Skip to content
Home » ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি | Secondary School Certificate- SSC Exam Routine 2022

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি | Secondary School Certificate- SSC Exam Routine 2022

Secondary School Certificate- SSC Exam Routine 2022

১৯ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, চলবে ০৬ জুলাই ২০২২ইং পর্যন্ত। ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে। Secondary School Certificate- SSC Exam Routine 2022 has been published on the official website www.educationboard.gov.bd and www.dhakaeducationboard.gov.bd.

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে, ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়ােজনে বাের্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

  • ১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • ২। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • ৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।
  • ৪। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
  • ৫। সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বাের্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
  • ৬। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • ৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • ৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • ৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  • ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রােগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • ১১। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।
  • ১২। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  • ১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
  • ১৪। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

SSC Exam Routine 2022

SSC and its equivalent examinations will start on 19 JUne 2022 and end on 06 July 2022. SSC routine 2022 pdf has been published at http://www.educationboard.gov.bd/. If you are looking for SSC Routine for all education board, then please follow us below.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি – SSC Exam Routine 2022

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অফিসিয়াল সোর্সসহ দেখে নিন। Secondary School Certificate- SSC Exam Routine 2022 PDF is available below.

সকল বোর্ড এসএসসি রুটিন- All Board SSC Routine

Dhaka Board
The Board of Intermediate and Secondary Education, Dhaka. It has published SSC Routine at their official website https://dhakaeducationboard.gov.bd/

Rajshahi Board
Rajshahi Education Board has announced SSC Routine at their website which is http://rajshahieducationboard.gov.bd/

Chittagong Board
Chittagong Education Board has just declared SSC Routine for SSC Exam. You can download the examination routine from the official website which is https://bise-ctg.portal.gov.bd/

Barisal Board
Barisal Education Board has publish SSC examination routine to their official website.The Board of Intermediate and Secondary Education in Barisal, Bangladesh official website is https://barisalboard.portal.gov.bd.

Sylhet Board
The Board of Intermediate and Secondary Education, Sylhet SSC Routine of Sylhet Board published on the official website is https://sylhetboard.gov.bd/

Dinajpur Board
The Board of Intermediate and Secondary Education, Dinajpur, Bangladesh SSC Routine 2022 is published on the official website is http://dinajpureducationboard.gov.bd.

Comilla Board
The Board of Intermediate and Secondary Education, Comilla SSC Exam routine 2022 has been published on the official website is https://comillaboard.portal.gov.bd.

Jessore Board
The Board of Intermediate and Secondary Education, Jashore SSC Exam routine 2022 has been published on the official website is https://sylhetboard.gov.bd/.

Mymensingh Board
The Board of Intermediate and Secondary Education, Mymensingh SSC Exam routine 2022 has been published on the official website is https://www.mymensingheducationboard.gov.bd.

SSC Vocational/ BTEB Routine 2022
Bangladesh Technical Education Board has published SSC vocational routine for taking SSC examination in 2022 has been published on the official website is http://www.bteb.gov.bd/.

Madrasah Board
Dakhil Routine 2022 is published on the official website http://bmeb.ebmeb.gov.bd/.

SSC Bou/ Open Univerisyt Routine
Bangladesh Open University (BOU) SSC Routine has been published by BOU. You can easily download SSC exam Open University official website is https://bou.ac.bd/.

সূত্র: www.educationboard.gov.bd and www.dhakaeducationboard.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *