Skip to content
Home » ১,৫০,০০০/- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি | WEWB Scholarship 2022 SSC & HSC

১,৫০,০০০/- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি | WEWB Scholarship 2022 SSC & HSC

WEWB Scholarship

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাভাতা বাবদ মোট ১,৫০,০০০/- টাকা (প্রতিমাসে ২,০০০ বা ২,৫০০) ও অন্যান্য ভাতার টাকা দেবে। আবেদনের শেষ ৩১ মে ২০২২। Wage Earners’ Welfare Board (WEWB) Scholarship 2022 published on official website www.wewb.gov.bd. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশের প্রাবসীদের সন্তানদের আর্থি অনুদানের মাধ্যমে প্রবাসীদের সহায়াতায় একটি বড় উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের প্রতিমাসে ভাতা আগামী ৪ ও ৫ বছর ভাতা প্রদান করা হবে। আর এজন্য প্রবাসী সন্তানদের বা অভিবাবকদের আগামী ৩১ মে ২০২২ইং তারিখের মধ্যে অনলাইন বা ডাকযোগে বা সরাসরি আবেদন করার জন্য আহ্ববান করা হচ্ছে।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২১ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) এবং ২০২০ সালে এইচএসসি/সমমান ক্যাটাগরিরতে বিশ্ববিদ্যালয়/মেডিকেল (১ম সেমিস্টার/বর্ষে) এ অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে উল্লেখিত শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

এসএসসি/সমমান-২০২১ ও এইচএসসি/সমমান-২০২০ ক্যাটাগরিতে “প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি” এর দরখাস্ত আহবান।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৭১-৭২ প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
(www.wewb.gov.bd)

এক নজরে সার্কুলার

প্রবাসী কর্মীর সন্তানদের ভাতা প্রদান ২০২২ | ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ভাতা দেবে। নিচে সংক্ষেপে সমস্ত প্রয়োজনীয় তথ্য দেখা যাক। Wage Earners’ Welfare Board (WEWB) scholarship details in below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড– Wage Earners’ Welfare Board (WEWB)
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): মাসিক (৪ বা ৫ বছরের জন্য)।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এসএসসি অথবা এইচএসসি পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • জেলা (Job Location): সকল জেলা।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): ১,৫০,০০০/- টাকা [মাসিক ২,০০০/- বা ২,৫০০/- এবং অন্যান্য ভাতা (৪ ও ৫ বছর পর্যন্ত)]।
  • আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি/ ডাকযোগে।
  • অফিসিয়াল ওয়েবসাইট : www.wewb.gov.bd
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ৩১/০৫/২০২২ইং তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া – WEWB Scholarship Apply

  • ক) সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক: http://stipen.wewb.gov.bd/stipend
  • খ) শুধুমাত্র এসএসসি/সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা (কারিগরি শিক্ষাবাের্ড) এর শিক্ষার্থী সরাসরি/ডাকযােগে আবেদন করবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করে সরাসরি আবেদন করতে পারবে। আবেদনের সাথে ক্রমিক নং- ৩ এ উল্লিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে;
  • গ) অনলাইনে/সরাসরি আবেদনকারীর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ আগামী ৩১ মে ২০২২ তারিখের মধ্যে দাখিল করতে হবে। সরাসরি/ডাকযােগে আবেদনের ক্ষেত্রে আবেদন পরিচালক (আইআরপি), ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড, ৯ম তলা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রােড, ইস্কাটন গার্ডেন, রমনা ঢাকা-১০০০ বরাবর পৌছাতে হবে। উক্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণ করা হবে না;
  • ঘ) শিক্ষার্থীর মােবাইল নম্বর এবং তার মাতা/পিতার মােবাইল নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
  • *** শুধুমাত্র এসএসসি/সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা (কারিগরি বাের্ড) এর শিক্ষার্থী সরাসসি/ডাকযােগে আবেদন করবে। অন্যান্য ক্যাটাগরির শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে।

যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে

  • (ক) বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন;
  • (খ) মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে মৃতের পরিবার এ বাের্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন।
  • *** নিম্নের ছকে বর্ণিত শর্তসাপেক্ষে জিপিএ/সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে

আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে

  • ক) পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়ার স্বপক্ষে প্রমাণ হিসাবে আনুষাঙ্গিক কাগজপত্রাদি, যেমন- পাসপাের্ট, ভিসা এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/ম্যানপাওয়ার | ক্লিয়ারেন্স সম্বলিত পাসপাের্টের কপি/ স্মার্টকার্ড অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ ;
  • খ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি;
  • গ) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর পত্রের (মার্কশীট) সত্যায়িত ফটোকপি (কারিগরি শিক্ষার্থীর জন্য প্রযােজ্য);
  • ঘ) মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC (দূতাবাস সনদ) এর ফটোকপি।

আবেদনপত্র পাঠানোর সময়সীমা

সরাসরি অথবা ডাকযােগে ৩১-০৫-২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন প্রেরণ নিশ্চিত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

যারা অনলাইন থেকে আবেদন করবেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করে করতে হবে।
সরাসরি/ডাকযােগে আবেদনের ক্ষেত্রে আবেদন পরিচালক (আইআরপি), ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড, ৯ম তলা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রােড, ইস্কাটন গার্ডেন, রমনা ঢাকা-১০০০ বরাবর পৌছাতে হবে।

বৃত্তির পরিমাণ

  • ক) এসএসসি/সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনােনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২(দুই) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে | অধ্যায়নরতদের ০৪ (চার) বছর মাসিক ২,০০০/-(দুই হাজার) টাকা ও এইচএসসি/সমমান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর মাসিক ২,৫০০/- টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না;
  • খ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ক্যাটাগরিতে বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ও শিক্ষা উপকরণসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ যথাক্রমে ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) ও ৪,০০০/- (চার হাজার) টাকা প্রদান করা হবে।

অফিসিয়ার বিজ্ঞাপনটি দেখুন – WEWB ‍Scholarship

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেয়া হয়েছে। Wage Earners’ Welfare Board (WEWB) Scholarship 2022 Official Circular is below:

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি
প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি (SSC & HSC)
প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি (SSC & HSC)

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার ফরম

নিচে প্রাবসী কর্মীর সন্তানদের প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম নিচে পিডিএফ সহ দেওয়া আছে। Wage Earners’ Welfare Board (WEWB) Scholarship 2022 official circular is below:

বিশেষ দ্রষ্টব্য:

  • অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • যে কোন তথ্যের জন্য ২৪/৭ “প্রবাসবন্ধু কলসেন্টার” এর নম্বরসমূহে: ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ০৮০০০১০২০৩০ (টোল ফ্রি), ০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।

সূত্র: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *