Skip to content
Home » ১,৫৪০ পদে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি | TMSS NGO Job Circular 2022

১,৫৪০ পদে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি | TMSS NGO Job Circular 2022

TMSS NGO Job Circular 2022

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে পত্রিকা এবং নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ০২টি ক্যাটাগরীতে ১,৫৪০ জন নিয়োগ করা হবে। Thengamara Mohila Sabuj Sangha (TMSS) Job Circular 2022 has been published on official website www.tmss-bd.org. আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ১০ ডিসেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (At a Glance TMSS Job Circular)

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) পলিটেকনিক ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Thengamara Mohila Sabuj Sangha (TMSS) Job Circular 2022 summary is below:

  • কোম্পানির নাম (Name of the Organization): ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) – Thengamara Mohila Sabuj Sangha (TMSS)
  • পদের নাম (Post Name) : মোট ০২টি পদ, নামগুলো নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখার অনুরোধ রইল।
  • চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
  • শূন্যপদ / Vacancy: ১,৫৪০ টি।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম ৫ম বা ৮ম শ্রেণি বা সমমান পাশ।
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন ফি (Application Fee): ১০০/- বা ৫০০/- টাকা মানি রশিদ বা পে অর্ডার।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে (by post)।
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ১০ ডিসেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত (আবেদন চলমান থাকবে দীর্ঘ দিন)।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.tmss-bd.org


টিএমএসএস নিয়ােগ ২০২২ বিস্তারিত (TMSS Job Circular 2022)

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) পলিটেকনিক ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। TMSS – Polytechnique Institute Job Circular 2022 summary is below.

টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউট (TP), নাটোর ও টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউট (TP), রংপুর

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার অডিট এ্যান্ড কমপ্লাইন্স বিভাগের নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থদের থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শূন্যপদ সম্পর্কিত তথ্য

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টর-এ জনবল নিয়াগের উদ্দেশ্যে ১৫টি ক্যাটাগরীর অধীনে কিছু সংখ্যক অভিজ্ঞ ও অনভিজ্ঞ লোক নিয়োগ করা হবে পদের নামগুলো নিচের বিজ্ঞপ্তি থেকে দেখার অনুরোধ রইল)।

১। পদের নাম: সিকিউরিটি ইনচার্জ/ মার্কেটিং াফিসার/ সিকিউরিটি সুপারভাইজার/ রিক্রুটিং অফিসার
পদ সংখ্যা: ৪০ টি
বেতন: ৩০,০০০/- টাকা
বয়স: ২৫-৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান ও অভিজ্ঞতা।

২। পদের নাম: সিকিউরিটি গার্ড;
পদ সংখ্যা: ১,৫০০ টি
বেতন: ১৪,০০০টাকা
বয়স: ১৮-৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম পঞ্চম শ্রেণী।

বি.দ্র: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি – Apply Process of TMSS Job Circular 2022

নির্ধারিত আবেদন ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে। পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা ৩ কপি ছবি, মোবাইল নাম্বার, পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নির্ধারিত ঠিকানায় প্রেরণ করতে হবে।

নিচে থেকে আবেদন ফরমটিও ডাউনলোড দিয়ে দিতে পারবেন।

আবেদন ফরম – Application Form

TMSS Job Application Form (page-1)
TMSS Job Application Form (page-1)
(page-02)
(page-02)
(page-03)
(page-03)

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ১০০/ বা ৫০০/- টাকা মানি রশিদ/ পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। টিএমএসএস এর প্রধান কার্যালয় অথবা যে কোন অঞ্চল, শাখা, জোন, ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস হতে ১০ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করা যাবে। অথবা যে কোনো তফসিলি ব্যাংক হতে “টিএমএসএস” শিরোনামে পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ

প্রথমে যারা আবেদন করবে তাদের নিয়োগ কার্যক্রম চলবে এবং আবেদনের কার্যক্রম চলবেই।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

টিএমএসএস সিকিউরিটি এজেন্সী লি.,
এইচআরএম অ্যান্ড অ্যাডমিন
টিএমএসএস ফাউন্ডেশন অফিস
ঠেঙ্গামারা, রংপুর রোড,
বগুড়া-৫৮০০।

টিএমএসএস প্রধান কার্যালয়: টিএমএসএস ভবন, ৬৩১/৫,পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • জীবন বৃত্তিান্তর কপি।
  • রঙ্গিন ছবি ০৩ কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রর কপি।
  • অভিজ্ঞতার সনদের কপি।
  • নাগরিকত্ব সনদপত্রর কপি।
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি।
  • মানি রশিদ/ পে-অর্ডার কপি।
  • ফেরত খাম (১০/- ডাক টিকেট সংযুক্ত)।

অফিসিয়াল বিজ্ঞপ্তি (TMSS NGO Job Circular 2022 All Images)

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) পলিটেকনিক ইন্সটিটিউট চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Thengamara Mohila Sabuj Sangha (TMSS) Polytechnique Institute Job Circular 2022 Official Circular PDF Download link is below:

WWW.tmss-bd.org OFFICIAL JOB CIRCULAR

নিয়োগ বিজ্ঞপ্তি ০১

TMSS Job Circular 1

Source: Official Webstite and Daily Karatoa 07 November 2022.

শর্তাবলী (টিএমএসএস জব)

  • ১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, মােবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ১০/০৫/২০২২ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌছাতে হবে।
  • ২। নির্বাচনী পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ৩০০/- টাকার মানি রশিদপে-অর্ডার(অফেরৎযােগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ :
    • সংস্থার যে কোন শাখা, অম্বল, জোন, ডােমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০ টাকা সার্ভিস চার্জ দিয়ে মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা
    • যে কোন তফসীলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র “টিএমএসএস” শিরােনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গন্য হবে।
  • ৩। সকল পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SSMSমােবাইল ফোনের মাধ্যমে জানানাে|
  • ৪। খামের উপর পদের নাম ও প্রতিষ্ঠানের নাম স্পষ্ট করে উল্লেখ কর
  • ৫। নির্বাচিত প্রার্থীদেরকে যােগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযােগ্য) | প্রদান করতে হবে।
  • ৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মল সনদপত্র সঙ্গে আনতে হবে।
  • ৭। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কম আবেদন করতে পারবেন না।
  • ৮। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • ৯। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

হেল্প-লাইন-
ফোন: ০৫১-৬৫৭১৯, ০২-৫৮৯৯০৪৪৭৭,
Web: www.tmss-bd.org

সূত্র: www.tmss-bd.org

Tags:

2 thoughts on “১,৫৪০ পদে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি | TMSS NGO Job Circular 2022”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *