গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা (www.shed.gov.bd) এর অধীনে ২০২২ সালে অধ্যয়রত সরকারী কর্মকর্তাদের সম্পূর্ণ বৃত্তি দিয়ে মাস্টার্স অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৪ এপ্রিল ২০২২ ইং তারিখের মধ্যে সরাসরি আবেদন করতে পারবেন।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাস্টার্স প্রোগ্রামের বৃত্তি 2022
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি
Topics in this Post
এক নজরে Government Officials শিক্ষাবৃত্তি ২০২২
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর অনুকুলে সরকারী কর্মকর্তাদের শিক্ষাবৃত্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। SHED- Government Officials Scholarship summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ – Secondary and Higher Education Division (SHED)
- বৃত্তির ধরণ (Type of Scholarship): শিক্ষাকালীন।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : স্নাতক।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship): সার্কুলারে উল্লেখ নেই।
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.shed.gov.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ১৪/০৪/২০২২ইং তারিখ পর্যন্ত।
সরকারী কর্মকর্তা শিক্ষাবৃত্তি ২০২২ | Government Officials Scholarship 2022
বিষয় Announcement of 2022 Full scholarship Master’s Program for Government Officials সংক্রান্ত।
কোরিয়ার International School of Urban Science, University Seoul (UOS)এবং Seoul Metropolitan Government এর যৌথ সহযোগিতায় Government Officialsদের জন্য ২০২২ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বৃত্তি দিয়ে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নের সুযোগ প্রদান করবে। এ কোর্সে অধ্যয়নের ফলে সরকারি সেক্টরে কর্মরত কর্মকর্তাদের নগর প্রশাসন এবং পরিকল্পনা গ্রহণের স্বক্ষমতা বৃদ্ধি পাবে। অবশ্যই নির্ধারিত সময়েরর মধ্যে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের মাধ্যম
আগ্রহী Government Officialsদের এতৎসঙ্গে সংযুক্ত তথ্যাদির ভিত্তিতে সরাসরি আবেদন/ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Full scholarship Master’s Program for Government Officials (SHED) 2022 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, অফিসিয়াল সার্কুলার-


সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