Skip to content
Home » ৪২১ পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | SATU/ SETU NGO Job Circular 2022

৪২১ পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | SATU/ SETU NGO Job Circular 2022

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | SATU NGO Job Circular 2022

সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এনজিও এ ০৯+০৩টি ক্যাটাগরীতে ১৭১+২৫০ জনের নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। Social Advancement Through Unity – SATU NGO Job Circular 2022 has been published on newspaper. আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ১০ আগস্ট ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

বি.দ্র: আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেতু নামে ২টি বেসরকারি প্রতিষ্ঠান। যার একটির ইংরেজি নামের বানান SATU (Social Advancement Through Unity) এবং ২য়টি SETU । ২টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ এক সাথে এখানেই প্রকাশিত হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি (At a Glance SETU NGO Job Circular)

সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Social Advancement Through Unity (SATU) NGO Job Circular 2022 summary is below:

  • কোম্পানির নাম (Name of the Organization): সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) – Social Advancement Through Unity (SATU)/ SETU
  • পদের নাম (Post Name) : পদের নামগুলো (০৯টি+০৩) নিচে দেখুন।
  • চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
  • শূন্যপদ / Vacancy: ৪২১টি।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: স্নাতক পাশ।
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন ফি (Application Fee): SETU- প্রযোজ্য নয়, SATU- ২০০/- টাকা।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে/ সরাসরি (by post)।
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ৩০/০৭/২০২২ইং থেকে ২০/০৮/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।


সেতু এনজিও নিয়ােগ ২০২২ বিস্তারিত (SATU NGO Job Circular 2022)

সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু) জাতীয় পর্যায়ের একটি ক্ষুদ্রঋণ সহায়তাকারী সংস্থা। উক্ত সংস্থা পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচলিত। সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও বিষয়ক ব্যুরাের সনদ নং-৭৯৫। সংস্থার মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিমে বর্ণিত পদ ও শর্তে বেশ কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়ােগ করা হবে। বর্ণিত পদে নিয়ােগ পেতে আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Social Advancement Through Unity – SETU NGO Job Circular 2022 summary is below.

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১। পদের নাম: সহকারি পরিচালক
পদ সংখ্যা: ১ টি
বেতন: ৮৮,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

২। পদের নাম: সমন্বয়কারী
পদ সংখ্যা: ২ টি
বেতন: ৬৮,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৩। পদের নাম: জেনারেল ব্যবস্থাপক
পদ সংখ্যা: ৪ টি
বেতন: ৫০,৬০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৪। পদের নাম: ব্যবস্থাপনা নিরীক্ষা
পদ সংখ্যা: ৪ টি
বেতন: ৩৯,৫০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৫। পদের নাম: এলাকা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১০ টি
বেতন: ৩২,৭০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৬। পদের নাম: প্রশিক্ষক
পদ সংখ্যা: ৪ টি
বেতন: ২৫,৮০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৭। পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ৪০ টি
বেতন: ২৪,৮০০ টাকা
বয়স: ২৮-৩৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৮। পদের নাম: অভ্যন্তরীণ নিরীক্ষা
পদ সংখ্যা: ৬ টি
বেতন: ২৪,৮০০ টাকা
বয়স: ২৮-৩৫ বছর
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।

৯। পদের নাম: ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ১০০ টি
বেতন: ১৬,৮০০ টাকা
বয়স: ২৫-৩৫ বছর
যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

আবেদনের পদ্ধতি – Apply Process of SATU Job Circular 2022

প্রার্থীকে স্বহস্তে লিখে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত প্রেরণ করতে হবে।

  • প্রথমে যেকোন গ্রহণযোগ্য আবেদন ফরম কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে হাতে পূরণ অথবা কম্পিউটার টাইপ করে প্রিন্ট দিতে পারেন।
  • প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদনপত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম | তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মােবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
  • নির্ধারিত ফি সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা মার্চেন্ড বিকাশ নম্বরে প্রেরণ করে Transaction ID প্রদান করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি প্রদান

পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে ২০০ টাকা “সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিটি (সেতু)” এই নামে সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল বরাবর জমা দিতে হবে এবং জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে ২০৫ টাকা প্রেরণ করতে হবে।
বিকাশের মাধ্যমে প্রেরণ করার পরে Transaction ID সংগ্রহ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র আগামী ১০ আগস্ট ২০২২ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বরাবর
মানব সম্পদ বিভাগ
সেতু, টিএনটি কলোনি রোড,
পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত কপি।
  • ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার মূল ও অনুলিপি।
  • অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • জাতীয় পরিচয়পতত্রের কপি।

অফিসিয়াল বিজ্ঞপ্তি (SETU NGO Job Circular 2022 All Images)

সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Social Advancement Through Unity (SETU) NGO Job Circular 2022 Official Circular PDF Download link is below:

SATU OFFICIAL JOB CIRCULAR

Satu NGO New Job Circular 2022
SETU NGO New Job Circular 2022

SATU NGO Job Circular 2022
SATU NGO Job Circular 2022

সূত্র: দৈনিক প্রথম আলো ০২ আগস্ট ২০২২।

প্রয়োজনীয় শর্তাবলীসমূহ

  • ১. প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম | তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মােবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
  • ২. আবেদনপত্রের সাথে সদ্যতােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদপৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র/ভােটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • ৩. শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীদের ১ (এক) বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রথম ৪ মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন, সদস্য সংগঠিত করা, সমিতি গঠন,সদস্যদের সাথে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরবর্তী ৪ মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনায়, কম্পিউটার ও রিপাের্টিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে মূল্যায়নের ভিত্তিতে যাচাই করে তৃতীয় ধাপে উন্নীত করা হবে। তৃতীয় ধাপে উন্নীত প্রার্থীদের ৪ মাসের জন্য একটি শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব দেয়া হবে। উল্লেখিত সময়ে দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে নিয়মিতকরণসহ স্থায়ী ভাবে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব প্রদান করা হবে। প্রতি ধাপে মূল্যায়নের ক্ষেত্রে অকৃতকার্য হলে, প্রতি ধাপে প্রশিক্ষণকাল ৩ মাস বৃদ্ধি হতে পারে। যােগদানের সময়ে প্রার্থীকে ন্যূনতম ৩ বছর চাকুরী করার নিশ্চয়তা সম্পর্কিত হলফ নামা প্রদান করতে হবে। তবে সরকারী চাকুরীর নিশ্চয়তা থাকলে শর্তটি শিথিলযােগ্য।
  • ৪. ক্রেডিট অফিসার, গ্রেড-১০-বি পদে নির্বাচিত প্রার্থীকে নিয়ােগের পর প্রথম ১ (এক) মাস প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণকাল সফলতার সাথে শেষ হলে শিক্ষানবিশকালে উন্নীত করা হবে।
  • ৫. শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদ ব্যতিত, সকল পদে শিক্ষানবিশকাল ৬ (ছয়) মাস। শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকুরীতে নিয়মিতকরণ করা হবে। নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি), গ্র্যাচুইটির সুবিধা (চাকুরীকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছরে ২টি ও ১৫ বছরে ৩টি করে সর্বশেষ মূল বেতন প্রদান করা হবে) ওবছরে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি ও ১টি মূল বেতনের ৫০% ) প্রদান করা হবে।
  • ৬. নির্বাচিত প্রার্থীকে ২নং পদের জন্য জামানত বাবদ এককালীন ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৩ ও ৪নং পদের জন্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ৫নং পদ প্রার্থীদের ১০,০০০/-(দশ হাজার) টাকা (যা ফেরতযােগ্য) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
  • ৭, প্রার্থীকে আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা “সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু)” এই নামে সােনালী ব্যাংক লি., টাংগাইল বাজার শাখা, টাংগাইল, হিসাব নং-৬০২-৬০০-১০০-১৩৪৪-এ অন লাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে (০১৮৮১-০০৯৮৮০) ২০৫/- (দুইশত পাঁচ) টাকা (রেফারেন্স এ নিজ মােবাইল নাম্বার উল্লেখ করে) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
  • ৮. আগামী ২৬/০৫/২০২২খ্রি. তারিখের মধ্যে ডাকযােগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক (মানব সম্পদ) বরাবরে সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, প্লট-৯১,ব্লক-২, রােড-১২, টাংগাইল হাউজিং এস্টেট, পশ্চিম আকন্তু টাকা পাড়া, টাংগাইল এই ঠিকানায় আবেদন পত্র পৌছাতে হবে। শর্তাবলীপূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই। আবেদনকারী ১-৪নং পদের প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৫নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোন প্রকার TADA প্রদান করা হবে না।

সহকারী পরিচালক (মানব সম্পদ)
সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু), টাংগাইল।

সূত্র: প্রথম আলো।

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি

সহকারী পরিচালক (মানব সম্পদ বিভাগ)
সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিটি-সেতু
প্রধান কার্যালয় প্লট-৯১, ব্লক-২, রোড-১২,
টাঙ্গাইল হাউসিং স্টেট, পশ্চিম আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *