Skip to content
Home » প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- উপবৃত্তি ২০২২ | Prime Minister’s Education Assistance Trust Scholarship 2022

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- উপবৃত্তি ২০২২ | Prime Minister’s Education Assistance Trust Scholarship 2022

Prime Minister's Education Assistance Trust Scholarship 2022

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- উপবৃত্তি ২০২২ | Prime Minister’s Education Assistance Trust Scholarship 2022 has been published on the official website www.pmeat.gov.bd and daily newspaper. সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ ২০২২ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী এবং ক্ষেত্র বিশেষে ৯ম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
বাড়ি-৪৪, সড়ক-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
Email- [email protected]
স্মারক নং-এইচএসপি/মাঠ পর্যায়ে যােগাযােগ/০৪/২০১৯/৭৪
তারিখ: ০৬.০৩.২০২২ খ্রি.
Official Website: www.pmeat.gov.bd

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- উপবৃত্তি বিজ্ঞপ্তির বিষয় (Prime Minister’s Education Trust)

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণি এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে উপবৃত্তিযােগ্য শিক্ষার্থীদের তথ্য HSP-MIS এ অন্তর্ভুক্তি (এন্ট্রি) প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অর্থা যারা ৬ষ্ঠ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে (ক্ষেত্রবিশেষে ৯ম শ্রেণি) তাদেরকে দৈনন্দিন লেখাপড়ার সাথে সম্পৃক্ত খরচের ভার থেকে বাঁচার উপায় করে দেবার লক্ষ্যেই সরকারের ট্রাস্ট এর এ উদ্যোগ। মনে রাখা উচিত উক্ত আবেদনপত্র স্কুল/কলেজ কর্তৃপক্ষই সরবরাহ করবে শিক্ষার্থীদের জন্য। Scholarship Program is only for those students.

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি পাবে কারা? (Eligible Students for Prime Minister’s Scholarship)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের আওতাধীন দেশের সকল এলাকার (মেট্রোপলিটন শহর ও জেলা সদরের পৌর এলাকাসহ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (৬ষ্ঠ-১২শ) সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত । উল্লেখ্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান বা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে না। PMEAT Scholarship Circular is not for all students.

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ২০২২ সালের ৬ষ্ঠ, ৯ম (শর্ত সাপেক্ষে) এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। pmeat.gov.bd scholarship 2022 is available for 6th and 11th Class.

অন্যান্য উপবৃত্তি গুলোতে আবেদন করেছেন? না করলে এখনি নিচের লাইনে ক্লিক করুন
সংখ্যা লঘূ শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার
সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি– ২০২২ (Sonali Bank Scholarship 2022)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষাবৃত্তি ২০২২
DSHE Scholarship 2022

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট– উপবৃত্তি ২০২২
myGov BD Student Scholarship 2022
নারী প্রশিক্ষণ দেবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) 2022 | BSCIC Training Course sciti 2022

উপবৃত্তিতে আবেদন প্রক্রিয়া | How to Apply Prime Ministers Trust Scholarship 2022?

pmeat scholarship 2022 application process is simple.

HSP-MIS এ তথ্য এন্ট্রি ও প্রেরণ: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ২০২২ সালের ৬ষ্ঠ, ৯ম (শর্ত সাপেক্ষে) এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য আবেদন ফরম বিতরণ, শিক্ষার্থী কর্তৃক যথানিয়মে আবেদন ফরম। পূরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানে জমাদান, HSP ম্যানুয়াল মােতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে শিক্ষার্থী বাছাই, তালিকা প্রণয়নসহ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করে তালিকা মােতাবেক উপবৃত্তি প্রাপ্তির যােগ্য শিক্ষার্থীদের তথ্য আগামী ১০.০৪.২০২২ তারিখের মধ্যে HSP-MIS এ নির্ভুলভাবে এন্ট্রি করে সফটয়্যারের নির্ধারিত অপশন ব্যবহার করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ কবে? (Scholarship Application Deadline)

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট টি আগামী ১০.০৩.২০২২ তারিখ হতে শুরু হয়ে HSP-MIS এ তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ সুবিধাটি ১০.০৪.২০২২ তারিখ। রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রতিষ্ঠানের দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের অবশ্যই উক্ত তারখের সম্মান দেখাতে হবে। কেননা নির্দিষ্ট সময়ের পরে ওয়েব সাইট (www.pmeat.gov.bd) বন্ধ হয়ে যাবে।

এর মানে হলো ছা্ত্র-ছাত্রীদের এর (১০/০৪/২০২২) আগেই ফরম পূরণ করে নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।


উপজেলা/থানা পর্যায়ে তথ্যাদি যাচাই-বাছাই করে HSP/PMEAT তে তথ্য প্রেরণ

সকল উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এইচএসপি ম্যানুয়াল মােতাবেক উপজেলা/থানা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS এর মাধ্যমে। উপজেলা/থানায় প্রেরিত তথ্যাদি যাচাই-বাছাই করে আগামী ১৭.০৪.২০২২ তারিখের মধ্যে HSP/PMEAT তে প্রেরণ করতে হবে । সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ও EIIN ধারী সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে তথ্য এন্ট্রিপূর্বক প্রেরণ করে সে বিষয়ে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিনিয়ত মনিটরিং করবেন । উপবৃত্তির সামগ্রিক কার্যক্রম জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির জন্য আবেদন প্রেরণ করা না হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন।

নির্বাচন পদ্ধতি/জারীকৃত পত্র (Scholarship Selection Process)

  • প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট: www.pmeat.gov.bd, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট: www.dshe.gov.bd এ জারিকৃত পত্র প্রকাশ করা হয়েছে। এছাড়াও সকল উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইলে প্রেরণ করা হয়েছে ।
  • উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য HSP MIS এ এন্ট্রি করলেই উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না । আবেদনকারী শিক্ষার্থী প্রদত্ত তথ্যাদি HSP MIS এর মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয় ।
  • উপবৃত্তি প্রাপ্তির সাথে লক্ষ লক্ষ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর শিক্ষাজীবন জড়িত বিধায় সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার | সাথে যথাসময়ে কার্য সম্পাদনের জন্য অনুরােধ করা হলাে।
  • জারিকৃত পত্র এবং এইচএসপি ম্যানুয়াল অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত তারিখসমূহ (ফরম বিতরণ ও শিক্ষার্থী বাছাই, বাছাইকৃত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান হতে উপজেলা/থানায় প্রেরণ এবং উপজেলা/থানা হতে HSP/PMEAT-তে প্রেরণ) সতর্কতার সাথে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।

  • উপবৃত্তি সম্পর্কিত যে কোন তথ্যের জন্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে [email protected] ইমেইল যােগাযােগের জন্য অনুরােধ করা হলাে। হেল্প লাইন: ০১৩১৬৬৫৮২৩০, ০১৩১৬৬৫৮৫২৯ (অফিস চলাকালীন সময়ে সকাল ০৯.০০টা থেকে বিকাল ০৫.০০টা পর্যন্ত)।

অফিসিয়াল সার্কুলারটি নিচে থেকে দেখার অনুরোধ রইল-

Prime Minister's Education Assistance Trust Scholarship 2022
Prime Minister’s Education Assistance Trust Scholarship 2022

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর আবেদন ফরম (Application Form for Scholarship)

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আবেদন ফরমটি নিচের ’Application Form‘ এ ক্লিক করে ডাউনলোড করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবেন।

শিক্ষা উপবৃত্তি নিয়ে সর্তকতা মূলক বিজ্ঞপ্তি ২০২২

শিক্ষা উপবৃত্তি নিয়ে সর্তকতা মূলক বিজ্ঞপ্তি ২০২২
শিক্ষা উপবৃত্তি নিয়ে সর্তকতা মূলক বিজ্ঞপ্তি ২০২২

4 thoughts on “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- উপবৃত্তি ২০২২ | Prime Minister’s Education Assistance Trust Scholarship 2022”

  1. Pingback: সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২২ | Sonali Bank Scholarship 2022 - inbdjob.com

  2. Pingback: সংখ্যালঘু ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি | DSHE Scholarship 2022 - inbdjob.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *