Skip to content
Home » প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি । Prime Bank Foundation Scholarship 2022

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি । Prime Bank Foundation Scholarship 2022

Prime Bank Foundation Scholarship 2022

২০২১ ও ২০২২ সালে এইচএসসি পাশধারী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রাপ্তির সুবর্ণ সুযোগ! প্রাইম ব্যাংক লিমিটেড এর প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ অফিসিয়ালভাবে আজ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Prime Bank Foundation Scholarship 2022 pdf has been published on the official website www.primebankfoundation.org. উক্ত শিক্ষাবৃত্তিতে যোগ্য ও আগ্রহী শিক্ষার্থী (ছাত্র/ছাত্রী উভয়েই) আগামী ৩১ আগস্ট ২০২২ইং তারিখের মধ্যে অনলাইন এর মাধ্যমে আবেদন করার জন্য আহ্ববান করা হচ্ছে। চলুন প্রাইম ব্যাংক শিক্ষবৃত্তির সার্কুলার ২০২২ -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

এক নজরে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ (প্রাইম ব্যাংকের একটি CSR কার্যক্রম) এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Prime Bank Foundation Limited Scholarship 2022 summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): প্রাইম ব্যাংক লিমিটেড– Prime Bank Limited
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): মাসিক।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): উল্লেখ নেই।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এইচএসসি পাশ (২০২১ ও ২০২২ সালে পাশ হতে হবে)।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • জেলা (Job Location): সকল জেলা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইন বা ডাকযোগে/সরাসরি (যে কোন মাধ্যমেই করা যাবে)।
  • অফিসিয়াল ওয়েবসাইট : www.primebank.com.bd ও www.primebankfoundation.org
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ২০/০৬/২০২২ থেখে ৩১/০৮/২০২২ তারিখ পর্যন্ত।

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

এটি প্রাইম ব্যাংকের একটি CSR কার্যক্রম। দেশজুড়ে অসচ্ছল পরিবারে উচ্চশিক্ষা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলাে প্রাইম ব্যাংক লিমিটেড। এটি প্রাইম ব্যাংকের একটি সিএসআর (CSR) কার্যক্রম। প্রাইম ব্যাংক দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি নিয়মিত দিয়ে আসছে গত ২০২৭ সাল থেকে। ২০২১ ও ২০২২ সালে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা ‘প্রাইম শিক্ষাবৃত্তি’ এর সহায়তায় উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে গড়ে তুলুন সম্ভাবনাময় আগামী।

চলুন সমস্ত সার্কুলারটির আবেদন প্রক্রিয়াসহ আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা

  • আবেদনের যােগ্যতাঃ
  • কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (এইচএসসি ব্যাচ যথাক্রমে ২০২০ ও ২০২১)।
  • এসএসসি ও এইচএসসিতে মােট জিপিএ কমপক্ষে ছাত্র: ৯.০০ এবং ছাত্রী: ৮.৮০
  • কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্থ পরিবারের সন্তানরা আবেদন করতে পারবে।
    (মাসিক আয় দশ হাজার টাকার উপরে হলে আবেদন গ্রহণযােগ্য হবে না)

আবেদন পদ্ধতি – How to Apply on this Scholarship

মূলত ২টি উপায়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করা যাবে। ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমেও পূরণকৃত আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে অথবা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে।

  • আবেদনের নিয়মাবলী:
  • অনলাইনে আবেদন করতে হবেঃ scholarship.primebankfoundation.org
  • আবেদনপত্র ডাউনলােড করে বিভাগীয়/শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীলমােহর সহ, স্নাতক পর্যায়ের ভর্তির রসিদ, এইচএসসি ও এসএসসি এর নম্বরপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অভিভাবকের মাসিক (আয়ের পরিমাণ উল্লেখ করুন) আয়ের সনদপত্র সহ অনলাইনে আবেদন করুন।
  • অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষাবৃত্তি পেয়ে থাকলে আবেদনপত্রে উল্ল্যেখ করুন।
  • আয়ের সনদ ও অন্যান্য তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র কিংবা বৃত্তি বাতিল হবে
  • বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
আবেদন ফরম ডাউনলোড ও পূরণ
form to fill up in hand
form to fill up in hand
form 2nd page
form 2nd page

  • ডাউনলোডকৃত ফরমটি ইংরেজিতে নিজহাতে পূরণ করুন।
  • আবেদন ফরমটি ‍কিভাবে পূরণ করবেন তা নিচের স্ক্রিনশট থেকে  নমুনা দেখুন লেখায় ক্লিক করে দেখে নিতে পারেন।
  • হাতে পূরণ করা ফরমে কিভাবে ছবি লাগাতে হবে সেটিও নিচের  নমুনা দেখুন লেখায় ক্লিক করে দেখে নিতে পারেন।
scholarship form download and other instructions
scholarship form download and other instructions
অনলাইনে আবেদনের নির্দেশনা

