত?
    ১০
  5. (x2)3 কে x3 দ্বারা গুণ করলে
    x9
  6. (a+b) = 3 এবং (a-b)=2 হলে ab=?
    5/4
  7. x ও y বাস্তব সংখ্যা, x+y=10 হলে, x2+y2 এর ক্ষুদ্রতম মান কত?
    50
  8. a(a+b), a2(a-b) এর গ.সা.গু কত?
    a
  9. যদি 4×2+2x+p=0 এর মূল দুটি বাস্তব ও সমান হয়, p=?
    3/4
  10. ত্রিভুজABC এ AB=AC, 2<B=<A হলে <C=?
    60 ডিগ্রী
  11. ২৫৩ ডিগ্রী কোণকে কী বলে?
    প্রবৃদ্ধ কোণ
  12. একটি সমবাহু ত্রিভূজের এক বাহুর দৈঘ্য ৪ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
    ৪রুডওভার ৩ সে.মি
  13. ABCD সামান্তরিকের <B=100 হলে <C=?
    ৪০রুডওভার
  14. ১ মাইলে কত কিলোমিটার?
    ১.৬ কিলোমিটার
  15. বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?
    ২২/৭
  16. কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হয়?
    ৩৪২
  17. ১২৫ন্ট এর সমান ভগ্নাংশ কোনটি?
    ৫/৪
  18. ১০৮ এর ৪/৯ অংশ =?
    ৪৮
  19. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?
    ৩৬ টাকা।
  20. x2-7x+12 এর উৎপাদক সমূহ হচ্ছে-
    (x-4) (x-3)

2. When a character speaks his thoughts aloud alone in stage it is called to opinstri out

Nossom omorotos79 20 When something is out of lots tom (et) anachronism

bop bop

aloria alpris &

& ni zaibad (4) 28. Khadija preferes mutton to beef. ot so

to ste. Which one is the wrong sentence? pd ants

I think the cats andere bed. {. I don’t know what she is talking

about di bradas 19 d. 39. The antonym of bondageli obri hob

I deod gotomoto.pl

2:900790 26. The meaning of Firest language is language. O road to slidus

motor Nafareal (s. Determine the subjunctive mood i

Napoleon died at St. Helena vitiba D vo. Freedom is not d o but our birth right? 

Gift.

১.মাথা খাও ভুলিও না, খেয়ো মনে করে” — মাথা খাও বলতে বুঝায়–
ক.মাথা ব্যাথা
খ.মাথা খাওয়া
গ.মাথা ধরা
ঘ. মাথার দিব্যি
উত্তর: ঘ. মাথার দিব্যি

২.নন্দিত এর বিপরীত শব্দ কোনটি?
ক.নিন্দিত
খ.বিষণ্ন
গ.বিষাদ
ঘ.প্রচ্ছন্ন
উত্তর:ক.নিন্দিত

৩.It is 11 am now.The Sun ———-in the eastern sky.
ক.had been shining
খ.shines
গ.is শিনিং
ঘ.has been shining
উত্তর:গ.is শিনিং

৪.কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয় তাহলে সংখ্যাটি কত?
ক.৮৫
খ.৬৪
গ.৭৫
ঘ.৭০
উত্তর:ক.৮৫

৫.প্রাচীন এর বিপরীতার্থক শব্দ কি?
ক.বর্তমান
খ.অর্বাচীন
গ.নতুন
ঘ.কোনটিই নয়
উত্তর:খ.অর্বাচীন

৬.প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি?
ক.লক্ষ্ণন সেন
খ.রাজা শশাঙ্ক
গ.গিয়াসউদ্দিন আজম শাহ
ঘ.ফকরুদ্দিন মোবারক শাহ
উত্তর:খ.রাজা শশাঙ্ক

৭.মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?
ক.১০ নং সেক্টর
খ.৯ নং সেক্টর
গ.১১ নং সেক্টর
ঘ.১ নং সেক্টর
উত্তর:ক.১০ নং সেক্টর

৮.Choose the correct indirect speech. She asked me,”
ক.She asked me if I have been happy in my new job.
খ.She asked me whether I am happy in my new job.
গ.She asked me if I had been happy in my new job.
ঘ. She asked me if I was happy in my new job.
উত্তর: ঘ. She asked me if I was happy in my new job.

৯.we were watching the news when the telephone…..
ক.had sung
খ.rang
গ.rung
ঘ.ringing
উত্তর:খ.rang

১০.ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন—
ক.সম্রাট জাহাঙ্গীর
খ.ইসলাম খাঁ
গ.শায়েস্তা খাঁন
ঘ.সম্রাট আকবর
উত্তর:খ.ইসলাম খাঁ

১১.“বরনের যোগ্য যিনি” বাক্যটিকে এককথায় প্রকাশ করুন।
ক.বীর
ঘ.বীর পুরুষ
গ.বরেণ্য
খ.বরনীয়
উত্তর: গ.বরেণ্য

১২.x=√3-1/x. হলে,x3+1/x3 এর মান কত?
ক.1.0
খ.3.0
গ. √3
ঘ. 0.0
উত্তর:গ. √3

১৩.বহুব্রীহি সমাস কয় প্রকার?
ক.আট প্রকার
খ.ছয় প্রকার
গ.দশ প্রকার
ঘ.তিন প্রকার
উত্তর:ক.আট প্রকার

১৪.“অন্বেষণ” শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।
ক.অনু+এষন
খ.অন্ব+এষণ
গ.অনু+এষণ
ঘ.অন্ব+এষন
উত্তর: ক.অনু+এষন

১৫.“নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি?
ক.পাখির বাসা
খ.খড়ের ঘর
গ.বাগান
ঘ.খেলার মাঠ
উত্তর:ক.পাখির বাসা

১৬.প্রদত্ত উপাত্তগুলোর মধ্যকঃ ১২,৯,১৫,৫,২০, ৮,২৫,১৭,২১,২৩,১১
ক.১৫
খ.১৩
গ.১৪
ঘ.১২
উত্তর:গ.১৪

১৭.কোন বানানটি শুদ্ধ?
ক.আদ্যখর
খ.আদ্যাক্ষর
গ.আদ্যোক্ষর
ঘ.আদ্যক্ষর
উত্তর:ক.আদ্যখর

১৮.(5x/6+3) এবং (x/3+10)পরস্পর সমান হলে x এর মান কত?
ক.6.0
খ.7.0
গ.21/2
ঘ.14.0
উত্তর:ঘ.14.0

১৯.“কচুবনের কালাচাঁদ” বাগধারাটির অর্থ কী?
ক.অপদার্থ
খ.সাদাসিধা লোক
গ.সৌখিন ব্যক্তি
ঘ.নিরীহ ব্যক্তি
উত্তর:ক.অপদার্থ

২০.বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়-
ক.২০ মে, ২০১০
খ.১৫ জুন,২০০৯
গ.১৪ মার্চ,২০১২
ঘ.১৮ এপ্রিল,২০১২
উত্তর: খ.১৫ জুন,২০০৯

২১.The roads of Dhaka are wider…….
ক.Then Sylhet’s
খ.Than Sylhet
গ.Then those of Sylhet
ঘ.Than those of Sylhet
উত্তর: ক.Then Sylhet’s

২২.Correct passive form of -” I have to do it”.

ক. let it be done by me
খ.It has to be done to me
গ..It has to be done by me
ঘ.It has to be done to me
উত্তর: ঘ.It has to be done to me

২৩.” prior to”means–
ক. During the period of
খ.immediately
গ.after
ঘ.before
উত্তর:গ.after

২৪.“দেশের জন্য সেবা কর” দেশের কোন কারকে কোন বিভক্তি?
ক.কর্মে শূন্য
খ.কর্মে ষষ্ঠী
গ.সম্প্রদানে ষষ্ঠী
ঘ.কর্তায় শূন্য
উত্তর: গ.সম্প্রদানে ষষ্ঠী

২৫.মৌলিক পদার্থ কোনটি?

ক.পিতল
খ.জল
গ.বাতাস
ঘ.লোহা
উত্তর: ঘ.লোহা

২৬.“Diamond cuts diamond – এর অনুবাদ কোনটি?
ক.সঙ্গ দেখে লোক চেনা যায়
খ.মানিকে মানিক চেনে
গ.সঙ্গদোষে নষ্ট
ঘ.সৎসঙ্গে স্বর্গবাস
উত্তর: খ.মানিকে মানিক চেনে

২৭.” প্রত্যুষ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.প্রতি+উষ
খ.প্রত্যূ+উষ
গ.প্রতি+ঊষ
ঘ.প্রত্যূ+ঊষ
উত্তর: ক.প্রতি+উষ

২৮.কোনটি জহির রায়হানের উপন্যাস নয়?
ক.কয়েকটি মৃত্যু
খ.শেষ বিকেলের মেয়ে
গ.তৃষ্ঞা
ঘ.নিষ্কৃতি
উত্তর:ঘ.নিষ্কৃতি

২৯.একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা।কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে,কলমটির মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো।বইটির মূল্য কত?
ক.৫০ টাকা
খ.৪৬ টাকা
গ.৪৯ টাকা
ঘ. কোনটিই নয়
উত্তর: খ.৪৬ টাকা

৩০.Which of the following Sentence is correct?
ক.He was hunged for murder
খ.He had been hung for murder.
গ.He was hunged for murder.
ঘ.He was hanged for murder
উত্তর:ঘ.He was hanged for murder

৩১.একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫।১১ তম ইনিংসে কত রান করে আউট হলে,সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
ক.৯৬
খ.৯০
গ.৯৫
ঘ.৯৮
উত্তর: গ.৯৫

৩২.The meaning of the word ” precedence” is—
ক.a matter to deal with
খ.a case of reference
গ.event that never happened
ঘ.Tenure of the president
উত্তর:ক.a matter to deal with

৩৩.সমকোনী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সেমি ও ৪ সেমি হলে, এর অতিভূজের মান কত?
ক.৪ সেমি
খ.৫ সেমি
গ.৭ সেমি
ঘ.৮ সেমি
উত্তর:খ.৫ সেমি

৩৪.Among is a preposition that is used when are involved.
ক.Two or more than two
খ.Four only
গ.two
ঘ.more than two
উত্তর:ঘ.more than two

৩৫.which one is the singular of leaves?
ক.leav
খ. leave
গ. leaf
ঘ.leaf
উত্তর:ঘ.leaf

৩৬.The word everything is—
ক.an adverb
খ.a pronoun
গ.a noun
ঘ.an adjective
উত্তর: খ.a pronoun

৩৭.what type of the word” infancy” is–
ক. Abstract
খ.material
গ.Collective
ঘ. Common
উত্তর: ক. Abstract

৩৮.Choose the correct spelling:
ক.Accelerate
খ.Accilarate
গ.Accilerate
ঘ.Accelerate
উত্তর:ক.Accelerate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *