Skip to content
Home » ২২০ পদে প্রমি এগ্রো ফুডস্ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Prome Agro Foods Ltd Job Circular 2022

২২০ পদে প্রমি এগ্রো ফুডস্ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Prome Agro Foods Ltd Job Circular 2022

Prome Agro Foods Ltd Job Circular 2022

২২০ পদের অধিনে প্রমি এগ্রো ফুডস্ এ নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। Prome Agro Foods Ltd Job Circular 2022 has been published on daily newspaper. আবেদন যোগ্যতা, আবেদন ফরম পূরণ পদ্ধতি এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। আগ্রহী পুরষ উক্ত নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন আগামী ২৯ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত। চলুন তাহলে প্রমি এর নিয়োগ বিজ্ঞপ্তি 2022-এর আলোকে বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

একজনরে বিজ্ঞপ্তি (Summary of Prome Agro Foods Ltd Job Circular 2022)

এক নজরে এগ্রো ফুডস্ কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখুন। At a glance of JOCL (jamunaoil) job circular is below check.

 • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড (Prome Agro Foods Ltd -PAFT)
 • চাকরির ধরণ (Type of Job)কোম্পোনী চাকরি (Private Job)
 • শূন্যপদ (Vacancy): ২২০ জন।
 • বেতন গ্রেড (Salary Range): আকর্ষণীয় বেতন।
 • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম (Full Time)
 • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ ও ২৭-৪০ বছর (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন)।
 • শিক্ষাগত যোগ্যতা  (Educational Qualification) : ন্যূনতম এসসিসি বা সমমান পাশ।
 • লিঙ্গ (Gender): পুরুষ আবেদন করতে পারবে।
 • জেলা (Job Location): সকল জেলা।
 • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.prome.com.bd
 • আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি সাক্ষাৎকার।
 • আবেদনের সময়সীমা (Application Deadline): সর্বশেষ বিজ্ঞপ্তির শেষ সময় ২৯/১০/২০২২ ইং তারিখ, তবে বিজ্ঞপ্তি দেখার পরামর্শ থাকবে।

আরও পড়তে পারেন-
চলমান সকল এনজিও চাকরির খবর 
আকিজ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি


বিস্তারিত প্রমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Prome Job Circular 2022)

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস্ লিঃ এর পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ দেশব্যাপী সেলস্ এন্ড মার্কেটিং বিভাগে জরুরী ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদসমূহে লােকবল নিয়ােগ এর পাশাপাশি পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ডিলার/কমিশন ডিলার নিয়ােগ কার্যক্রম চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি-০১

১। পদের নাম: এরিয়া সেলস্ ম্যানেজার (এ.এস.এম);
পদের সংখ্যা: ১০ জন।
শিক্ষাগত যোগ্যাত: স্নাতক/ স্নাতকোত্তর;
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে নূন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৭-৪০ বছর।

২। পদের নাম: সেলস্ অফিসার (এস.ও);
পদের সংখ্যা: ১৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/ এইচ.এস.সি;
অজ্ঞিতা: ১ বছরের বাস্তব অভিজ্ঞতা তবে আগ্রহী, পরিশ্রমী, উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮-৩০ বছর।

নিয়োগ বিজ্ঞপ্তি-০

১. পদের নাম: সেলস্ ম্যানেজার/ ডিভিশনাল সেলস্ ম্যানেজার।
পদের সংখ্যা: প্রযোজন্য নয়।
শিক্ষাগত যোগ্যাত: স্নাতক/ স্নাতকোত্তর;
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে নূন্যতম ৫-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৩৫-৪৫ বছর।

২. পদের নাম: এরিয়া সেলস্ ম্যানেজার (এ.এস.এম);
পদের সংখ্যা: ১০ জন।
শিক্ষাগত যোগ্যাত: স্নাতক/ স্নাতকোত্তর;
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে নূন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৭-৪০ বছর।

৩. পদের নাম: সেলস্ অফিসার (এস.ও);
পদের সংখ্যা: ২০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/ এইচ.এস.সি;
অজ্ঞিতা: ১ বছরের বাস্তব অভিজ্ঞতা তবে আগ্রহী, পরিশ্রমী, উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮-৩০ বছর।

নিয়োগ বিজ্ঞপ্তি-০৩

১. পদের নাম: এরিয়া সেলস্ ম্যানেজার (এ.এস.এম);
পদের সংখ্যা: ২০ জন।
শিক্ষাগত যোগ্যাত: স্নাতক/ স্নাতকোত্তর;
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে নূন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৭-৪০ বছর।

২. পদের নাম: সেলস্ অফিসার (এস.ও);
পদের সংখ্যা: ২০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/ এইচ.এস.সি;
অজ্ঞিতা: ১ বছরের বাস্তব অভিজ্ঞতা তবে আগ্রহী, পরিশ্রমী, উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮-৩০ বছর।

৩. পদের নাম: ডিপো ইনচার্জ (ঢাকা)
পদের সংখ্যা: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: বি.এ/বি.কম/বি. এস.এস
অজ্ঞিতা: ১ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে পারদর্শ ও হিসাব রক্ষণ কাজে ১/২ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধীকার।
বয়সসীমা: উল্লেখিত নেই।

আবেদন করার নিয়ম ও পরীক্ষার সময় (Application Process and Exam Date of Prome Job Circular)

প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড এ আবেদনপত্র মূলত আলাদা করে পাঠানোর দরকার নেই। এখানে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে গেলে সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে।

২২, ২৯ জুলাই ও ০৫, ১২ আগস্ট ২০২২ ইং তারিখে সরাসরি উপস্থিত হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা অথবা সাক্ষাৎকারের ঠিকানা (Address for sending Application of Prome Job Circular)

প্রধান কার্যালয়: ৪৮৭ গোবিন্দপুর, মৈনারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০। (উত্তরা আব্দুল্লাহ্ পুর এর পূর্ব পাশের বেড়িবাঁধ রাস্তা হতে অটোবাইক যোগের মৈনারটেক “প্রমি” হেড অফিসে আসতে হবে) (01762-683157, 01762-683012, 01713-247016)

এছাড়াও ময়মনসিংহ, রংপুর, যশোর, চট্টগ্রাম ও সিলেটে আবেদনকারীদের জন্য নিজ নিজ জেলা/বিভাগের ঠিকানায় উসপস্থিত হতে হবে। ঠিকানাগুলো নিচের বিজ্ঞপ্তি থেকে দেখার অনুরোধ করা হলো।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Prome job)

এখানে যেহেতু সরাসরি সাক্ষাৎকার সেহেতু আবেদনপত্র এবং এর সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

 • প্রত্যাশীগনকে পূর্ন জীবন বৃত্তান্ত সঙ্গে আনতে হবে (CV);
 • দুই কপি রঙ্গিন পাসপাের্ট সাইজ ছবি (2 copies color photographs)
 • সকল শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি (Educational Certificate photo copy);
 • জাতীয় সনদপত্র (National Identity) এবং
 • অভিজ্ঞতার সনদের ফটোকপি (Professional Certificate)।

প্রমি এগ্রো ফুডস অফিসিয়াল বিজ্ঞপ্তি – Prome Agro Food Ltd NGO Job Circular 2022 All Images

প্রমি এগ্রো ফুডস চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Anti-Prome Agro Food Ltd Job Circular 2022 Official Circular PDF Download link is below:

প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন-

www.prome.com.bd OFFICIAL JOB CIRCULAR

নিয়োগ বিজ্ঞপ্তি- ০১

Prome Job new Circular 2022

সুত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৮ জুলাই ২০২২।

পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো

ইতোপূর্বে যেসকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে গেছে সেগুলোও চাইলে নিচে থেকে দেখে নিতে পারেন।

নিয়োগ বিজ্ঞপ্তি- ০২

প্রমি তে ১৬০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রমি তে ১৬০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরাসরি উপস্থিত হবার ঠিকানা

 • ঢাকা :প্রধান কার্যালয়: ৪৮৭ গােবিন্দপুর, মৈনারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০। (উত্তরা আব্দুল্লাহপুর এর পূর্ব পাশের বেড়িবাঁধ রাস্তা হতে অটোবাইক যােগে মৈনারটেক “প্রমি” হেড অফিসে আসতে হবে) (০১৭৬২-৬৮৩১৫৭, ০১৭৬২-৬৮৩০১২,০১৭১৩-২৪৭০১৬)
 • ময়মনসিংহ: মেসার্স পি.এন্ড ব্রাদার্স, (১৬নং বড়বাজার, ময়মনসিংহ)। মােবাইল: ০১৭৬২-৬৮২৭৭৮, ০১৭৬২-৬৮৩১৯৪
 • রংপুর ঃ মেসার্স আল ফাদিল ট্রেডিং ইন্টারন্যাশনাল, ১৫২/১, গ্রীন হাউস, জি.এল রায় রােড, সাতমাথা, মাহিগঞ্জ, রংপুর। ০১৭৬২-৬৮২৮৮১, ০১৭৬২-৬৮৩১৯৩
 • বগুড়া: মেসার্স রিয়াল এন্ড রাফি এন্টারপ্রাইজ, নিশ্চিন্তপুর (চারমাথা), ওয়ার্ড- ২১, ২য় বাইপাস রােড, বগুড়া। সাতমাথা থেকে কলােনী বাজার, কলােনী বাজার থেকে অটোযােগে নিশ্চিন্তপুর (পূর্বদিকে) চারমাথা। মােবাইল: ০১৭৬২-৬৮২৮২১, ০১৭৬২-৬৮৩১৯৪
 • যশোর: মেসার্স এ.এস ডিষ্ট্রিবিউশন কোম্পানী, ছােটনের মােড়, জমাদ্দারপাড়া, শংকরপুর, যশাের। (কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে) ০১৭৬২-৬৮৩১৭১,০১৭৬২-৬৮২৯৯৯
 • বরিশাল ঃ মেসার্স আর.কে এন্টারপ্রাইজ, কাশিপুর, ইছাকাঠি প্রধান সড়ক, বরিশাল। ০১৭৬২-৬৮৩১২৮, ০১৭৬২-৬৮২৯৯৯
 • কুমিল্লা ঃ মেসার্স সােহেল এন্টারপ্রাইজ, রাজাপাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা (নেওরা স্কুল থেকে ২০০গজ দক্ষিণে)। ০১৭৬২-৬৮৩০১১, ০১৭০৫-৪০৬৪৬০
 • চট্টগ্রাম : হাজী আলী নূর বিল্ডিং, (নিচতলা) সৌদিয়া হােটেলের পাশে, রাজাখালী, চট্টগ্রাম। মােবাইল: ০১৭৬২-৬৮৩০১৩,০১৭৬২-৬৮৩২১৯
 • বি-বাড়িয়া :মেসার্স কে.এন এন্টারপ্রাইজ, উত্তর সুহিলপুর, মাদ্রাসার সামনে, বি-বাড়িয়া। ০১৭৬২-৬৮২৫১৯, ০১৭৬২-৬৮৩০৬৪
 • সিলেটঃ কে.ডব্লিউ.এ ট্রেডিং, সাউথ সুরমা, (সি.এন.জি পাম্পের সামনে) সিলেট। ০১৭৬২-৬৮৩১৪১,০১৭০৫-৪০৬৪৬০
 • E-mail: [email protected], website: www.prome.com.bd

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *