অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Skills For Employment Investment Program (SEIP) এর অর্থায়নে জনবল নিয়োগের নিমিত্তে আজ অফিসিয়ালভাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক আমাদের সময় ও অফিসিয়াল ওয়েবসাইটে। The official website is www.seip-fd.gov.bd এবং বিএমইটি’র ওয়েবসাইট (www.bmet.gov.bd). উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ০৫টি ক্যাটাগরির অধীনে মোট ১৮ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতাসম্পন্ন হলে ১০ নভেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
Topics in this Post
একনজরে এসইআইপি নিয়োগ (Summary of SEIP Govt Job Circular)
পোস্টের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগ বিজ্ঞপ্তির প্রায় সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে সংক্ষেপে তালিকাভুক্ত। যা দেখে সম্পূর্ণ সার্কুলার সম্পর্কে অবহিত হতে পারবেন। এসইআইপি Job Circular 2022 Summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম – Skills For Employment Investment Program (SEIP)
- চাকরির ধরণ (Type of Job): সরকারি প্রকল্প (Government Job)
- চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
- পদের নাম (Name of Designation): ১৬টি ক্যাটাগরীর অধীন, পদের নামগুলো নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল।
- শূন্যপদ (Vacancy): ১৮ জন।
- বেতন (Salary): উল্লেখ নেই।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
- বয়সসীমা (Age limitation): সর্বোচ্চ ৩৫ বা ৪০ বছর।
- শিক্ষাগত যোগ্যতা (Qualification) : ডিপ্লোমা বা স্নাতকোত্তর।
- লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- জেলা (Job Location): সকল জেলা।
- আবেদনের ফি (Application Fee) : প্রযোজ্য নয়।
- অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.seip-fd.gov.bd এবং www.bmet.gov.bd।
- আবেদনের মাধ্যম (Apply Process): ডাকযোগে বা অনলাইনে (
https://forms.gle/6H1kjjK15GXEqbWE7) ইমেল করতে হবে। - আবেদনের সময়সীমা (Application Deadline): ১০/১১/২০২২ইং তারিখ পর্যন্ত।
আরও দেখুন-
জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকা
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি (SEIP Job Details)
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Skills For Employment Investment Program (SEIP) এর অর্থায়নে মৌলভীবাজার টিটিসি, চট্টগ্রাম মহিলা টিটিসি, খুলনা মহিলা টিটিসি ও পাবনা টিটিসির জন্য অতিথি প্রশিক্ষক (Guest Trainer), সহকারী অতিথি প্রশিক্ষক (Assistant Guest Trainer) এবং জব প্লেসমেন্ট অফিসার পদে সাকুল্য বেতনে (দৈনিক সম্মানী ভিত্তিতে) অস্থায়ী ও সম্পূর্ণ খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিতকরণ (Engagement) এর জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
১৬টি পদের অধীনে মোট ১৮জন লোক নিয়োগ করা হবে।
পদ সম্পর্কিত সকল তথ্য অনুগ্রহ করে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখার অনুরোধ করা হলো।
আবেদন পদ্ধতি (How to Apply?)
Instruction for Applications: Chief Coordinator, Kumudini Welfare Trust of Bengal (BD) -SEIP., 86, Sirajuddowla Road, Narayanganj or Email: [email protected]
উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন অথবা ইমেইলে মেইল করুন।
আরও দেখুন-
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
চলমান সকল এনজিও চাকরির খবর
আবেদন করার সময়সীমা (Job Application Deadline)
নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়ার সময়সীমা নিম্নরূপ:
বিবরণ | তারিখ | সময় |
---|---|---|
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 28 October 2022 | |
আবেদন শুরু | 28 October 2022 | |
আবেদনের শেষ তারিখ | 10 November 2022 | বিকাল ৫.০০ ঘটিকা |
অফিসিয়াল নিয়োগ সার্কুলার – Official Job Circular 2022
চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিচে থেকে পিডিএফ ডাউনলোড দিতে পারবেন। Skills For Employment Investment Program (SEIP) Official Niyog Biggopti PDF Download link is below:
DOWNLOAD OFFICIAL JOB CIRCULAR

Source: Bangladesh Pratidin 28 October 2022

- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: অফিসিয়াল ওয়েসাইট ও দৈনিক আমাদের সময় (২১ জুন ২০২২)।
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পদ্ধতি:
আবেদন পদ্ধতি (How to Apply?)
An online procedure is being followed to apply for this government job advertisement. উক্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ২টি স্টেপের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রথমে নির্দিষ্ট লিংক থেকে গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। এবং ২য় ধাপে ফরম পূরণের পরে প্রাপ্ত কনফার্মেশনটি (ইমেইলে পাবেন) তাদের ইমেইলে পাঠাতে হবে।
1st step- Online Apply (অনলাইনে আবেদন):
- প্রথমে https://forms.gle/6H1kjjK15GXEqbWE7 লিংক এ প্রবেশ করুন অথবা Online Apply এ ক্লিক করুন।
- এখন প্রদর্শীত ফরমটি যথাযথভাবে পূরণ করুন, স্টার মার্কগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং ছবি ও স্বাক্ষর ও আপলোড করতে হবে। সব হয়ে গেলে Submit এ ক্লিক করুন। (নিচের নমুনা ফরমটি দেখুন)

2nd Step- ই-মেইল সেন্ড:
২য় ধাপে ফরম পূরণপূর্বক সাবটি করে আবেদনকারীর ই-মেইলে প্রাপ্ত কনফার্মেশন ই-মেইলটি [email protected] ঠিকানা পাঠাতে হবে।