Skip to content
Home » পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি | Public University Scholarship 2022

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি | Public University Scholarship 2022

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি | Public University Scholarship 2022

০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২১-২২ অর্থবছরের “মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির” কোটা বন্টনের অফিস আদেশ।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022 দেখতে ক্লিক করুন-

নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি | Public University Scholarship 2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বৃত্তির বিস্তারিত বিজ্ঞপ্তি।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬ মােতাবেক রাজস্ব খাতভূক্ত বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুন:নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত সংখ্যা ও হার অনুযায়ী স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২১-২০২২ অর্থবছরে ০৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের “মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টন করা হলাে :

স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টন :

মেধা বৃত্তি:
মেধাবৃত্তির সংখ্যা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ভিন্ন (মোট ১৩২টি)।
বৃত্তির হার (মাসিক): ১,১২৫/- টাকা।
এককালীন অনুদান (বাৎসরিক): ১,৮০০/- টাকা।
বৃত্তির মেয়াদকাল: ০১ বছর।

সাধারণ বৃত্তি:
সাধারণ বৃত্তির সংখ্যা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ভিন্ন (মোট ৪,১০৫টি)।
বৃত্তির হার (মাসিক) ৪৫০/- টাকা।
এককালীন অনুদান (বাৎসরিক): ৯০০/- টাকা।
বৃত্তির মেয়াদকাল: ০১ বছর।

শর্তাবলী

  • ১। জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।
  • ২। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যােগ্য ছাত্রী না পাওয়া গেলে | যােগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।
  • ৩। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভােগের যােগ্য হবেন।
  • ৪। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন মােতাবেক আগামী ০৭/০৪/২০২২ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফ্ট কপি ই-মেইলে ([email protected]) ও হার্ড কপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে।

MIS সফটওয়ারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণীয়

  • ০১। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;
  • ০২। পাঠ বিরতিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তি নিয়মিতকরণের আদেশ ব্যতীত তথ্য এন্ট্রি না দেয়া;
  • ০৩। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে;
  • ০৪। শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতীত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব প্রদান করা যাবে না;
  • ০৫। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;
  • ০৬। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;
  • ০৭। বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরণের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা;
  • ০৮। শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিষ্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে;
  • ০৯। শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;
  • ১০। তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;
  • ১১। শিক্ষার্থীর প্রদত্ত ব্যাংক হিসাবটি অবশ্যই সচল (Active) থাকতে হবে;
  • ১২। তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা : ১২/০৪/২০২২ খ্রি. থেকে ২০/০৪/২০২২ খ্রি. পর্যন্ত।

তথ্য পূরণ এর জন্য লিংক নিম্নরুপ:

DSHE Scholarship MIS 99 URL (FT) : hspbd.com/HSP-MIS/login

বিকল্প লিংক : scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login

Official Circular of Public University Scholarship 2022 অফিসিয়াল মেধা ও সাধারণ বৃত্তির সার্কুলার-

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি | Public University Scholarship 2022
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি | Public University Scholarship 2022

Download Scholarship Circular

সূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *