সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অসিয়ালভাবে দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Primary Assistant Teacher (Rangamati) Govt Job Circular 2022 has been published on the official website www.rhdc.gov.bd. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ০১টি পদের অধীনে মোট ৪৬২ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক (রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দা) নারী-পুরুষ উভয়েই আগামী ৩৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত সরাসরি/ ডাকযোগে আবেদন করতে পারবেন। চলুন সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
- সমস্ত চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা সময়সূচি দেখুন
- সকল সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট এখানে
একনজরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – Summary of Primary Assistant Teacher Job
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। Primary Assistant Teacher (Rangamati Hill District Council) Govt Job Circular 2022 Summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ – Rangamati Hill District Council (rhdc)
- পদের নাম: সহকারী শিক্ষক
- চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
- চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
- শূন্যপদ (Vacancy): ৪৬২ জন।
- বেতন (Salary): সর্বোচ্চ ২৬,৫৯০/- টাকা।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
- বয়সসীমা (Age limitation): ২১-৪০ বছর (সাধারণ)।
- যোগ্যতা (Qualification) : স্নাতক বা সমমান পাশ।
- লিঙ্গ (Gender): পুরুষ উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- জেলা (Job Location): রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
- আবেদনের ফি (Application Fee) : ৪০০/- টাকা (ব্যাংক ড্রাফট্ বা পে অর্ডার)।
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি/ ডাকযোগে।
- অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.rhdc.gov.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ৩১/০৫/২০২২ইং থেকে ৩০/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।
আরও দেখুন-
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022
১২৭ পদে কাস্টমস ও ভ্যাট (খুলনা) এ নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকা
বিস্তারিত সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) নিয়োগ বিজ্ঞপ্তি – Primary Assistant Teacher (Rangamati) Govt Job
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/ শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদ সম্পর্কিত সকল তথ্য
Primary Assistant Teacher (Rangamati) Govt job circular 2022 Vacancies and more details about designation. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-
- পদের নামঃ সহকারী শিক্ষক
- পদ সংখ্যা: ৪৬২ টি
- বেতন (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) : ১১০০০-২৬৫৯০/- টাকা
- বেতন গ্রেড: ১৩
- শিক্ষাগত যোগ্যতা: কোস স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণি বা সম পরিমান সিজিপিএ তে স্নাতক/ সমমানের ডিগ্রি।
- বয়সসীমা: ২১-৪০ বছর।
বি.দ্র: প্রার্থীদের ৩০/০৬/২০২২ইং তারিখে বয়স ২১-৪০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন পদ্ধতি – How to Apply Primary Assistant Teacher (Rangamati) Job Circular
প্রার্থীকে নির্ধারিত ফরমে সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন ফরম টি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে।
আবেদন ফরমের সাথে সাথে প্রবেশপত্রর কপিও নিচে থেকে ডাউনলোড করে সংযুক্ত করতে হবে।
নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোন দরখাস্তই গ্রহণ করা হবেনা।
- আবেদন ফরমটি ডাউনলোড করতে Application Form এ ক্লিক করুন।
- প্রবেশপত্রটি ডাউনলোড করতে Admit Card এ ক্লিক করুন।

প্রবেশপত্র ডাউনলোড করুন

আবেদন ফি পরিশোধ
আবেদন ফি বাবদ প্রার্থীকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর অনুকূলে সরকার অনুমোদিত যে কোন ব্যাংক থেকে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট্ বা পে অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গমাটি পার্বত্য জেল পরিষদের রক্ষিত বক্সে আবেদন পত্র সরাসরি জমা দিতে পারবেন।
অথবা, ডাকযোগে-
চেয়ারম্যান
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
আবেদন করার সময়সীমা – Assistant Teacher (Rangamati) Application Deadline
আগ্রহী প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২তে আবেদনের জন্য আবেদন ফরম আগামী ৩০ জুন ২০২২ খ্রি. তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ডাকযােগে পৌছাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদিও প্রেরণ করতে হবে। নিম্নে তার তালিকা উপস্থাপন করা হলো।
- ০৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
- জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন কপি (সত্যায়িত);
- পিতা ও মাতার পরিচয়ত্র কপি (সত্যায়িত);
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র কপি (সত্যায়িত);
- অভিজ্ঞতার সনদপত্রের কপি (সত্যায়িত);
- কোটার সনদ কপি (সত্যায়িত);
- নাগরিকত্বের সনদপত্র;
- স্থায়ী বাসিন্দার প্রমানপত্র;
- ৪০০/- টাকার ব্যাংক ড্রাফট্ বা পে অর্ডার।
বি.দ্র: ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
অন্যান্য শর্তাবলী
- লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
- কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা এবং নিয়ােগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
- চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
- সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সিল থাকতে হবে।
- প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন পরিবর্ধন/সংযােজন/বিয়ােজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
- বিস্তারিত জানার জন্য www.rhdc.gov.bd ভিসিট করুন।
সহকারী শিক্ষক নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি – Primary Assistant Teacher Job Circular 2022 All Images
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Sokari Prathomik Bidyaloy Sohokari Sikkhok, Rangamati Job Circular 2022 Official Circular PDF Download link is below:
www.rhdc.gov.bd OFFICIAL JOB CIRCULAR


লিখিত ও মৌখিক পরীক্ষা (Written and Viva Exam)
লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (রাঙ্গামাটি) এর অফিসিয়াল ওয়েব সাইট www.rhdc.gov.bd এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com
প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। :
(১) লিখিত পরীক্ষা।
(২) মৌখিক পরীক্ষা।
- বিস্তারিত তথ্যের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা ওয়েব সাইট (www.rhdc.gov.bd) দেখুন।
- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: www.rhdc.gov.bd
Great article.
Thank you