হাতে ফরমটি পূরণ করার পরে সেই ফরমটি সহ আরও প্রয়োজনীয় কিছু কাগজপত্রাদি অনলাইনে সাবমিট/ আপলোড করতে হবে। চলুন কিভাবে করতে হয় সেটি দেখা যাক।

  1. প্রথমেই ‘Apply Now‘ তে ক্লিক করুন।
  2. এখন মোবাইল নম্বর ও পাসওয়ার্ড (পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন) দিয়ে লগ ইন এ ক্লিক করুন। (নিচের স্ক্রিনশর্টটি দেখুন)
scholarship registration process
scholarship registration process
  1. এখন প্রদর্শিত ফরমটিতে সঠিক তথ্য দিন (যেমন: নাম, ঠিকানা, ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য ইত্যদাদি।) এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন এবং সবশেষে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।
    নিচের অনলাইন নমুনা ফরমটি দেখুন।
online apply form
online apply form
prime bank scholarship apply instructions
prime bank scholarship apply instructions

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি – Prime Bank Scholarship Circular 2022 All images

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Prime Bank (CSR) Scholarship Circular 2022 Official Circular PDF Download link is below:

scholarship.primebankfoundation.org OFFICIAL JOB CIRCULAR

prime bank scholarship circular 2022
prime bank scholarship circular 2022

প্রাইম ব্যাংকের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের সম্পূর্ণ নির্শোবলী

  • ধাপ-১: আবেদনপত্রটি ডাউনলোড করুন ডাউনলোড
  • ধাপ-২: আবেদনপত্রে করণীয়:
    • আবেদনপত্রটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে নমুনা দেখুন
    • আবেদনপত্রের প্রথম পাতার উপরের ডান পাশে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে নমুনা দেখুন
    • আবেদনপত্রের প্রথম পাতার “অংশ ৪ বর্তমানে অধ্যায়নরত প্রতিষ্ঠান/ বিভাগীয় প্রধানের সিলমোহরসহ স্বাক্ষর ও তারিখ ” সংগ্রহ করতে হবে নমুনা দেখুন
  • ধাপ-৩: যে সকল কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে তা – (100 dpi Resolution)
    • আবেদনপত্রের উভয় পাতা (একটি পিডিএফ ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৩০০ কিলোবাইট
    • পিতার/মাতার/অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
    • এসএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
    • এইচএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
    • বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
  • ধাপ-৪: লগইন করার পর যা করণীয় (মোবাইল নম্বর ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন প্রয়োজনে লগইন করার জন্য)
    • আবেদন ফর্ম পূরণে যা করণীয়
      • অংশ ১ ব্যাক্তিগত তথ্য (ইংরেজিতে)
      • অংশ ২ শিক্ষা সংক্রান্ত তথ্য (ইংরেজিতে)
      • অংশ ৩ বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়ণরত শিক্ষার বিবরণ (ইংরেজিতে)
      • অংশ ৫ পারিবারিক আয়ের বিবরণ (ইংরেজিতে)
      • অংশ ৬ বিশেষ কোন কারণ যেমন (ইংরেজিতে)
      • অংশ ৭ অন্যান্য কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হইলে (ইংরেজিতে)
      • অংশ ৮ সংযুক্তি (স্ক্যান করে আবেদনপত্রের উভয় পাতা, মাসিক আয়ের সনদপত্র, এসএসসি নম্বরপত্র, এইচএসসি নম্বরপত্র এবং বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ)
      • সাবমিট (Submit) বাটনে চাপ দিতে হবে

আবেদনপদত্র পাঠানোর ঠিকানা

যদি কেও অনলাইনে আবেদন করতে না চান তো ডাগযোগেও করা যাবে। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ারে মাধ্যমে প্রের করতে হবে।

ঠিকানা: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন,
বাড়ী নং-১৪৬ (৭ম তলা), রোড নং-১৩/বি, ব্লক-ই,
বনানী, ঢাকা-১২১৩।

সূত্র: scholarship.primebankfoundation.org ও দৈনিক প্রথম আলো(২০ জুন ২০২২)।

5 thoughts on “প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি । Prime Bank Foundation Scholarship 2022”

  1. আচ্ছা এখানে ২০২০ এর এইচএসসি ব্যাচ ছিল.. মানে আটো পাস যেটা গেলো তারাও কও আবেদন করতে পারবে???

    1. Love you <3
      আমাদের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
      উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *