Skip to content
Home » সেনা কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Senakalyan Job Circular 2022

সেনা কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Senakalyan Job Circular 2022

সেনা কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Senakalyan Job Circular 2022

Senakalyan Job Circular 2022 has been published on daily newspaper Ittefaq on 06 March 2022. Eligible Men and Women both can apply for this government job circular to 20 March 2022 at 5.00pm. ম্যানাজার (উৎপাদক এবং যান্ত্রিক) পদে কিছু সংখ্যক যোগ্য লোক নিয়োগের লক্ষ্যে সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরীর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এক নজরে সেনা কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Senakalyan Job Circular 2022)

Senakalyan Job Circular 2022 এর সার-সংক্ষেপ দেখা যাক।

কোম্পানির নাম (Name of the Organization): সেনা কল্যাণ সংস্থা (Sena Kalyan Sangstha)
পদের নাম (Post Name) : ম্যানাজার (উৎপাদক এবং যান্ত্রিক) (Manager (manufacturer and mechanical))
চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি /Govt Job Circular
শূন্যপদ / Vacancy: উল্লেখ নেই।
Job Nature: Full Time
শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: বিজ্ঞাপন দেখুন (see circular for more)
লিঙ্গ/ Gender: Men and Women
আবেদন পদ্ধতিApply Process: সরাসরি/ ডাকযোগে (Direct/ by post);
Official Website: www.senakalyan.org/
আবেদনের সময়সীমাApplication Deadline: ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে (20 March 2022)।

সেনা কল্যাণ নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত (Sena Kollan Job Circular 2022)

সেনা কল্যাণ সংস্থা, মানব সম্পদ বিভাগ, এসকেএস টাওয়ার, লেভেল-১০, ০৭ ভিআইপি রােড, মহাখালী, ঢাকা-১২০৬, Email: [email protected]

সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরী এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে জনবল নেয়া হবেঃ
পদবীঃ ম্যানেজার (উৎপাদন/যান্ত্রিক)

শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (Required Qualification and Experience for Senakollan Job Circular)

|ক। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ০৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার (যান্ত্রিক)।
খ। সিমেন্ট কারখানায় উৎপাদন যান্ত্রিক বিভাগে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। তবে যােগ্যত সাপেক্ষে ১০ বছরের কম অভিজ্ঞতাদেরকেও বিবেচনায় নেয়া হবে।
গ। সিমেন্ট উৎপাদন কারখানায় ম্যানেজার (উৎপাদন ও যান্ত্রিক) পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা।
ঘ। সিমেন্ট উৎপাদনের সাথে জড়িত সকল প্রসেস ইকুইপমেন্টের (গিয়ার বক্র,বলমিল, পিএলসি। সিষ্টেম ইত্যাদি অপারেশন এবং রক্ষণাবেক্ষন বিষয়ে সম্যক জ্ঞান।
ঙ। সিমেন্ট উৎপাদন প্রসেস বিষয়ে বিশেষ ট্রেনিং প্রাপ্তগণ অগ্রধিকার পাবেন।
চ। কমপ্রেসার, হাইড্রোলিক সিষ্টেম সম্বলিত মেশিনারীসহ বিভিন্ন যান্ত্রিক মেশিনারী অভারহােলিং মেইনটেন্যান্স বিষয়ে বিশেষ জ্ঞান থাকতে হবে।
ছ। বিভন্ন প্রসেস ইন্সটুমেন্ট এবং অটোমেশন ইন্টার লােকিং সিষ্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে।
জ। পেশাগত সেফটি এবং বিভিন্ন কমপ্লায়েন্স বিষয়ে জ্ঞান থাকতে হবে।
ঝ। সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

সেনা কল্যাণ সংস্থায় আবেদনের পদ্ধতি (How to apply senakalyan Job circular 2022)

আগ্রহী যযাগ্য প্রার্থীগণকে সদ্য তােলা ০২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের উপর পদবী উল্লেখসহ) আগামী ২৪ মার্চের ২০২২ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে উপরােক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরােধ করা যাচ্ছে।

বেতন ও ভাতাদি/ Salary and Other Opportunities):
বেতনও সুবিধাদি এসকেএস এর পলিসি/আলােচনা সাপেক্ষে জানানো হবে।

সেনা কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Senakalyan Job Circular 2022
Senakalyan Job Circular 2022

সূত্র: ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *