মহিলা প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি, মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি | Women Handicraft and Agriculture Training Center Admission Circular. Female Trainee Admission Circular. Department of Women Affairs training circular 2022. DWA Training Circular 2022. দরখাস্ত জমা দেবার শেষ তারিখ ৩১ মার্চ ২০২২। পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৩/০৪/২০২২ইং সকাল ১০.০০ ঘটিকায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র
মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর
পদের নাম এবং অন্যান্য যোগ্যতা প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ (Post and requirements)
মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের জন্য কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুরে নিম্নবর্ণিত ট্রেডে ভর্তির নিমিত্তে আগ্রহী মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
নতুন ফ্রি কোর্স চালু করেছে সরকার, এটাও দেখতে পারেন-
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program 2022 – SEIP
০১। পদের নাম: আধুনিক গার্মেন্টস;
পদের সংখ্যা: ২০টি;
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস হতে হবে।
কোর্সের মেয়াদ: ০৩ মাস
০২। পদের নাম: দর্জি বিজ্ঞান;
পদের সংখ্যা: ৩০টি;
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস হতে হবে।
কোর্সের মেয়াদ: ০৩ মাস
০৩। পদের নাম: বেসিক কম্পিউটার;
পদের সংখ্যা: ১০টি;
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।
কোর্সের মেয়াদ: ০৩ মাস
ভর্তি পরীক্ষা ও তারিখ: ০৩/০৪/২০২২ইং রবিবার।
প্রশিক্ষণ কেন্দ্রে নাম: মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর।
দরখাস্ত, পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী নিম্নরূপ (Application and Admission Process Instructions)
Women Handicraft and Agriculture Training Center Admission Circular 2022 মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র কোর্সে ভর্তির জন্য কিছু যোগ্যতা লাগবে। যোগ্যতাসমূহ এবং আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য গুলো নিচে দেওয়া হলো:
০১। প্রার্থীর বয়স ১৮-৩৫ বৎসরের মধ্যে হতে হবে।
০২। নির্বাচনের বিষয়ে অবিবাহিত/তালাকপ্রাপ্ত/স্বামী নাই এমন মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে।
০৩। সকালে ১ ঘন্টা ও বিকালে ১ ঘন্টা মােট ২ ঘন্টা কৃষির বিভিন্ন বিষয়ে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে
হবে। কেন্দ্রের প্রচলিত নিয়ম-কানুন মেনে চলতে হবে। না চললে প্রয়ােজনে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ হতে
বহিষ্কার করা হবে।
০৪। অধ্যয়নরত ছাত্রী ও চাকুরীরত মহিলাদেরকে ভর্তি করা হবে না।
০৫। কোন ছোঁয়াচে বা সংক্রামক রােগাক্রান্ত অথবা অন্তঃসত্ত্বা মহিলাদের আবেদন করার প্রয়ােজন নাই।
০৬। নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যােগ্যতা, সাক্ষাৎপ্রার্থী ০১
জনের নাম ও সম্পর্ক যােগাযােগের স্বার্থে ফোন/মােবাইল ফোন নাম্বার (যদি থাকে) উল্লেখ পূর্বক সাদা কাগজে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে আবেদন করতে হবে। শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত | কপি, ২ টি পাসপাের্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র জমা দিতে হবে। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সুপারিশপ্রাপ্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেয়া হবে।
০৭। একজন প্রশিক্ষণার্থী বর্ণিত ১ টি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।
০৮। দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ৩১/০৩/২০২২ খ্রিঃ অফিস চলাকালীন সময় পর্যন্ত এবং ০৩/০৪/২০২২ খ্রিঃ
তারিখ সকাল ১০.০০ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হলাে।
০৯। ভর্তি পরীক্ষা আগামী ০৩/০৪/২০২২ খ্রিঃ তারিখ রােজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে | অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন আলাদা কার্ড ইস্যু করা হবে না। নির্বাচিত প্রশিক্ষণার্থীর ভর্তি এবং ঐ দিন হতেই হােষ্টেলে অবস্থান করতে হবে। প্রয়ােজনীয় জিনিসপত্র সংগে আনতে হবে। প্রয়ােজনে যােগাযােগ
৪ ০১৭৪০১৫২৯৬৮, ০১৭৩৭২৩৭১০৪, ০১৭১৪৬২৫৬২৭।
১০। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
প্রশিক্ষণার্থীদের সুযােগ সুবিধা (Candidates Opportunities)
Women Handicraft and Agriculture Training Center Admission Circular 2022. মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করার পর নির্বাচীত প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ধরণের সুযোগ সুবিধার আওতায় পরবে। Only Selected Female Candidates can get this opportunities. নিম্নে এসব সুযোগ-সুবিধাগুলো তুলে ধরা হলো:
১। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র প্রদান করা হবে।
২। আবাসিক সুবিধাপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদেরকে বিনামূল্যে ৩ (তিন) বেলা খাদ্য ও হােষ্টেলে থাকার সুযােগ প্রদান করা হবে।
৩। প্রশিক্ষণ শেষে আবাসিক সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Pingback: সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program 2022 - SEIP - inbdjob.com
Pingback: সুখবর! মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ। - inbdjob.com