Skip to content
Home » ১০৮৪ পদে সিও এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি | SEHEO NGO Job Circular 2022

১০৮৪ পদে সিও এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি | SEHEO NGO Job Circular 2022

SEHEO NGO Job Circular 2022

সিও এনজিওতে ২৩ টি পদের অধীনে মোট ১,০৮৪জন নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। SEHEO NGO Job Circular 2022 has been published on daily Ittefaq and the official website www.seheobd.org। সিও, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত এবং জাতীয় পর্যায়ে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ১১ নভেম্বর ২০২২ ই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে সিও এনজিও চাকরি বিজ্ঞপ্তি – Summary of SEHEO NGO Job Circular

SOCIO ECONOMIC HEALTH EDUCATION ORGANIZATION নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সার-সংক্ষেপ দেখা যাক।

  • কোম্পানির নাম (Name of the Organization): সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন (সিও) – Socio Economic Health Education Organization (SEHEO)
  • পদের নাম (Post Name) : ২০টি পদের নাম দেখুন নিচের সার্কুলার থেকে।
  • চাকরির ধরণ (Type of Job): বেসরকারি চাকরি /Private Job Circular
  • শূন্যপদ / Vacancy: ১,০৮৪ টি।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম অষ্টম (৮ম) শ্রেণি পাশ(বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখার পরামর্শ)।
  • লিঙ্গ/ Gender: পুরুষ-মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে অথবা সরাসরি (Direct)।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.seheobd.org
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ১০/১১/২০২২ইং তারিখ।

আরও দেখতে পারেন-
গ্রুপ অফ কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বিস্তারিত সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি | SEHEO NGO Job Circular

সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন (সিও) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে তার পরে আবেদন করবেন। নিম্নে পদ এবং পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্য দেখা যাক।

১। পদের নামঃ সহকারি পরিচালক
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৬০০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

২। পদের নামঃ জেনারেল ম্যানেজার
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ৫০০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

৩। পদের নামঃ আঞ্চলিক ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৪০০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

৪। পদের নামঃ প্রশিক্ষক
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

৫। পদের নামঃ সিনিয়র শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৪০ টি
বেতনঃ ৩৫০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

৬। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ ৩৩০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

৭। পদের নামঃ সহকারি শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ ২৮০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

৮। পদের নামঃ জেনারেল হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ২৭০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বি কম/ এম কম ডিগ্রী।

৯। পদের নামঃ অডিট ও মনিটরিং অফিসার
পদ সংখ্যাঃ ১৫ টি
বেতনঃ ২৭০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বি কম/ এম কম ডিগ্রী।

১০। পদের নামঃ জুনিয়র শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৪০ টি
বেতনঃ ২২০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

১১। পদের নামঃ শাখা হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ১৫ টি
বেতনঃ ২২০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বি কম/ এম কম ডিগ্রী।

১২। পদের নামঃ সহকারি শাখা হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ ১৮০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বি কম/ এম কম ডিগ্রী।

১৩। পদের নামঃ সিনিয়র ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ১৫০ টি
বেতনঃ ২০০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

১৪। পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ১৫০ টি
বেতনঃ ১৮০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

১৫। পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ২০০ টি
বেতনঃ ১৬০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক ডিগ্রী।

১৬। পদের নামঃ সিভিল ইঞ্জিনিয়ার
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ২৬০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার।

১৭। পদের নামঃ সাইট ইঞ্জিনিয়ার
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২৪০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা/ বিএসসি ডিগ্রী।

১৮। পদের নামঃ স্টোর কিপার
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক ডিগ্রী।

১৯। পদের নামঃ ডকুমেন্টেশন অফিসার
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ডিগ্রী।

২০। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।

২১। পদের নামঃ ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।

২২। পদের নামঃ বাবুর্চি
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।

২৩। পদের নামঃ এমএলএসএস
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।

আবেদনের পদ্ধতি এবং শর্তাবলী – SEHEO Job Apply

সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন(সিও) নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ শর্তাবলী জানা আবশ্যক।

প্রার্থীকে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন স্বহস্তে লিখে পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

আবেদন ফি পরিশোধ

আবেদন ফি বাবদ ১-৩ নং পদের জন্য ৩০০ টাকা, ৪-৯ নং পদের জন্য ২০০ টাকা এবং ১০-১৬ নং পদের জন্য ১০০ টাকা সিও, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখার নির্ধারিত চলতি হিসাব নম্বর অথবা সিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঝিনাইদহর চলতি হিসাব নম্বরে রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

আবেদনপত্র প্রেরণের ঠিকানা

পরিচালক
মানবসম্পদ বিভাগ
সিও সার্কিট হাউস রোড
চাকলাপাড়া, ঝিনাইদহ- ৭৩০০।

সিও এনজিও অফিসিয়াল সার্কুলার – SEHEO NGO Official Circular

সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন(সিও) অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখার অনুরোধ রইল। Socio Economic Health Education Organization (SEHEO) Job 2022 Official PDF Circular is below:

SEHEO NGO Job Circular 2022
SEHEO NGO Job Circular 2022

সূত্র: দৈনিক ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *