মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাস্টার্স প্রোগ্রামের বৃত্তি অফিসিয়ালভাবে প্রকাশিত | SHED Masters Program Scholarship 2022 on shed.gov.bd and fid.gov.bd. আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০ জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা- সরকারী কর্মকর্তা শিক্ষাবৃত্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাস্টার্স প্রোগ্রামের বৃত্তি 2022
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি
Topics in this Post
এক নজরে Government Officials শিক্ষাবৃত্তি ২০২২
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর অনুকুলে সরকারী কর্মকর্তাদের শিক্ষাবৃত্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। SHED- Government Officials Scholarship summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ – Secondary and Higher Education Division (SHED)
- বৃত্তির ধরণ (Type of Scholarship): শিক্ষাকালীন।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : স্নাতক।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship): সার্কুলারে উল্লেখ নেই।
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি/ ডাকযোগে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.shed.gov.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ৩০/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা।
২০২২-২৩ শিক্ষাবর্ষে Actuarial Science/ Actuarial Management বিষয়ে ২ বছর মেয়াদী
মাস্টার্স প্রােগ্রামের বৃত্তির বিজ্ঞপ্তি প্রচার সংক্রান্ত।
উপযুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, দেশে প্রয়ােজনীয় সংখ্যক একচ্যুয়ারি সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক প্রকাশিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে Actuarial Science/ Actuarial Management বিষয়ে ২ বছর মেয়াদী মাস্টার্স প্রােগ্রামের বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিটি এতদসঙ্গে সংযুক্ত করা হলাে এবং বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
স্কলারশীপ বিজ্ঞপ্তি
দেশে প্রয়ােজনীয় সংখ্যক একচ্যুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে Actuarial Science এবং Actuarial Management বিষয়ে মাস্টার্স প্রােগ্রামের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে ও নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
- ১ম বছর Masters in Actuarial Science ডিগ্রির জন্য যুক্তরাজ্যের City; University of London 47 Bayes Business School (Formerly Cass Business School) Crop Unconditional Offer Letter থাকতে হবে। শর্তযুক্ত Offer Letter সংবলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;
- Bayes Business School এর সকল শর্তাদি পূরণপূর্বক Masters in Actuarial Science সম্পন্ন করার পর পরবর্তী ১ বছর মেয়াদে Masters in Actuarial Management প্রােগ্রামে ভর্তির যােগ্যতা অর্জন করতে হবে;
- বিদেশে সম্পন্ন স্নাতক/মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে আবশ্যিকভাবে ইউজিসি কর্তৃক ডিগ্রি সমতায়নের প্রত্যয়নপত্র জমা দিতে হবে;
- সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আবেদনকারীর চাকুরী স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে এই প্রােগ্রামের জন্য বিবেচিত হবেন না;
- ইতােপূর্বে সরকারি/বেসরকারি/আন্তর্জাতিক কোন সংস্থা কর্তৃক পূর্ণাঙ্গ স্নাতক/স্নাতকোত্তর বৃত্তি/ফেলােশিপপ্রাপ্ত প্রার্থীগণ এ স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না;
- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারিবেসরকারি বীমা কোম্পানি (লাইফ/নন-লাইফ)-তে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রার্থীগণ আবেদনের অগ্রিম কপি নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে পারবেন;
- বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি অধ্যয়ন শেষে দেশে ফিরে কমপক্ষে ১০ বছর দেশের বীমা খাতের সাথে যুক্ত থাকতে হবে;
- আগ্রহী প্রার্থীগণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলােড করতে পারবেন;
- সম্প্রতি তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সকল সনদ, পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, পাসপাের্ট এর সত্যায়িত কপি, TOEFL/IELTS পরীক্ষার ফলাফল এর সত্যায়িত কপিসহ নিম্নস্বাক্ষরকারী বরাবরে ডাকযােগ অথবা সরাসরি পৌছাতে হবে;
- কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল/ পরিবর্তন/ পরিবর্ব্ধন এবং যে কোন বৃত্তি প্রাপ্ত ব্যক্তির আবেদন বিবেচনা/ বাতিলের নিরঙ্কুশ ক্ষমতা সংরক্ষণ করেন।
বয়সসীমা
বয়সসীমা: ৩০-০৬-২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০ জুন, ২০২২ তারিখ, বৃহস্পতিবার, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিতরণ (প্রয়ােজনীয় কার্যার্থে):
- চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শের-ই বাংলা নগর, ঢাকা।
- সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (বিজ্ঞপ্তিটি স্ব-স্ব বিভাগের ওয়েবসাইটে প্রচার এবং বিশ্ববিদ্যালয়ের গ্রুপ মেইলে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে)।
অনুলিপি (সদয় অবগতির জন্য):
- ০১। মন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (মাননীয় মন্ত্রীর সদয় অবগতির জন্য)।
- ০২। উপমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (মাননীয় উপমন্ত্রীর সদয় অবগতির
- ০৩। সচিবের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (সচিব মহােদয়ের সদয় অবগতির জন্য)।
- ০৪। অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) এর ব্যক্তিগত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় | (অতিরিক্ত সচিব মহােদয়ের সদয় অবগতির জন্য)।
- ০৫। অফিস কপি/ সংরক্ষণ কপি।


