Skip to content
Home » ৭১ পদে রিসডা বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | RISDA Bangladesh NGO Job Circular 2022

৭১ পদে রিসডা বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | RISDA Bangladesh NGO Job Circular 2022

RISDA Bangladesh NGO Job Circular 2022

রিসডা বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অসিয়ালভাবে আজ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। RISDA Bangladesh NGO Job Circular 2022 PDF has been published on the official website www.risda.org.bd. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ০৫টি পদের অধীনে মোট ৭১ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী-পুরুষ উভয়েই আগামী ২৭ ও ২৮ মে ২০২২ তারিখ পর্যন্ত সরাসরি আবেদন করতে পারবেন। চলুন রিসডা নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।

আমাদের ওয়েবসাইটে (ইনবিডিজব.কম) প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

একনজরে রিসডা এনজিও চাকরি বিজ্ঞপ্তি – Summary of RISDA NGO Job Circular

রিসডা-বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। RISDA-Bangladesh Job Circular 2022 summary is below:

  • কোম্পানির নাম (Name of the Organization): রিসডা-বাংলাদেশ – RISDA-Bangladesh
  • পদের নাম (Post Name) : পদের নামগুলো (৫টি) নিচে দেখুন।
  • চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
  • শূন্যপদ / Vacancy: ৭১টি।
  • বেতন: ৪০,০০০/- টাকা।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: স্নাতক পাশ।
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন ফি (Application Fee): প্রযোজ্য নয়।
  • পরীক্ষা ফি: ৩০০/- টাকা।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: সরাসরি সাক্ষাৎকার।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.risda.org.bd
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ১০/০৫/২০২২ইং থেকে ২৮/০৫/২০২২ইং তারিখ পর্যন্ত।


About RISDA Bangladesh

RISDA-Bangladesh is a national NGO, founded in 1993 with a mission to promote human rights and devote for socio-economic development of the underprivileged, marginalized and hard-to-reach people. Since the inception, the organization has implemented various projects and programs for Humanitarian Response, Community Development, Skills Training, Renewable Energy, Microfinance and more.

রিসডা-বাংলাদেশ এনজিও নিয়ােগ ২০২২ বিস্তারিত – RISDA NGO Job Circular 2022

রিসডা-বাংলাদেশ (RISDA-Bangladesh) জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যান্ত অঞ্চলে মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম সহ শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য, সৌর বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচী, কৃষি সম্প্রসারণ কর্মসূচি, স্কুল ফিডিং কর্মসূচী, মানবিক সহায়তা কর্মসূচীসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইসলামী মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে জনবল নিয়ােগের জন্য নিম্ন বর্ণিত পদে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদ সম্পর্কিত সকল তথ্য

RISDA-Bangladesh NGO job circular 2022 Vacancies and more details about designation. রিসডা বাংলাদেশ এনজিও চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

রিসডা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১। পদের নাম: পদের নাম: এলাকা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ৩ টি
বেতন: ৪০,০০০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২। পদের নাম: সেলস ম্যানেজার
পদ সংখ্যা: ২ টি
বেতন: ৩৫,০০০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। পদের নাম: অডিট ম্যানেজার
পদ সংখ্যা: ১ টি
বেতন: ২৫,০০০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

৪। পদের নাম: সহকারি শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১৫ টি
বেতন: ২৫,০০০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

৬। পদের নাম: ক্রেডিট অফিসার
পদ সংখ্যা: ৫০ টি
বেতন: ১৮২৮৩/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমানের ডিগ্রী

আবেদনের পদ্ধতি – Apply Process of RISDA NGO Job Circular

সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র, অভিজ্ঞতার সনদ, সকল শিক্ষাগত যােগ্যতার মূল সনদ ও মােবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত আবেদন পত্র (নির্বাহী পরিচালক বরাবর) ও পূর্ণ জীবন বৃত্তান্ত নিয়ে স্বশরীরে রিসডা-বাংলাদেশ, প্রধান কার্যালয়, বাড়ি # ২৬, রােড # ০২, ব্লক-সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকায় সকাল ৯.০০ ঘটিকার সময় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহন করার জন্য বলা হলাে

আবেদন ফি প্রদান

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে সকল পদের জন্য নগদ ৩০০/- টাকা “রিসড়া বাংলাদেশ প্রধান কার্যালয়ে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

আবেদনের সময়সীমা/ সাক্ষাৎকার

১ থেকে ৩ নং পদে আগামী ২৭ ই মে-২০২২ ইং তারিখ এবং ৪ ও ৫ নং পদে আগ্রহী প্রার্থীদেরকে আগমী ২৮ মে ২০২২ ইং তারিখ উপস্থিত থাকতে হবে।

আবেদনপত্র পাঠানো/ সাক্ষাৎকারের ঠিকানা

নির্বাহী পরিচালক
রিসডা বাংলাদেশ
প্রধান কার্যালয়
বাড়ি# ২৬, রোড# ০২, ব্লক-সি
কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত কপি।
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার মূল ও অনুলিপি।
  • অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • জাতীয় পরিচয়পতত্রের কপি।
  • ৩০০/- টাকা জমা রশিদ।

অন্যান্য শর্তাবলী

অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তবলীগুলো নিচে দেয়া হলো:

  • ১ ও ২ নং পদের প্রার্থীকে মােটর সাইকেল চালনায় পারদর্শী ও বৈধ মােটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মােটর সাইকেল থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
  • ৪ ও ৫ নং পদের প্রার্থীদের বাই সাইকেল চালনায় পারদর্শী ও কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মােটর সাইকেল থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ৫ নং পদে বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে।
  • উল্লেখিত পদের জন্য মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরি বিধিমালা অনুযায়ী বছরে ২ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, যাতায়ত ভাতা, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও নির্দিষ্ট পদের জন্য মােটর সাইকেল জ্বালানি এবং বিনা ভাড়ায় আবাসন সুবিধা প্রাপ্য হবেন।
  • সংস্থার বিধি মােতাবেক ১ হতে ৫ নং পদের নির্বাচিত প্রার্থীদের জন্য ১০,০০০/= টাকা জামানত/সিকিউরিটি (কমপক্ষে ১ বছর সংস্থায় চাকরি করা সাপেক্ষে লভ্যাংশসহ ফেরতযােগ্য) সংস্থায় জমা রাখতে হবে এবং বাবা/মা/নিকট আত্নীয় দ্বারা জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • উল্লেখ্য যে, রিসডা-বাংলাদেশ নিয়ােগ বিজ্ঞপ্তির সংশােধন/ সংযােজনসহ বাতিল করার ক্ষমতা রাখে।

রিসডা বাংলাদেশ এনজিও চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – RISDA Bangladesh NGO Job Circular 2022 All Images

রিসডা বাংলাদেশ চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। RISDA Bangladesh Job Circular 2022 Official Circular PDF Download link is below:

www.risda.org.bd OFFICIAL JOB CIRCULAR

RISDA Bangladesh NGO Job Circular 2022

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি

হেল্প-লাইন/ যােগাযােগ

মােবাইল: ০১৭৭৭৭৬৫৩৮০, ০১৭৭৭৭৬৫৩৯৪, ০১৭৭৭৭৬৫৩৯৬।
Email: [email protected], [email protected],
Website: www.risda.org.bd

সূত্র: risda.org.bd ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *