Skip to content
Home » ১০,০০০/- সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২২ এর রেজাল্ট দেখুন এখানে | Sonali Bank Scholarship 2022

১০,০০০/- সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২২ এর রেজাল্ট দেখুন এখানে | Sonali Bank Scholarship 2022

Sonali Bank Scholarship 2022

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা এখানেই প্রকাশ করা হয়েছে। SSC / HSC Scholarship circular published. Sonali Bank Scholarship 2022 Circular has been published on the official website sonalibank.com.bd/csr. SSC Scholarship or HSC Scholarship Last date is 18 March 2022. sonalibank.com.bd/csr apply. ১০,০০০/- সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির প্রাথমিক আবদেন কার্যক্রম শেষ হয়েছে এবং মনোনীতদের প্রাথমিক রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

৩,৫০০/- মাসিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার সাথে সাথে এখানে আপডেট করা হবে। অনুগ্রত করে আর একটু নিচের দিকে গিয়ে তালিকাটি দেখে নিন।



Topics in this Post

মনোনীতদের তালিকা

১০,০০০/- সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২২ এর ফলাফল প্রকাশ সম্পর্কে বিস্তারিত। Sonali Bank Scholarship 2022 result included below:

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী (অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চরের তথা চর, হাওড়, উপকূলীয় অঞ্চল, অসহায় দরিদ্র কৃষক, দিনমজুর, আদিবাসীদের মেধাবী সন্তান ও এতিমদের অগ্রাধিকার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার) শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত সোনালী ব্যাংক লিমিটেড এককালীন ১০,০০০/- টাকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। বলে রাখা ভালো শিক্ষাবৃত্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে ২৭/০২/২০২২ ইং তারিখ থেকে ১৮/০৩/২০২২ ইং তারিখ পর্যন্ত চলমান ছিল।

কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক মনোনীত প্রার্থীদের লিস্ট নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

  • SSC ২০২০ এর প্রাথমিক নির্বাচিতদের ফলাফল দেখতে SSC 2020 Result এখানে 

Sonali Bank Scholarship result for SSC 2020
Sonali Bank Scholarship result for SSC 2020

  • HSC ২০২০ এর প্রাথমিক নির্বাচিতদের ফলাফল দেখতে HSC 2020 Result এখানে

Sonali Bank Scholarship result for HSC 2020
Sonali Bank Scholarship result for HSC 2020

প্রাথমিক নির্বাচিতদের করণীয়

২০২০ সালের সোনালী-ব্যাংকের শিক্ষাবৃত্তির সার্কুলারে যাদের প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছে তাদের তালিকা আজই প্রকাশ করেছে ব্যাংক। চূড়ান্তভাবে নির্বাচনের জন্য প্রতেক শিক্ষার্থীকে (প্রাথমিক নির্বাচিত) প্রয়োজনীয় ডকুমেন্ট আগামী ২৫ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে নিজ নিজ নামের পার্শ্বে বর্ণিত জেলায় অবস্থিত সোনালী ব্যাংকে দাখিল করতে হবে। আরও নির্দেশাবলী নিচে দেয়া হলো:

প্রাথমিক নির্বাচিতদের করণীয়
প্রাথমিক নির্বাচিতদের করণীয়

এক নজরে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২০

Notification on Scholarships-2020 Under the CSR program, Sonali Bank Ltd. has provided scholarship for the year 2020 to the poor meritorious (backward and remote areas such as chars, haors, coastal areas, destitute poor peasants, destitute children, homeless, etc.). Students’ highest priority) Applications are being invited from students online from 27/02/2022 to 18/03/2022. For detailed information it is advisable to visit the website of Sonali Bank Limited (www.sonalibank.com.bd/csr).

Sonali Bank CSR Education Stipend Final Selection (scholarship) 2020 summary. সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর সার-সংক্ষেপ:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): সোনালী ব্যাংক, বাংলাদেশ (Sonali Bank Limited)
  • শিক্ষাবৃত্তির ধরণ (Type of ‍Scholarship): এককালীন প্রদা।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এসএসসি/এইচএসসি, GPA- ৫.০০, তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩.৫০।
  • পাশের সাল : ২০২০ সালে এসএসসি/ এইচএসসি পাশ থাকতে হবে।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): ১০,০০০ টাকা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনে- www.sonalibank.com.bd/csr থেকে।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ২৭/০২/২০২২ইং থেকে ১৮/০৩/২০২২ইং তারিখ পর্যন্ত।

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি- ২০২২ (Sonali Bank Scholarship 2022)

শিক্ষাবৃত্তি-২০২০ সংক্রান্ত বিজ্ঞপ্তি সিএসআর (CSR) কার্যক্রমের আওতায় সােনালী ব্যাংক লিমিটেড এর ২০২০ সালের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত আগ্রহী দরিদ্র মেধাবী (অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের তথা চর, হাওড়, উপকূলীয় অঞ্চল, অসহায় দরিদ্র কৃষক, দিনমজর, আদিবাসীদের মেধাবী সন্তান ও এতিমদের অগ্রাধিকার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার) শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে ২৭/০২/২০২২ তারিখ হতে ১৮/০৩/২০১২ তারিখের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য সােনালী ব্যাংক লিমিটেড এর ওয়েবসাইটে (www.sonalibank.com.bd/csr) ভিজিট করার পরামর্শ দেয়া হলাে।


নতুন উপবৃত্তি গুলোতে আবেদন করেছেন? না করলে এখনি নিচের লাইনে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট– উপবৃত্তি ২০২২ | Prime Minister’s Education Assistance Trust Prime Ministers Trust Scholarship 2022
নারী প্রশিক্ষণ দেবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) 2022 | BSCIC Training Course sciti 2022


সোনালী ব্যাংকের উপবৃত্তিতে আবেদনের যোগ্যতা (Eligibility to apply Sonali Bank Limited Scholarship)

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি- ২০২০ এ যেসকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তা হলো:

  • Having passed SSC or equivalent examination in 2020 and is currently studying at HSC or equivalent level and
  • Students who have passed HSC or equivalent examination in 2020 and are currently studying at undergraduate or equivalent level can apply.
  • Minimum required GPA in SSC/ HSC Pass is 3.50 for Physically Handicapped (disabled) and 5.00 for others.
  • Only poor / students / disabled students / sons and daughters of indigent freedom fighters / their sons and daughters (whose father / guardian’s monthly income is not more than 15,000/-) can apply. The children of a well-to-do person do not need to apply.

শিক্ষাবৃত্তির পরিমান কত? (Amount of Scholarship of Sonali Bank Scholarship for SSC/ HSC)

A one-time scholarship of BDT. 10,000 / – will be given to the selected students.প্রত্যেক শিক্ষার্থীকে ১০,০০০ টাকা করে দেবে সোনালী ব্যাংক।

শিক্ষাবৃত্তিতে আবেদনের সময়সীমা (Deadline of Sonali Bank Scholarship)

১৮/০৩/২০২২ ইং তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন করা যাবে। The Student can apply in the Sonali Bank Scholarship from 27 February to 18 March 2022.

Descriptions Dates
Publishing Date24 February 2022
Application Start27 February 2022
Last date of application18 March 2022
শিক্ষাবৃত্তিতে আবেদনের সময়সীমা (Deadline of Sonali Bank Scholarship)

কিভাবে সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তিতে আবেদন করব? (How to Apply Sonali Bank Scholarship?)

In very simple way you can apply to Sonali Bank Scholarship.

Step- 01, First, go to “www.sonalibank.com.bd/csr” or click ‘Apply Now‘ below

Step- 02. Click on “Apply for Sonali Bank Education Stipend 2020” (see below)

Step- 03. Fill out the application form carefully (see image below)

Step- 04. In the Final Step after fill out the form, upload photo and signature you click on “Submit Data

To apply SSC/HSC Sonali Bank Scholarship follow all given instructions carefully.

প্রয়োজনীয় কাগজপত্রাদি/ Required Documents

আবেদেনের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। After primary selection Candidates/ Students have to carry required documents below:

“(i) Online Application Form printed by the nominated applicant in the preliminary selection (with the signature and sealed recommendation of the head of the educational institution / head of the department);
(ii) Certificate of study issued by the Head / Head of Department of the educational institution currently studying;
(iii) attested copy of academic transcript / certificate;
(iv) citizenship certificate / birth certificate;
(v) Certificate of Monthly Income of the guardian of the student from the Union Parishad / Municipality / City Corporation (must specify the occupation and monthly income of the guardian) and Certificate of Salary by the head of the concerned office including the title and salary scale of the employed guardian;
(vi) Freedom Fighter Certificate in case of sons and daughters of Freedom Fighters and Certificate of Relationship with Candidate by UP Chairman / Municipal Mayor / City Corporation Ward Councilor as appropriate proof in case of Freedom Fighters and
(vii) Department of Social Services / District Social Services in case of disabled. / Disability certificate issued by Upazila Social Service Office.”
source: sonalibank.com

required documents
required documents

সোনালী ব্যাংকের উপবৃত্তির অফিসিয়ার সার্কুলার (Sonali Bank SSC/HSC Scholarship 2020 Official Circular)

Scholarship Circular is published on Daily Newspaper on 24 February. The Official Circular will be available below when Sonali Bank is published. শিক্ষার্থীদের আর্থিক অনুদান (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)

Sonali Bank Scholarship 2022
Sonali Bank Scholarship 2022
Sonali Bank Scholarship 2022

কিভাবে পুন:রায় আবেদন ফরম ডাউনলোড করব? (How to Re-Download Application Form of Sonali Bank Scholarship?)

আবেদনপত্র হারিয়ে গেলে কি করবেন?

আবেদনপত্র হারিয়ে গেলে কোন চিন্তার কারণ নেই। নিচের দেখানো পদ্ধতিতে আপনি আপনার আবেদন ফরমটি আবারও ডাউনলোড দিতে পারবেন।

Step- 01. First, go to “www.sonalibank.com.bd/csr

Step- 02. Now click on “Download your submitted application again! (click here)” Option

Step- 03. Now type your mobile number (যে নাম্বারটি আবেদনের সময় ব্যবহার করেছেন) and click on “Get My Application Form“.

এর পরেও যদি কোন রকম সমস্যার সম্মুখীন তো নির্ধীদায় কমেন্ট করুন। ধন্যবাদ

মনোনীতদের তালিকা

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ফলাফল ২০২০ এর এসএসসি এবং এইচএসসি পাশকৃতদের প্রাথমিকভাবে মনােনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সােনালী ব্যাংক এর ওয়েবসাইটে এইচএসসি ২০ ব্যাচ এবং এসএসসি ২০ ব্যাচের চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে খুব দ্রুতই ।

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ফলাফল ২০২২ প্রকাশিত ফলাফল দেখুন নিচে:

  • SSC ২০২০ এর প্রাথমিক নির্বাচিতদের ফলাফল দেখতে ক্লিক করুন এখানে 

  • HSC ২০২০ এর প্রাথমিক নির্বাচিতদের ফলাফল দেখতে ক্লিক করুন এখানে

বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২

পূর্বের শিক্ষাবৃত্তির রেজাল্ট

SSC ২০১৯ এর চূড়ান্ত ফলাফল দেখতে ক্লিক করুন এখানে 

HSC ২০১৯ এর চূড়ান্ত ফলাফল দেখতে ক্লিক করুন এখানে

বি.দ্র: উপরের রেজাল্টগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে, তবে অবশ্যই অফিসিয়াল সাইট থেকে তা যাচাই করার পরামর্শ থাকবে।

Questions/ গুরুত্বপূর্ণ প্রশ্ন:

  • মনোনীতদের তালিকা কবে প্রকাশ করা হবে?
    উত্তর: ইতোমধ্যে প্রাথমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে, চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষ করুন।
  • মনোনীতদের তালিকা কবে প্রকাশ করা হবে?
    উত্তর: মনোনীতদের তালিকা এখানেই প্রকাশিত হবে।
  • আমার কিছু প্রশ্ন আছে করতে পারি?
    উত্তর: হ্যা, নিচে কমেন্টে আপনার প্রশ্ন জানান।

Is this Sonali Bank SSC Scholarship?
Ans: Yes!

Is this Sonali Bank HSC Scholarship?
Ans: Yes! This is SSC and HSC Both

I’m studying in Honor/ Degree, Can I apply in this scholarship?
Ans: Yes! If you pass HSC in 2020 then you are eligible.


আপনি কি চাকরি খুজছেন?

৮০০ পদে মিনিস্টার কোম্পানিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Minister Job Circular 2022
নারী প্রশিক্ষণ দেবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) 2022 | BSCIC Training Course sciti 2022
নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ‍DOS job circular 2022
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | MOWR Job Circular 2022

98 thoughts on “১০,০০০/- সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২২ এর রেজাল্ট দেখুন এখানে | Sonali Bank Scholarship 2022”

        1. অপেক্ষ করুন! রেজাল্ট যখন দিবে, তখন আমাদের ওয়েবসাইটে জানানো হবে। এখানেই আপডেট দেয়া হবে।

            1. না ভাই এখনও দেয়া হয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ফলাফল দেয়ার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।

            1. এখনও হয়নি ভাই, দেয়ার সঙ্গে সেঙ্গেই আমরা এখানে তা আপডেট দেব।
              ধন্যবাদ ভাই!

    1. Pingback: নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ‍DOS job circular 2022 | dos.gov.bd job apply - inbdjob.com

    2. Pingback: শিক্ষার্থীদের আর্থিক অনুদান (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) | myGov BD Student Scholarship 2022 | Student Financial Grants - inbdjob.com

    3. The link you have for applying On Sonali bank scholarship is not working. Its goes to the same page of previous year result. Please Help

      1. একটু অপেক্ষা করুন আপু। আবেদন কার্যক্রম আজ (27/02/2022) থেকে শুরু হবে, কিন্তু ওয়েবসাইটে তথ্য এখনও আপডেট করা হয়নি।
        একটু পরে আবার চেষ্টা করবেন আশা করি ঠিক হয়ে যাবে।
        শেষ তারিখ: 18/03/2022
        ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য

          1. উপরে সবকিছু দেওয়া আছে ভালো করে দেখলেই আবেদন করতে পারবেন।
            সমস্যা হলে বলবেন

            1. সোনালী ব্যাংক উপবৃত্তি ২০২২ এর মনোনীত তালিকা কবে প্রকাশ করবেন।

              1. রেজাল্ট প্রকাশ হবার সঙ্গে সঙ্গেই এখানে আপডেট দিয়ে দেব ভাই।
                আমাদের সাথেই থাকুন।

        1. এই শিক্ষাবৃত্তির টাকাটা কি আদৌ সত্য নাকি আর কত দিনের ভিতর টাকাটা পাওয়া যাবে??

          1. হা এটা ১০০% সত্য। সোনালী ব্যাংক প্রতি বছরই দিয়ে থাকে।
            ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য

              1. debe khub drutoi, akhono deyni. প্রতিদিন ১বার আমাদের এখানে খোজ রাখবেন তাহলেই পেয়ে যাবেন।

              2. অন্যন্য আরও অনেগুলো শিক্ষাবৃত্তির সার্কুলার রয়েছে, চাইলে সেগুলোও দেখতে পারেন। ধন্যবদা।

          1. আচ্ছা ১৮ তারিখ এর পর কেমনে দেখব যে আমি বৃত্তির জন্য নির্বাচিত হয়েছি…???
            একটু জানাবেন প্লিজ…

            1. রেজাল্ট এখানেই পাবেন। যখন রেজাল্ট দেওয়া হবে আমরা এখানে আপডেট করে দেব। ধন্যবাদ।

              1. আচ্ছা কত তারিখ বা কত দিনের মধ্যে দিতে পারে একটু জানাবেন প্লিজ

                1. কবে দেবে সেটার নির্দিষ্ট কোন তারিখ নির্ধারণ করা হয়নি। তবে খুব দ্রুতই দেবে। দেবার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ্

                1. ভাই এতে আমাদের তো কোনো হাত নেই, সোনালী ব্যাংক থেকে যখন ঠিক মনে করবে তখনই রেজাল্ট প্রকাশ করবে!
                  তবে রেজাল্ট প্রকাশ করার সাথে সাথেই আমরা এখানে টা আপডেট করে দেব

            1. আপনাকে স্বাগতম!
              আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
              কোন সমস্যা হলে বলবেন।

          2. আমার রেজাল্ট ৪.৮৩। বাবা নেই আামার ! আমি কী শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবো ?

          3. আমার রেজাল্ট ৪.৮৩আমার বাবা নেই! আমি কি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবো?

          4. JSC exam Er registration Er somoi Amar nam change kore disilam..akn Amar SSC Er certificate Er nam Er Sathe birth certificate Er nam Er mil nai Tobe Agee ar 17 digit Er number Er mil Ase..akn Amar ki koroniyo Jodi ektu bolten khubi upokrito hotam …

            1. আপনাকে জন্মনিবন্ধনের নাম পরিবর্তন করার পরামর্শ দেব। তবে এখন চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র ব্যবহার করতে পারেন। আর হাতে কিছুদিন সময় আছে দেখেন জন্মনিবন্ধনে কিছু করা যায়কিনা

            1. Mostafizur Rahman Rabby

              আপানাদের কি কোটা আছে? মানি এই বছর সারা দেশ মিলে কত জনকে বৃত্তির আওতায় আনবেন? এটা কি বিভাগ ভিত্তিক নাকি সারা দেশে কয়েকজনকে দিবে? মোট বৃত্তি কতজনকে দিবেন? আশা করি উত্তর দিবেন

              1. সবাই আবেদন করতে পারবেন। যদি সাধারণ হন তো 5.00 পেতে হবে আর প্রতিবন্ধি হলে 3.50 হলেও পারবেন। আর কতজনকে দেবে সেটার উল্লেখ নেই, তবে উপযুক্ত হলে সবাইকে দেবে।

                ধন্যবাদ- আপনাকে আমাদের সাথে থাকার জন্য!

          5. Pingback: ৬ষ্ঠ থেকে মাস্টার্স শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার | DSHE Scholarship 2022 | শিক্ষাবৃত্তি - inbdjob.com

          6. Pingback: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট- উপবৃত্তি ২০২২ | Prime Minister's Education Assistance Trust Scholarship 2022 - inbdjob.com

          7. ডাটা সাবমিট করলে কিভাবে বুঝবো যে ডাটা সাবমিট হয়েছে?

            1. সাবমিট হলে তো আপনি আপনার আবেদন ফরম পাবেন।
              আর যদি আবেদন ফরম ঢাউনলোড না দিতে পারেন তো আবারও ডাউনলোড দিতে পারবেন। নিচে দেখেন দেয়া আছে। অথবা এখানে ক্লিক করুন- https://inbdjob.com/sonali-bank-scholarship/#%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F_%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8_%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE_%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC_How_to_Re-Download_Application_Form_of_Sonali_Bank_Scholarship

            1. এই পোস্টর নিচের দিকে দেয়া আছে কিভাবে পুনঃরায় ফরম ডাউনলোড করবেন। ১৮ তারিখ পর্যন্ত সোনালী ব্যাংক লিংকটি কার্যকর রেখেছিল।

            1. বোন, জানতে পেরেছি বৈশাখেই দেবে, কিন্তু নির্দিষ্ট কোন তারিখ এখনও ডিসক্লোস করেনি।
              আসলে এতে আমাদের তো কেন হাত নেই বোন, তবে রেজাল্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই আমরা আপডেট জানাবো ইনশাল্লাহ্।
              আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বোনটি।

                1. আমরা প্রায় প্রতিদিনি খোজ নেই ভাইয়া, যখনই কোন আপডেট আসবে সঙ্গে সঙ্গেই এখানে জানিয়ে দেব আপনাদের।
                  ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

              1. নির্দিষ্ট কোন তারিখ নেই, তবে রেজাল্ট দেবার সাথে সাথেই আমরা এখানে তা আপডেট দেবার চেষ্টা করব।
                ধন্যবাদ-

            1. দুঃখিত বোন! আমাদের হাতে তো কিছু নেই, তবে যখনই দেবে আমরা সঙ্গে সঙ্গে আপডেট জানিয়ে দেবো এখানে।
              আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে বোনটি <3

            1. সোনালী ব্যাংক থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেই দেবে। তবে এর নির্দিষ্ট কোন সময় এখনও বলা যাচ্ছে না, কারণ এটি সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত।
              রেজাল্ট দিলে অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের এই পোস্টেই পূর্ণাঙ্গ রেজাল্ট সীট প্রকাশ করা হবে।

          8. রেজাল্ট তো দিলো না, কবে দিবে প্লিজ একটু বলবেন। অনেক দিন তো হয়ে গেলো।

            1. রেজাল্ট যখনই দেবে সঙ্গে সঙ্গেই এখানে তার আপডেট জানানো হবে।
              ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য

          9. রেজাল্ট তো দিলো না, কবে দিবে প্লিজ একটু বলবেন। অনেক দিন তো হয়ে গেলো।

            1. হ্যা ভাই, আসলেই অনেক দিন হয়ে গেছে। আমাদের হাতে তো কিছুই নেই ভাইজান, তবে রেজাল্ট যখনই দেবে সঙ্গে সঙ্গেই এখানে তার আপডেট জানানো হবে।
              ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য

            1. আশা তো করা যায় 🙁
              সবুরে মেওয়া ফলে!
              ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য-
              রেজাল্ট প্রকাশিত হলেও এখানে আমরা তা আপডেট করে দেব।

          10. Vaiya sonali banker primary selection result to hoyse kintu web sight a to published kore ni.tahole kivabe bujhbo.apner kase ki pdf list ase?plz jante parle janayen plz..,,

          11. ভাইয়া চুরান্ত ফলাফল পাইলে একটু তারাতারি জানাবেন প্লিজ…🖤

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *